শেয়ার বাজারের বাজেট পূর্ববর্তী দৌড় এ সপ্তাহে
সোমবার থেকেই প্রাক-বাজেট দৌড় শুরু করতে পারে শেয়ার বাজার, মনে করছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা৷ বিদেশি বিনিয়োগের কাঁধে ভর করে চলতি মাসে শেয়ার সূচক সেনসেক্স বেড়েছে ৩.৬৪ শতাংশ৷ জুন মাসে ভারতের শেয়ার ও ঋণপত্রের বাজারে ৩১,৯৫২ কোটি টাকা লগ্নি করেছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলি৷
শেয়ার বাজারে তেজি ভাব সোমবার থেকে আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা৷ তাঁদের অনুমান, দেশের অর্থনৈতিক বৃদ্ধি হার বাড়াতে মোদী সরকার বাজেটে বেশ কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত নেবে এই আশায় বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজারে তাদের বিনিয়োগের ধারা অব্যাহত রাখবে এবং এ সপ্তাহেও শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি যথাক্রমে প্রায় ৪০০ পয়েন্ট ও ১৫০ পয়েন্ট বাড়বে৷ সিএনআই রিসার্চের প্রধান কিশোর ওসওয়াল বলেন, '১০ জুলাই বাজেট পেশ করার সময় আর্থিক ক্ষেত্রের সংস্কার এবং দেশের প্রতিরক্ষা ও রেল ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়ানো নিয়ে সরকার নতুন নীতি ঘোষণা করতে পারে৷ এই আশায় শেয়ার সূচকের ঊর্ধ্বগতি বজায় থাকবে৷'
জিওজিট বিএনপি পরিবা-র রিসার্চ হেড অ্যালেক্স ম্যাথু বলেন, 'একটি সংস্কারমুখী বাজেটের প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা৷ নরেন্দ্র মোদীর সরকার সম্প্রতি যে সিদ্ধান্তগুলি নিয়েছে তার জের বিনিয়োগকারীদের মানসিকতার উপর পড়বে৷' উল্লেখ্য, গত সপ্তাহেই রেলে যাত্রীভাড়া ১৪.২ শতাংশ এবং পণ্যমাসুল ৬.৫ শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক৷ সংবাদ সংস্থা রয়টার্সকে এক সমীক্ষায় বিশ্বের ২৪ জন শেয়ার বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০১৪ সালের শেষ নাগাদ সেনসেক্স ২৭,৭৫০ পয়েন্ট ছোঁবে৷ গত শুক্রবার সেনসেক্স ২৫,০৯৯.৯২ পয়েন্টে বন্ধ হয়৷ ২০১৫ সালের জুন মাসের মধ্যে সেনসেক্স ৩০,০০০ পয়েন্ট ছুঁতে পারে বলেও রয়টার্সের সমীক্ষায় বিশেষজ্ঞরা জানিয়েছেন৷ মার্চ মাসেও শেয়ার বিশেষজ্ঞদের নিয়ে একই রকম একটি সমীক্ষা করেছিল রয়টার্স৷ সেই সমীক্ষায় বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল মার্চে সেনসেক্স ২৩,০০০ পয়েন্টে থাকবে এবং বছরের শেষে তা ২৪,৫০০ পয়েন্টে উঠবে৷ কিন্ত্ত, সাম্প্রতিক সমীক্ষায় প্রত্যেককেই তাঁদের আগের অবস্থান বদলেছেন৷
রেটিং সংস্থা কেয়ার-এর মুখ্য অর্থনীতিবিদ মদন সবনভিস বলেন, 'সরকার ইতিমধ্যেই যে সমস্ত পদক্ষেপ করেছে তা বিনিয়োগকারীদের মনে বেশ কিছুটা আশার সঞ্চার করেছে৷ বিদেশি প্রতিষ্ঠানগুলির বিনিয়োগের উপর ভর করেই শেয়ার বাজারের এই উত্থান৷ ইউরোপ ও আমেরিকা যতদিন উদার অর্থনীতি অনুসরণ করবে ততদিন এই ঊর্ধ্বগতি বজায় থাকবে৷' তবে, বাজেট পেশের পর মুনাফা ঘরে তোলার জেরে কিছুটা থিতু হতে পারে শেয়ার বাজার৷ জিওজিট বিএনপি পরিবা-র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেন, 'জুলাই মাসে বাজেটের পরে আর কোনও বড় ঘটনা নেই৷ বিদেশি বিনিয়োগকারীরা ইতিমধ্যেই শেয়ার বাজার থেকে বিপুল মুনাফা তুলে নিয়েছেন এবং এই ধারা অব্যাহত থাকবে৷' সেপ্টেম্বরে শেয়ার সূচক নীচে নেমে আসবে বলেই অধিকাংশ বিশেষজ্ঞের মত৷ আগামী বছর মার্চে প্রত্যাশিত সর্বোচ্চ মাত্রা ছোঁয়ার আগে শেয়ার সূচক প্রায় ৭ শতাংশ পর্যন্ত পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
http://eisamay.indiatimes.com/business/share-market-trend-before-budget/articleshow/37509464.cms
