Sunday, June 29, 2014

ব্যাংকের টাকা লুট করে ওরা ধনকুবের

ব্যাংকের টাকা লুট করে ওরা ধনকুবের




ব্যাংক পরিচালক হওয়ার আগে ছিলেন একজন সাধারণ রাজনীতিবিদ। আর পরিচালক হিসেবে পাঁচ বছর মেয়াদ শেষের আগেই হয়ে গেছেন কোটিপতি। এমনকি বিশিষ্ট শিল্পপতি। ব্যবসার আড়ালে জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়ে ব্যাংকের টাকা লুট করে ভারতে শাহরুখ খানের বাড়ির পাশে বাড়ি কিনেছেন সেই ব্যবসায়ী। রাজনীতিবিদ বা ব্যবসায়ীর সাদামাটা জীবন পাল্টে আবার কেউ কেউ আলিশান ফ্ল্যাট কিনেছেন স্বপ্নের দেশ সিঙ্গাপুরে। এভাবেই পরিচালক হওয়ার সুবাদে নানা ফন্দিফিকির করে ব্যাংকের টাকা হাতিয়ে নিয়ে ধনকুবের বনে গেছেন অনেকে। অভিনব কৌশলে ব্যাংকের টাকা মেরে শিল্পপতির খাতায় নাম লিখিয়েছেন সরকারি-বেসরকারি ব্যাংকের অনেক প্রভাবশালী পরিচালক।আর বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এদের অনেকে নামকরা সুইস ব্যাংকেরও হিসাবধারী বনে গেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে। তারা ব্যাংক থেকে নামে-বেনামে নিজেরা ঋণ নিচ্ছেন। এক ব্যাংকের পরিচালক তার ব্যাংকের বা অন্য ব্যাংকের পরিচালককে অনিয়ম করে ঋণ পাইয়ে দিচ্ছেন। আবার ওই ব্যাংকের পরিচালক একই সুবিধা পাইয়ে দিচ্ছেন অন্যকে। কমিশনের বিনিময়ে এ ধরনের অনিয়ম করা যেন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। অনিয়ম ধরা নয়, নিজেরাই জড়াচ্ছেন নিয়মবহির্ভূত কাজে। নিজের প্রতিষ্ঠান পরিবারের সদস্যদের নামে দেখিয়ে কিংবা আÍীয়স্বজনের নামে-বেনামে প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তা তসরুপ করেছেন। ব্যাংক খাতের রক্ষকরাই এভাবে ভক্ষকে পরিণত হয়েছেন।

- See more at: http://www.bd-pratidin.com/2014/06/29/14405#sthash.Kx9T5Hx8.dpuf
__._,_.___

No comments:

Post a Comment