Monday, June 30, 2014

কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মধুসূদন একাডেমির উদ্যোগে রবিবার রাতে কেশবপুরের আবু শারাফ সাদেক অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন। মধুসূদন একাডেমির সভাপতি অধ্যাপক মতিউর রহমানের সভাপতিত্বে মধুসূদন স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সরকারী ব্রজলাল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম, ভারত থেকে আগত ড. রাসবিহারী দত্ত, ড. ভারতী বন্দ্যোপাধ্যায়, কবি অপূর্ব কর, কবি অরূপ পান্তী, কবি আনসারুল হক, সাগরদাঁড়ি কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, শুভেচ্ছা বক্তব্য রাখেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ, স্বাগত বক্তব্য রাখেন মধুসূদন মৃত্যুবার্ষিকী উদযাপন পর্ষদের সদস্য সচিব মফিজুর রহমান নান্নু।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment