ক্রিপ্টোলজি সেন্টার শুরু আইএসআইয়ে
এই সময়: ইন্টারনেট মারফত্ তথ্য আদানপ্রদানের সময় সম্ভাব্য গোয়েন্দা হানার খবরও অপরাধীদের পক্ষে আগেভাগে জেনে যাওয়া সম্ভব৷ তা ঠেকানোর কি কোনও উপায় রয়েছে? ওয়েব দুনিয়ায় ভেসে বেড়ানো সন্ত্রাসবাদের সংকেত কি নাশকতার আগেই ধরে ফেলা সম্ভব? কিংবা এটিএমে টাকা তোলার সময় গ্রাহকের অজান্তেই অদৃশ্য কোনও কালো হাতের কাছে ব্যাঙ্ক ডিটেল কি পৌঁছে যেতে পারে? টেক দুনিয়ার বাড়বাড়ন্তে টেক-স্যাভিদের মুখে এ রকম প্রশ্ন শোনা যায় প্রায়শই৷ সর্বব্যাপী ইন্টারনেট নির্ভরতার সঙ্গেই বাড়ছে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগও৷ আর সে কথা মাথায় রেখেই এ বার এ রাজ্য তো বটেই, এমনকি এ দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠানেও এই প্রথম তৈরি হল সে সংক্রান্ত বিদ্যাচর্চা কেন্দ্র৷ ইন্ডিয়ান স্ট্যাস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআইয়ের উদ্যোগে গড়ে উঠেছে 'আর সি বোস সেন্টার ফর ক্রিপ্টোলজি অ্যান্ড সিকিউরিটি'৷
রবিবার সেই সেন্টারের নতুন ভবনের শিলান্যাস করেন বিশিষ্ট সাংবাদিক এবং প্রাক্তন তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অরুণ শৌরি৷ আইএসআইয়ের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহালনবীশের ১২১ তম জন্ম দিনে বি টি রোডের উপর ডানলপে আইএসআইয়ের ক্যাম্পাসে এই সেন্টার ভবনের শিলান্যাস করতে এসে শৌরি বলেন, 'দেশের নিরাপত্তা নিয়ে বহু কথা হয়৷ কিন্ত্ত ওয়েব নিরাপত্তা নিয়ে কাজ করার মতো কোনও সংস্থা বা সেন্টার ছিল না৷ আজকাল পৃথিবীতে সরকারি, বেসরকারি বহু কাজই ইন্টারনেটের মাধ্যমেই হয়৷ কাজেই দেশের ওয়েব নিরাপত্তা নিশ্চিত করার কাজ খুবই দরকার ছিল৷ এমন উদ্যোগের জন্য আমার গর্ববোধ হচ্ছে৷' এ প্রসঙ্গে দালাই লামার ব্যক্তিগত কম্পিউটারে চিনা হ্যাকারের অনুপ্রবেশ, আমেরিকা ও ইউরোপের নানা দেশের নিরাপত্তায় হ্যাকিংয়ের বিপদের প্রসঙ্গও তোলেন তিনি৷
আইএসআইয়ে এই সেন্টারের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর ইতিমধ্যেই ১১৫ কোটি টাকা বরাদ্দ করেছে৷ যার মধ্যে ৮০ কোটি টাকা হাতে পেয়েও গিয়েছে আইএসআই৷ সংস্থার ডিরেক্টর বিমল রায় বলেন, 'দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ এখন আপাতত আমরা সরকারি আধিকারিক এবং সেনাবাহিনীর অফিসারদের সার্টিফিকেট কোর্স করাচ্ছি৷ তবে অচিরেই ছাত্রদের জন্য পিজি ডিপ্লোমা কোর্সও চালু করা হবে৷'
