ইরাকে রুশ বিশেষজ্ঞ ও জঙ্গী বিমান
তিকরিতে কপ্টার ভূপাতিত
ইরাকী সরকারী কর্মকর্তারা রবিবার বলেছেন, সুন্নী চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার লক্ষ্যে সেনাবাহিনীর জন্য ১২টি নতুন রুশ যুদ্ধ বিমান সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বাগদাদ পৌঁছেছেন রুশ বিশেষজ্ঞরা। চরমপন্থীরা বিশ্বব্যাপী জিহাদী সংগঠনগুলোর জন্য তাদের নেতা ঘোষণা করেছে খলিফা বা নিরঙ্কুশ শাসককে। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের।
সুন্নী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সহয়তা দিতে রাশিয়ার এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রতি এক পরোক্ষ তিরস্কার। আমেরিকান এফ-১৬ এ্যাটাক হেলিকপ্টার সরবরাহ বিলম্বের জন্য এ রকম মনে করেছে ইরাকীরা যদিও যুক্তরাষ্ট্র এফ-১৬ ও এ্যাটাক হেলিকপ্টার, দুটোই সরবরাহের প্রক্রিয়ার চালাচ্ছে। ইরাকী বিমানবাহিনীর কমান্ডার জেনারেল আনোয়ার হামা আমিন বলেছেন, আইসিস-এর বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বাহিনীর পক্ষে এ বিমানগুলোর তৎপরতা শুরু হবে আগামী তিন বা চারদিনের মধ্যে। রুশ কার্গো বিমানে শনিবার রাতে যে ৫টি এসইউ-টুয়েন্টি ফাইভ বিমান ইরাকে পাঠানো হয়েছে তার উল্লেখ করে তিনি ওই কথা বলেন। আরও দুটি বিমান রবিবার শেষেরদিকে ইরাক পৌঁছবার কথা।
সুন্নী যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকের সহয়তা দিতে রাশিয়ার এ উদ্যোগ যুক্তরাষ্ট্রের প্রতি এক পরোক্ষ তিরস্কার। আমেরিকান এফ-১৬ এ্যাটাক হেলিকপ্টার সরবরাহ বিলম্বের জন্য এ রকম মনে করেছে ইরাকীরা যদিও যুক্তরাষ্ট্র এফ-১৬ ও এ্যাটাক হেলিকপ্টার, দুটোই সরবরাহের প্রক্রিয়ার চালাচ্ছে। ইরাকী বিমানবাহিনীর কমান্ডার জেনারেল আনোয়ার হামা আমিন বলেছেন, আইসিস-এর বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের বাহিনীর পক্ষে এ বিমানগুলোর তৎপরতা শুরু হবে আগামী তিন বা চারদিনের মধ্যে। রুশ কার্গো বিমানে শনিবার রাতে যে ৫টি এসইউ-টুয়েন্টি ফাইভ বিমান ইরাকে পাঠানো হয়েছে তার উল্লেখ করে তিনি ওই কথা বলেন। আরও দুটি বিমান রবিবার শেষেরদিকে ইরাক পৌঁছবার কথা।
No comments:
Post a Comment