সোমবার থেকেই প্রাক-বাজেট দৌড় শুরু করতে পারে শেয়ার বাজার, মনে করছেন বিনিয়োগ বিশেষজ্ঞরা৷ বিদেশি বিনিয়োগের কাঁধে ভর করে চলতি মাসে শেয়ার সূচক সেনসেক্স বেড়েছে ৩.৬৪ শতাংশ৷ জুন মাসে ভারতের শেয়ার ও ঋণপত্রের বাজারে ৩১,৯৫২ কোটি টাকা লগ্নি করেছে বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলি৷
শেয়ার বাজারে তেজি ভাব সোমবার থেকে আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা৷ তাঁদের অনুমান, দেশের অর্থনৈতিক বৃদ্ধি হার বাড়াতে মোদী সরকার বাজেটে বেশ কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত নেবে এই আশায় বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বাজারে তাদের বিনিয়োগের ধারা অব্যাহত রাখবে এবং এ সপ্তাহেও শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি যথাক্রমে প্রায় ৪০০ পয়েন্ট ও ১৫০ পয়েন্ট বাড়বে৷ সিএনআই রিসার্চের প্রধান কিশোর ওসওয়াল বলেন, '১০ জুলাই বাজেট পেশ করার সময় আর্থিক ক্ষেত্রের সংস্কার এবং দেশের প্রতিরক্ষা ও রেল ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়ানো নিয়ে সরকার নতুন নীতি ঘোষণা করতে পারে৷ এই আশায় শেয়ার সূচকের ঊর্ধ্বগতি বজায় থাকবে৷'
জিওজিট বিএনপি পরিবা-র রিসার্চ হেড অ্যালেক্স ম্যাথু বলেন, 'একটি সংস্কারমুখী বাজেটের প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা৷ নরেন্দ্র মোদীর সরকার সম্প্রতি যে সিদ্ধান্তগুলি নিয়েছে তার জের বিনিয়োগকারীদের মানসিকতার উপর পড়বে৷' উল্লেখ্য, গত সপ্তাহেই রেলে যাত্রীভাড়া ১৪.২ শতাংশ এবং পণ্যমাসুল ৬.৫ শতাংশ বাড়িয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক৷ সংবাদ সংস্থা রয়টার্সকে এক সমীক্ষায় বিশ্বের ২৪ জন শেয়ার বিশেষজ্ঞ জানিয়েছেন, ২০১৪ সালের শেষ নাগাদ সেনসেক্স ২৭,৭৫০ পয়েন্ট ছোঁবে৷ গত শুক্রবার সেনসেক্স ২৫,০৯৯.৯২ পয়েন্টে বন্ধ হয়৷ ২০১৫ সালের জুন মাসের মধ্যে সেনসেক্স ৩০,০০০ পয়েন্ট ছুঁতে পারে বলেও রয়টার্সের সমীক্ষায় বিশেষজ্ঞরা জানিয়েছেন৷ মার্চ মাসেও শেয়ার বিশেষজ্ঞদের নিয়ে একই রকম একটি সমীক্ষা করেছিল রয়টার্স৷ সেই সমীক্ষায় বিশেষজ্ঞদের পূর্বাভাস ছিল মার্চে সেনসেক্স ২৩,০০০ পয়েন্টে থাকবে এবং বছরের শেষে তা ২৪,৫০০ পয়েন্টে উঠবে৷ কিন্ত্ত, সাম্প্রতিক সমীক্ষায় প্রত্যেককেই তাঁদের আগের অবস্থান বদলেছেন৷
রেটিং সংস্থা কেয়ার-এর মুখ্য অর্থনীতিবিদ মদন সবনভিস বলেন, 'সরকার ইতিমধ্যেই যে সমস্ত পদক্ষেপ করেছে তা বিনিয়োগকারীদের মনে বেশ কিছুটা আশার সঞ্চার করেছে৷ বিদেশি প্রতিষ্ঠানগুলির বিনিয়োগের উপর ভর করেই শেয়ার বাজারের এই উত্থান৷ ইউরোপ ও আমেরিকা যতদিন উদার অর্থনীতি অনুসরণ করবে ততদিন এই ঊর্ধ্বগতি বজায় থাকবে৷' তবে, বাজেট পেশের পর মুনাফা ঘরে তোলার জেরে কিছুটা থিতু হতে পারে শেয়ার বাজার৷ জিওজিট বিএনপি পরিবা-র ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার বলেন, 'জুলাই মাসে বাজেটের পরে আর কোনও বড় ঘটনা নেই৷ বিদেশি বিনিয়োগকারীরা ইতিমধ্যেই শেয়ার বাজার থেকে বিপুল মুনাফা তুলে নিয়েছেন এবং এই ধারা অব্যাহত থাকবে৷' সেপ্টেম্বরে শেয়ার সূচক নীচে নেমে আসবে বলেই অধিকাংশ বিশেষজ্ঞের মত৷ আগামী বছর মার্চে প্রত্যাশিত সর্বোচ্চ মাত্রা ছোঁয়ার আগে শেয়ার সূচক প্রায় ৭ শতাংশ পর্যন্ত পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
http://eisamay.indiatimes.com/business/share-market-trend-before-budget/articleshow/37509464.cms
No comments:
Post a Comment