ইরাকের আকাশে মার্কিন ড্রোন
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৯ জুন, ২০১৪
ইরাকে সশস্ত্র ড্রোন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি বাহিনীকে সহায়তা দিতে যাওয়া মার্কিন সামরিক উপদেষ্টাদের নিরাপত্তা দিতে অস্ত্রবাহী মার্কিন ড্রোন আকাশপথে ইরাকের ওপর নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইরাকের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়া বিদ্রোহীদের প্রতিরোধে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দিতে যাওয়া মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করাই ড্রোনগুলোর প্রধান কাজ বলে জানিয়েছেন তারা।
ইরাক সরকারের অনুরোধে দেশটিতে মনুষ্যবাহী ও মনুষ্যবিহীন বিমান অভিযান চালাতে শুরু করেছে বলে শুক্রবার জানিয়েছে পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইরাকের আকাশে উড়তে থাকা বিমানগুলোর মধ্যে কয়েকটি অস্ত্র বহন করছে। দেশটিতে আমাদের উপদেষ্টারা কাজ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রধানত এ বিমানগুলো ইরাকের আকাশে উড়ছে।’ গত বৃহস্পতিবার থেকে বাগদাদের ওপর দিয়ে উড়তে থাকা বিমানগুলো আক্রমণকারী ড্রোন বলে শনিবার খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। এএফপি।
বিমানগুলোতে মিসাইল মজুদ রয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে। মনুষ্যবাহী ও মনুষ্যবিহীন বিমান প্রতিদিন কমপক্ষে ৩০-৪০টির মতো নজরদারি অভিযান চালাচ্ছে। এদিকে, ইরাকের উত্তরাঞ্চলীয় তিকরিত শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। তিকরিত দখলের কাজে সেনাবাহিনীকে সহায়তা করেছে হাজার হাজার উপজাতি গেরিলা ও অস্ত্রধারী স্বেচ্ছাসেবক।
গত কয়েকদিন ধরে শহরটি দখলে রেখেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইএসআইএলের সন্ত্রাসীরা। ওদিকে, ইরাকের সবচেয়ে প্রভাবশালী শিয়া নেতা শুক্রবার দেশটির কর্তাব্যক্তিদের, আগামী চারদিনের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে অব্যাহতি দিয়ে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার নতুন বিধানসভা গঠিত হওয়ার আগেই প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার এবং রাষ্ট্রপতির পরিবর্তন সাধন আবশ্যক। উল্লেখ্য, এপ্রিলের পার্লামেন্টারি নির্বাচনের কারণে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে টিকে থাকা নুরি আল মালিকির জন্যে কঠিন হয়ে পড়েছে।
কিরকুকে যেন আর না ফেরে বাগদাদ : কুর্দি প্রধান
ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত তেলসমৃদ্ধ শহর কিরকুক সম্পর্কে কুর্দিপ্রধান মাসুদ বারজানি দেশটির কেন্দ্রীয় প্রশাসনকে স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে আর না ফেরার পরামর্শ দিয়েছে। ইরাকের চলমান অস্থিতিশীলতায় কুর্দিপ্রধানের এমন ঘোষণায় দেশটির কেন্দ্র আরও বিপাকে পড়তে যাচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
কুর্দিস্তানের আঞ্চলিক সরকারপ্রধান মাসুদ বারজানি শুক্রবার ইরবিল প্রদেশে এক সম্মিলিত সংবাদ সম্মেলনে কেন্দ্রের প্রতি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
‘আমরা বাগদাদের দিকে গত ১০ বছর তাকিয়ে ছিলাম। তারা ১৪০ ধারার কোনো সমাধান করেনি।’ ওই ধারা অনুযায়ী স্বায়ত্তশাসিত কুর্দ-অঞ্চল থেকে কেন্দ্রীয় সেনা প্রত্যাহার করে নেয়ার কথা ছিল।
No comments:
Post a Comment