এই অনুষ্ঠানের ফাঁকেই একদা বিলগ্নিকরণ মন্ত্রী শৌরি বলেন, 'রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনের ক্ষেত্রে পড়ে থাকা সম্পদের ব্যবহার ছাড়া গতি নেই৷' রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাঙ্কের অনুত্পাদক সম্পদ নিয়ে বলতে গিয়ে তিনি একাধিক কর্পোরেট সংস্থার অনাদায়ী ঋণ নিয়েও প্রশ্ন তোলেন৷ দুর্নীতি প্রসঙ্গে তিনি ফুড কর্পোরেশন ইন্ডিয়ার গুদামে খাদ্যশস্যের পচন নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন৷ তাঁর অভিযোগ, মদ ব্যবয়াসীদের সস্তায় সে সব খাদ্যশস্য সরবরাহের উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র৷' দেশের প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দের ৮৮ শতাংশই বেতন খাতে বেরিয়ে যাওয়ায় নিরাপত্তার আধুনিকীকরণের কাজ কতটা হবে, সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শৌরি৷
রবিবার সেই সেন্টারের নতুন ভবনের শিলান্যাস করেন বিশিষ্ট সাংবাদিক এবং প্রাক্তন তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অরুণ শৌরি৷ আইএসআইয়ের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মহালনবীশের ১২১ তম জন্ম দিনে বি টি রোডের উপর ডানলপে আইএসআইয়ের ক্যাম্পাসে এই সেন্টার ভবনের শিলান্যাস করতে এসে শৌরি বলেন, 'দেশের নিরাপত্তা নিয়ে বহু কথা হয়৷ কিন্ত্ত ওয়েব নিরাপত্তা নিয়ে কাজ করার মতো কোনও সংস্থা বা সেন্টার ছিল না৷ আজকাল পৃথিবীতে সরকারি, বেসরকারি বহু কাজই ইন্টারনেটের মাধ্যমেই হয়৷ কাজেই দেশের ওয়েব নিরাপত্তা নিশ্চিত করার কাজ খুবই দরকার ছিল৷ এমন উদ্যোগের জন্য আমার গর্ববোধ হচ্ছে৷' এ প্রসঙ্গে দালাই লামার ব্যক্তিগত কম্পিউটারে চিনা হ্যাকারের অনুপ্রবেশ, আমেরিকা ও ইউরোপের নানা দেশের নিরাপত্তায় হ্যাকিংয়ের বিপদের প্রসঙ্গও তোলেন তিনি৷
আইএসআইয়ে এই সেন্টারের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর ইতিমধ্যেই ১১৫ কোটি টাকা বরাদ্দ করেছে৷ যার মধ্যে ৮০ কোটি টাকা হাতে পেয়েও গিয়েছে আইএসআই৷ সংস্থার ডিরেক্টর বিমল রায় বলেন, 'দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷ এখন আপাতত আমরা সরকারি আধিকারিক এবং সেনাবাহিনীর অফিসারদের সার্টিফিকেট কোর্স করাচ্ছি৷ তবে অচিরেই ছাত্রদের জন্য পিজি ডিপ্লোমা কোর্সও চালু করা হবে৷'
এই অনুষ্ঠানের ফাঁকেই একদা বিলগ্নিকরণ মন্ত্রী শৌরি বলেন, 'রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থার পুনরুজ্জীবনের ক্ষেত্রে পড়ে থাকা সম্পদের ব্যবহার ছাড়া গতি নেই৷' রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাঙ্কের অনুত্পাদক সম্পদ নিয়ে বলতে গিয়ে তিনি একাধিক কর্পোরেট সংস্থার অনাদায়ী ঋণ নিয়েও প্রশ্ন তোলেন৷ দুর্নীতি প্রসঙ্গে তিনি ফুড কর্পোরেশন ইন্ডিয়ার গুদামে খাদ্যশস্যের পচন নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন৷ তাঁর অভিযোগ, মদ ব্যবয়াসীদের সস্তায় সে সব খাদ্যশস্য সরবরাহের উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র৷' দেশের প্রতিরক্ষা খাতে মোট বরাদ্দের ৮৮ শতাংশই বেতন খাতে বেরিয়ে যাওয়ায় নিরাপত্তার আধুনিকীকরণের কাজ কতটা হবে, সে নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শৌরি৷
No comments:
Post a Comment