Monday, June 30, 2014

শেষ ছয় মিনিটে মানরক্ষা রবেনদের

শেষ ছয় মিনিটে মানরক্ষা রবেনদের

ned
ম্যান অফ দ্য ম্যাচ ওচোয়া পরাস্ত। হার মানল মেক্সিকোও। পেনাল্টির গোলে জয় ছিনিয়ে নিল নেদারল্যান্ডস।—এপি।
দীপেন্দু বিশ্বাস

ম্যাচে যখন হাফ টাইম চলছে, ম্যাচ দেখতে-দেখতে আমার এক বন্ধু বলল, আজ নেদারল্যান্ডস গেল৷ বিদায় নিশ্চিত৷ আমি তখনই বলেছিলাম, ম্যাচটা ৬০ মিনিট পর্যন্ত যেতে দে৷ তারপর দ্যাখ কী হয়৷ এমন ঝড় তুলবে রবেনরা, মেক্সিকো ডান দিক, বাঁদিক খঁুজে পাবে না৷

ঠিক তাই হল৷ ৮৮ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ২-১ হেরে বিদায় নিতে হল মেক্সিকোকে৷ ৮৮ থেকে ৯৪, মাত্র ছয় মিনিটে ম্যাচটা নিজেদের ঘরে নিয়ে চলে গেল রবেনরা৷ এই জন্যই ওদের বড় ফুটবলার বলে৷ বড় টিম বলে৷ তবে, খুব খারাপ লাগছে গিলেরমো ওচোয়ার জন্য৷ দুরন্ত কিছু সেভ করেও বিশ্বকাপে ট্র্যাজিক নায়ক হয়েই থাকতে হল ওকে৷ ব্রাজিলের পর নেদারল্যান্ডকেও যে ভাবে প্রায় রুখে দিয়েছিল, ওকে ভুলব না৷ আমি অন্তত ওর ফ্যান হয়ে গিয়েছি৷ রবেনের যে শটটা সেভ করল, অসম্ভব ভালো অনুমান ক্ষমতা না থাকলে, ওই মুহূর্তে এ ভাবে গোল মুখ ছোট করে দেওয়া যায় না৷ শুধু একবার নয়, অন্তত বার তিনেক ওচোয়ার দু'হাত আটকে দিল মেক্সিকোর পতন৷ তারপরেও মেক্সিকোকে হারতে হল, শেষ মুহূর্তের চাপ নিতে না পারার জন্য৷

তার আগে, দোস সান্তোসের দুরন্ত শট নেদারল্যান্ডসের জালে জড়িয়ে যেতেই, গ্যালারিতে আমি একটা মুখ খুজছিলাম৷ এমিলি, মেক্সিকোর পাগল তরুণী সমর্থকের সঙ্গে আমার বন্ধুত্বের কথা প্রিভিউয়ে লিখেছিলাম৷ জানি ওকে দেখতে পাব না৷ তবে মাঠে গিয়েছে, সেটা হোয়াটসঅ্যাপে সকালেই জানিয়েছিল আমায়৷ ওকে লিখেছিলাম, তোমরাই জিতবে৷ কিন্ত্ত মন ছিল রবেন-ফান পার্সিদের পাশেই৷ এখন ম্যাচ শেষের পর এমিলিকে আবার হোয়াটসঅ্যাপ করছি৷ স্বীকার করে নেব, আমি ভাবতে পারিনি, মেক্সিকো সত্যিই এত ভালো ফুটবল খেলবে৷ ১-০ জয়টা বড় কথা নয়৷ আসল হল, নেদারল্যান্ডসের মতো একটা টিমের বিরুদ্ধেও যে এই গতিতে এরকম ফুটবল খেলা যায়, দেখিয়ে দিয়ে গেল মেক্সিকো৷

ম্যাচ প্রিভিউয়ে যেটা লিখেছিলাম বা চেয়েছিলাম, সেটা ম্যাচের সত্তর মিনিট পর্যন্ত পেলাম না৷ চেয়েছিলাম, কমলা ঝড় দেখতে৷ লিখেছিলাম, মেক্সিকোর বিরুদ্ধে রবেনরা গতির ঝড় তুলে দেবে৷ সত্যি বলছি, রবেনদের খেলায় সেটা একদমই খঁুজে পাচ্ছিলাম না৷

ঠিক কোন জায়গায় আটকে যাচ্ছিল রবেন-পার্সিরা? আমার মনে হয়, ম্যাচের ৯ মিনিটেই দে জংয়ের বসে যাওয়াটাই কাল হয়ে গিয়েছিল ওদের৷ ও শুধু মাঝমাঠে নয়, ডিফেন্সেও মাঝে-মধ্যে নেমে এসে নেতৃত্ব দেয়৷ ওই জায়গাটা আর পূরণ করতে পারল না নেদারল্যান্ডস৷ ডিফেন্স এবং মাঝমাঠের বাকি অনেকেই, ক্লাব ফুটবলে খুব একটা বড় টিমে খেলে না৷ তাই অভিজ্ঞতার অভাব বড় কারণ হয়ে যাচ্ছিল৷

আর রবেনের আটকে যাওয়া নিয়ে তো বলতেই হবে৷ আটকে যাওয়া বলব না, বলব, ওকে দারুণ বুদ্ধি করে আটকে রেখেছিলেন মেক্সিকান কোচ মিগুয়েল৷ তিন জনকে দিয়ে মার্ক করাচ্ছিলেন ওকে৷ দু'জন ফেল করলে শেষ ডিফেন্সে আরও একজন৷ তিন জনের মধ্যে থেকে রবেনের পক্ষে বার বার বেরিয়ে আসা সম্ভব হচ্ছিল না৷ আবার ফান পার্সি এ দিন অফ ফর্মে৷ ও ভালো না খেললে, রবেনের পক্ষেও নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়৷

সব বদলে দিল তিন মিনিট বাকি থাকতে স্নেইডারের দুরন্ত শটে গোল৷ তার আগে রবেনও খোলস ছেড়ে বেরতে পেরেছিল৷ চাপ দিচ্ছিল প্রচন্ড৷ ১-১ হয়ে যাওয়ার পর শেষ সময়ে সেটা আরও বাড়ল৷ যার ফল ওই পেনাল্টি৷ রবেনকে ওই ভাবে আটকে ফেলে দেওয়া ছাড়া উপায় ছিল না৷ ফান পার্সির জায়গায় নাম হান্টেলার গোল করতে ভুল করেনি৷

নেদারল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে৷ ভালো লাগছে৷ তবু ভুলব না ওচোয়াকে৷ ওর জন্যই কষ্ট হচ্ছে৷ 

http://eisamay.indiatimes.com/fifa-word-cup-2014/World-Cup-copy-of-Dipendu-Biswas/articleshow/37504000.cms

No comments:

Post a Comment