Saturday, June 28, 2014

কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল : ১৯ হাজার মামলা এক বিচারকের কাঁধে

কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল : ১৯ হাজার মামলা এক বিচারকের কাঁধে
এটিএম নিজাম, কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ : ২৯ জুন, ২০১৪
প্রতিদিনই বাড়ছে কিশোরগঞ্জ ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালে মামলার স্তূপ। ২৬ জুন পর্যন্ত এ মামলার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩৯ এ। ট্রাইব্যুনালের বিচারক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালতেও রয়েছে আরও ২ হাজার ২০৮টি দেওয়ানী ও ফৌজদারি মামলা। একজন মাত্র বিচারকের কাঁধে ১৯ হাজার ৭৪৭টি মামলার বোঝা থাকায় এসব মামলা নিষ্পত্তি করতে যুগের পর যুগ লেগে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। বিএস রেকর্ডে ছোট-বড় ভুল ত্র“টি সংশোধন না হওয়া পর্যন্ত এসব জমি ক্রয়-বিক্রয়, দান কিংবা ব্যাংক ঋণ ইত্যাদি সুযোগ থেকে বঞ্চিত থাকতে হবে ভুক্তভোগীগণকে। জানা গেছে, কিশোরগঞ্জ জেলায় ১৯৭২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মাঠ পর্যায়ের ভূমি জরিপ কাজ চলে। বর্তমানে জেলার এ জরিপ কাজ শেষ পর্যায়ে রয়েছে। জরিপ অধিদফতর/ সেটেলমেন্ট অফিস পর্যায়ক্রমে ডিস্টিক্ট কালেক্টরের কাছে এসব রেকর্ড হস্তান্তর করছেন। অতীতে এসব রেকর্ডের কারণিক ও অন্যান্য ভুলত্র“টি কিংবা সত্য সংশোধন ও সত্য ঘোষণার দায়িত্ব ছিল ডিস্টিক্ট কালেক্টরের। এবার বিএস রেকর্ডে ব্যাপক ভুলত্র“টি পরিলক্ষিত হওয়ায় সরকার নতুন করে সারা দেশের জন্য ১২টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করে। এসব ট্রাইব্যুনালে যুগ্ম-জেলা জজের পদ মর্যাদার একজন বিচারকসহ অন্যান্য জনবল নিয়োগ দেয়া হয়। ২০১২ সালের ২৭ নভেম্বর ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলায় বিএস রেকর্ড সংশোধনের জন্য ময়মনসিংহ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয়। এ ট্রাইব্যুনালে কিশোরগঞ্জের ২২টি মামলা পড়ার পর ২০১২ সালের ২৯ নভেম্বর এ ৫টি জেলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করে সরকার। কিন্তু পৃথক ট্রাইব্যুনাল গঠন করা হলেও এসব ট্রাইব্যুনালের বিপরীতে বিচারক ও অন্যান্য জনবল নিয়োগ দেয়া সম্ভব হয়নি। এ কারণে কিশোরগঞ্জের যুগ্ম-জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ও জনবল নিয়েই কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করতে হয়। জানা গেছে, বর্তমানে যুগ্ম-জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো। নূরুল আমিন বিপ্লব কিশোরগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ২৬ জুন পর্যন্ত এ ট্রাইব্যুনালে ১৭ হাজার ৫৩৯টি মামলা হয়েছে। এ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকারী যুগ্ম-জেলা ও দায়রা জজের আদালতেও রয়েছে আরও ২ হাজার ২০৮টি দেওয়ানী ও ফৌজদারি মামলা। এ ট্রাইব্যুনালে যেমন নেই স্বতন্ত্র বিচারক তেমনি নেই স্বতন্ত্র জনবল কাঠামো। আর এ কারণে বিচারক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও এসব মামলার বোঝা নিয়ে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্বপালনকারী ওই যুগ্ম-জেলা ও দায়রা জজকে ডেলিগেট আদালত, নির্বাচন ট্রাইব্যুনাল, অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল, অর্থ ঋণ আদালত, বিশেষ ট্রাইব্যুনালসহ নেজারতের ভারপ্রাপ্ত জজ হিসেবেও দায়িত্বপালন করতে হচ্ছে। এ বিচারককে শুধু ট্রাইব্যুনালেরই ১৭ হাজার ৫৩৯টি মামলা নিষ্পত্তির বিচার কাজ করতে হচ্ছে। বছরের সরকারি ২২২টি কার্য দিবসের হিসেবে প্রতিদিন ট্রাইব্যুনালের সামনে ৭৯টি করে মামলা থাকছে।
- See more at: http://www.jugantor.com/bangla-face/2014/06/29/116683#sthash.uwX320gE.dpuf

No comments:

Post a Comment