পদত্যাগ করলেন এম কে নারায়ণন
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন এম কে নারায়ণন। এমনকি রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠিয়েও দিয়েছেন তিনি। অন্তত এমনই খবর পাওয়া গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। জল্পনা ছিলই। কেন্দ্রীয় সরকারের ইচ্ছার কথা মাথায় রেখে মেয়াদ শেষের সাত মাস আগে পদত্যাগ করলেন নারায়ণন। আগামী ৩ জুলাই নারায়ণনের বিদায় সংবর্ধনা।
২০১০ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেন ১৯৫৫-র ব্যাচের এই আইএএস অফিসার৷ আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল তাঁর৷ কিন্তু, তার আগেই পদত্যাগ করলেন তিনি৷ তাঁর আগে পদত্যাগ করেছেন উত্তর প্রদেশের রাজ্যপাল বি এল জোশী।
২০১০ সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেন ১৯৫৫-র ব্যাচের এই আইএএস অফিসার৷ আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত মেয়াদ ছিল তাঁর৷ কিন্তু, তার আগেই পদত্যাগ করলেন তিনি৷ তাঁর আগে পদত্যাগ করেছেন উত্তর প্রদেশের রাজ্যপাল বি এল জোশী।
No comments:
Post a Comment