রোজা শুরু কাল
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ২৯ জুন, ২০১৪
চাঁদ না দেখা যাওয়ায় সোমবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। ২৫ জুলাই দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবেকদর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেক্ষেত্রে আজ রাতে সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারাবির নামাজও শুরু হবে আজ এশার নামাজের ওয়াক্ত থেকে।
শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মসচিব চৌধুরী মোঃ বাবুল হাসান, প্রধান কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেসের গভর্নর আলহাজ শেখ মোঃ আবদুল্লাহ, আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।
মাদারীপুর ও বাবুগঞ্জের অর্ধশত গ্রামে আজ থেকে রোজা : আজ থেকে পবিত্র রোজা পালন শুরু করেছেন মাদারীপুরে চার উপজেলার ৩০ ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২০ গ্রামের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজা পালন শুরু করেছেন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
মাদারীপুর : শরিয়তপুরের সুরেশ্বর দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ১৪১ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন। তাদের পূর্বসূরিদের অনুসরণে আজ থেকে রোজা রেখেছেন মাদারীপুরের চার উপজেলার ৩০ গ্রামের অর্ধ লক্ষাধিক মুসলমান।
বাবুগঞ্জ (বরিশাল) : বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ আজ থেকে রোজা পালন শুরু করেছেন। চট্টগ্রামের চন্দ্রনাইশ শাহসূফী দরবার শরিফ ও সাত কানিয়া মির্জাখালী দরবার শরিফের অনুসারীরা বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখাসাপেক্ষে এ রোজা পালন শুরু করেছেন। দরবার শরিফ সূত্র জানায়, প্রায় ২ শত বছর আগে থেকে দরবার শরিফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে রোজা, ঈদ ও কোরবানি পালন করে থাকেন। শনিবার এ চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে বাবুগঞ্জ উপজেলার ২০ গ্রামের ২ হাজার পরিবার রোজা পালন করছেন।
আরব বিশ্বে রোজা আজ শুরু : সৌদি আরবসহ আরব বিশ্বে আজ পবিত্র রমজান শুরু হবে। শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শনিবার থেকে রোজা হচ্ছে না। তবে আমেরিকা, লেবানন, ইয়েমেন, তুরস্ক, বেলজিয়াম, রাশিয়া, ইতালিসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান দেশে শনিবারই প্রথম রমজান শুরু হয়েছে। সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাস শুরু হবে রোববার।
মিসরের ইফতা হাউস জানিয়েছে, রমজানের নতুন চাঁদ শুক্রবার দেখা যায়নি। ফিলিস্তিনের হায়ার জুডিসিয়াল কাউন্সিলও জানিয়েছে, শনিবার হবে শাবান মাসের শেষ দিন।
ফলে রমজান শুরু হবে রোববার। কুয়েত, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াও ঘোষণা করেছে, আজ শুরু হবে রমজান। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমামস কাউন্সিলের বৈঠকের পর দেশটির মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদও আজ সেখানে রমজান শুরু হবে বলে জানিয়েছেন। পাকিস্তানেও আজ হবে প্রথম রোজা।
- See more at: http://www.jugantor.com/first-page/2014/06/29/116619#sthash.AwN2G4sf.dpufশনিবার সন্ধ্যা সোয়া ৭টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী এবং জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মসচিব চৌধুরী মোঃ বাবুল হাসান, প্রধান কর্মকর্তা তছির আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নেসের গভর্নর আলহাজ শেখ মোঃ আবদুল্লাহ, আলহাজ মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল প্রমুখ।
মাদারীপুর ও বাবুগঞ্জের অর্ধশত গ্রামে আজ থেকে রোজা : আজ থেকে পবিত্র রোজা পালন শুরু করেছেন মাদারীপুরে চার উপজেলার ৩০ ও বরিশালের বাবুগঞ্জ উপজেলার ২০ গ্রামের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা রোজা পালন শুরু করেছেন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
মাদারীপুর : শরিয়তপুরের সুরেশ্বর দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ১৪১ বছর আগে থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন। তাদের পূর্বসূরিদের অনুসরণে আজ থেকে রোজা রেখেছেন মাদারীপুরের চার উপজেলার ৩০ গ্রামের অর্ধ লক্ষাধিক মুসলমান।
বাবুগঞ্জ (বরিশাল) : বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামের মানুষ আজ থেকে রোজা পালন শুরু করেছেন। চট্টগ্রামের চন্দ্রনাইশ শাহসূফী দরবার শরিফ ও সাত কানিয়া মির্জাখালী দরবার শরিফের অনুসারীরা বিশ্বের যে কোনো জায়গায় প্রথম চাঁদ দেখাসাপেক্ষে এ রোজা পালন শুরু করেছেন। দরবার শরিফ সূত্র জানায়, প্রায় ২ শত বছর আগে থেকে দরবার শরিফের মুরিদরা সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে রোজা, ঈদ ও কোরবানি পালন করে থাকেন। শনিবার এ চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে বাবুগঞ্জ উপজেলার ২০ গ্রামের ২ হাজার পরিবার রোজা পালন করছেন।
আরব বিশ্বে রোজা আজ শুরু : সৌদি আরবসহ আরব বিশ্বে আজ পবিত্র রমজান শুরু হবে। শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সেখানে শনিবার থেকে রোজা হচ্ছে না। তবে আমেরিকা, লেবানন, ইয়েমেন, তুরস্ক, বেলজিয়াম, রাশিয়া, ইতালিসহ বেশ কয়েকটি ইউরোপিয়ান দেশে শনিবারই প্রথম রমজান শুরু হয়েছে। সৌদি আরবের ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাস শুরু হবে রোববার।
মিসরের ইফতা হাউস জানিয়েছে, রমজানের নতুন চাঁদ শুক্রবার দেখা যায়নি। ফিলিস্তিনের হায়ার জুডিসিয়াল কাউন্সিলও জানিয়েছে, শনিবার হবে শাবান মাসের শেষ দিন।
ফলে রমজান শুরু হবে রোববার। কুয়েত, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াও ঘোষণা করেছে, আজ শুরু হবে রমজান। অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমামস কাউন্সিলের বৈঠকের পর দেশটির মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদও আজ সেখানে রমজান শুরু হবে বলে জানিয়েছেন। পাকিস্তানেও আজ হবে প্রথম রোজা।
No comments:
Post a Comment