LIVE: মহারণে মুখোমুখি কেকেআর-পঞ্জাব
http://eisamay.indiatimes.com/liveblog/35904919.cms
http://eisamay.indiatimes.com/liveblog/35904919.cms
লাইভ খবর
01 Jun, 2014 , 07.09PM ISTLIVE: মহারণে মুখোমুখি কেকেআর-পঞ্জাব
11:32 PM৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল কেকেআর। সৌজন্য পীযুষ চাওলা। আওয়ানার ফুলটস বল পয়েন্ট বাউন্ডারিতে পাঠিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৪ রান তুলে নিল নাইটরা। টানা দুই ম্যাচে ‘জারা’কে হারিয়ে দ্বিতীয় আইপিএল ঘরে তুলল বীর। ইডেনে আরও একটা শাহরুখ শো দেখার জ্নয এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করবে কলকাতা।
11:23 PMডেকে ডেকে বোলারকে উইকেট দিয়ে গেলেন সূর্য যাদব। ১১ বলে যখন ১৩ রান দরকার তখন তাড়াহুড়ো করে তুলে মারতে গিয়ে জনসনের বলে ভোহরার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। ম্যাচ জেতার জন্য কেকেআরের দরকার১০ বলে ১৩ রান।
11:16 PMপচা শামুকে পা কাটল টেন দুশখাতের। করণবীরের ওয়াইড বলকে মারতে গিয়ে আউট হলেন তিনি। তিন বল পরে একই ভুল করলেন মনীশ। নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন তিনি। কিন্তু যাওয়ার আগে কাজের কাজটি করে গেলেন। ৫০ বলে ৯৪ রান করে কেকেআরকে ম্যাচ জেতার জায়গায় পৌঁছে দিলেন মনীশ। জেতার জন্য কেকেআরের প্রয়োজন ১৮ বলে ২১ রান।
11:05 PMঠিক তিন বল পরেই অসাধারণ থ্রো করে সাকিবকে রান আউট করলেন জর্জ বেইলি। ১৫.৩ ওভারে কেকেআরের স্কোর ৪ উইকেটে ১৫৬ রান।
11:03 PMঅক্ষর প্যাটেল ছাড়া আরও কোনও পঞ্জাব বোলারই তেমন দাগ কাটতে পারছেন না। ফল, খুব ভাল ভাবেই ম্যাচে টিকে আছে কেকেআর। ১৫ ওভারের শেষে কেকেআরের স্কোর ৩ উইকেটে ১৫১ রান।
10:55 PMশুরুটা করলেও শেষটা করতে পারলেন না তিনি। ২২ বলে ৩৬ করে করণবীরের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেরেল ইউসুফ পাঠান। ১৩.২ ওভারে কেকেআরের স্কোর ৩ উইকেটে ১৩০ রান। মাঠে আসলেন সাকিব।
10:44 PM‘ম্যাগনিফিসেন্ট’ মনীশ। ৩১ বলে ৫০ রান করে কেকেআর-কে লড়াইয়ে রেখেছেন তিনি। সঙ্গে উইকেটে রয়েছেন ইউসুফ পাঠান। তৃতীয় উইকেট পার্টনারশিপে আপাতত ২৯ বলে ৪৮ রান যোগ করেছেন। ১২ ওভারের শেষে কেকেআরের স্কোর ২ উইকেটে ১১০ রান।
10:24 PMসপ্তম ওভারের শেষে মোক্ষম ধাক্কা খেল কেকেআর। লেগ স্পিনার করণবীর সিংয়ের বলে তুলে মারতে গিয়ে লং অনে মিলারের হাতে ধরা পড়লেন গম্ভীর।
10:22 PMপ্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছে নাইটরা। ৬ ওভারের শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ৫৯ রান। উইকেটে আছেন গম্ভীর এবং মনীশ পাণ্ডে।
09:52 PM২০০ রানের চাপ ভালই টের পাচ্ছে নাইটরা। প্রথম ওভারেই তুলে কভার ড্রাইভ মারতে গিয়ে জনসনের বলে অক্ষর প্যাটের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন উথাপ্পা। প্রথম ওভারের শেষে কেকেআরের স্কোর ১ উইকেটে ১০ রান।
09:33 PM২০ ওভারের শেষে ১৯৯-এ থামল পঞ্জাব। গোটা ইনিংসটাই ওয়ান ম্যান শো হয়ে গেল। সৌজন্যে ঋদ্ধিমান (৫৫ বলে অপরাজিত ১১৫)। এক কথায় অসাধারণ ইনিংস। ম্যাচ জেতার রসদ তিনি দিয়ে গেলেন পঞ্জাবের বোলারদের।
09:28 PM৪৯ বলে শতরান। গত ম্যাচের সহবাগের ঝড় উঠল ঋদ্ধির ব্যাটে। নারিনকে ছক্কা হাঁকিয়ে শতরানে পৌঁছন তিনি। ১৯ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১৮৭ রান।
09:23 PM১৮তম ওভারের শেষ বলে ম্যাক্সওয়েলকে ফিরিয়ে কেকেআর শিবিরে কিছুটা স্বস্তি ফেরালেন চাওলা। পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ১৭০ রান।
09:19 PM৬৭ রান করে থামলেন ভোহরা। তবে যাওয়ার আগে কাজের কাজটি করে গেলেন। তৃতীয় উইকেটে ১২৯ রান যোগ করলেন ঋদ্ধির সঙ্গে। মাঠে আসলেন ম্যাক্সওয়েল।
09:10 PMএক বল আগে নিজের বলেই ঋদ্ধির ক্যাচ ফেললেন নারিন। ঠিক এক বল পরে সহজ স্টাম্পিং চান্স মিস করলেন উথাপ্পা। উইকেটের আগে বল ধরায় জীবন পেলেন ভোহরা। ১৬ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ১৪০ রান।
08:58 PM‘র্যাভেশিং ঋদ্ধি’। মাত্র ২৯ বলে ৫০ করে পঞ্জাবকে ম্যাচে ফেরালেন তিনি। অন্য দিকে ৪২ বলে ৫০ করে যোগ্য সঙ্গত করলেন ভোহরা। ১৪ ওভারের শেষে পঞ্জাবের রান ২ উইকেটে ১১১ রান।
08:52 PMঋদ্ধি আর ভোহরার ব্যাটে ভর করে ম্যাচে ফিরছে পঞ্জাব। দু’জনে মিলে ৪০ বলে ৫২ রানের পার্টনারশিপ গড়ে তুললেন। ১২ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৮২ রান।
08:39 PM৯ ওভারের শেষে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৫৪ রান। উইকেটে রয়েছেন ঋদ্ধিমান (১৩) এবং ওপেনার মনন ভোহরা (৩২)।
08:26 PMশুরু নারিনের জাদু। ষষ্ঠ ওভারের প্রথম বলেই পঞ্জাব অধিনায়ককে প্যাভিলিয়নের পথ দেখালেন তিনি। ৫.১ ওভারে পঞ্জাবের স্কোর ৩০/২
08:18 PMচলল না সহবাগ ম্যাজিক। ৩.৪ ওভারের মাথায় উমেশ যাদবের বলে পুল মারতে গিয়ে মিড অফে গম্ভীরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন বীরু। পঞ্জাবের স্কোর ১ উইকেটে ২৩ রান। ব্যাট করতে নামলেন অধিনায়ক বেইলি।
No comments:
Post a Comment