Saturday, June 28, 2014

জমি নিয়ে প্রকাশ্যে মোর্চা-রাজ্য বিবাদ

জমি নিয়ে প্রকাশ্যে মোর্চা-রাজ্য বিবাদ

শিলিগুড়ি: ওয়াটার পার্কের জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে ফের সঙ্ঘাতের পথে মোর্চা ও রাজ্য সরকার৷ দার্জিলিংয়ের জামুনিতে এই পার্ক তৈরির জন্য বাসিন্দাদের হুমকি দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন জিটিএর এক সদস্য৷ বৃহস্পতিবার রাতে দার্জিলিঙের বিজনবাড়ি এলাকা থেকে পুলিশ কাজিমান লোহাগন নামে ওই ব্যক্তিকে ধরে৷ শুক্রবার আদালতের বিচারক তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ এই ঘটনায় ক্ষুব্ধ মোর্চা সমর্থকেরা এদিন বিজনবাড়ি-পুলবাজার এলাকায় বন্ধ পালন করেন৷

রাজ্য সরকারের সঙ্গে নতুন করে বিবাদে জড়ানোর পরে শুক্রবার মোর্চার কেন্দ্রীয় কমিটি এক জরুরি বৈঠকে বসে৷ তবে এখনই কোনও কড়া বিবৃতি দিতে নারাজ নেতৃত্ব৷ মোর্চা নেতা বিনয় তামাং বলেন, 'আমাদের সভাসদকে গ্রেপ্তারের ব্যাপারে এখনই মন্তব্য করতে চাই না৷ পরিস্থিতি বুঝে যা বলার বলব৷' তবে জেলা প্রশাসন যে মোর্চাকে মোটেই ছেড়ে কথা বলার মেজাজে নেই, তা স্পষ্ট হয়ে গিয়েছে জেলাশাসক পুনিত যাদবের মন্তব্যে৷ তিনি বলেন, 'দিনের পর দিন ওই এলাকায় আদিবাসীদের জমি দখলের চেষ্টা হচ্ছে৷ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে৷ এসব চলতে থাকলে আইনের শাসন কী ভাবে বজায় থাকবে? পুলিশকে ব্যবস্থা নিতেই হত৷' মোর্চা সূত্রের খবর, দলের সভাপতি বিমল গুরুংয়ের বাড়ির কাছে জামুনি এলাকায় জিটিএ একটি ওয়াটার পার্ক তৈরির কাজ শুরু করেছে৷ কয়েক একর চরের জমি অধিগ্রহণও করা হয়েছে৷ তার পরেও মোর্চার তরফে স্থানীয় চাষিদের কাছ থেকে জোর করে জমি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ৷ স্থানীয় কৃষক মণিরাম তামাং জেলাশাসকের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করলে গত ১৭ জুন পুলিশ ছ'জনকে গ্রেপ্তার করে৷ ধৃতদের কাছ থেকে পিস্তল, ভোজালি-সহ বহু অস্ত্র আটক করা হয়৷ আদালতে পুলিশ জানায়, ধৃতেরা স্বীকার করেছে, কাজিমানই তাঁদের চাষিদের উপর হামলার জন্য পাঠিয়েছিল৷ কাজিমানের কাছে আরও অস্ত্র রয়েছে বলেও তাঁরা কবুল করেন, দাবি পুলিশের৷ এর পরই কাজিমান লোহাগনকে গ্রেপ্তার করা হয়৷

গত বছর মোর্চা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামলে রাজ্য সরকার একের পর এক ১৭ জন জিটিএ সদস্যকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে৷ হইচই পড়ে যায় পাহাড়ের রাজনৈতিক মহলে৷ পরে মোর্চা রাজ্য সরকারের সঙ্গে রফা করলে ধৃতদের ছাড়া হয়৷ কিন্ত্ত লোকসভা নির্বাচনে মোর্চা জোটসঙ্গী হিসাবে বিজেপিকে বেছে নিলে নতুন করে গোলমালের আশঙ্কা করছিলেন পাহাড়ের বাসিন্দারা৷ কাজিমানের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে সেই বিরোধ প্রকাশ্যে এল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ জেলাশাসক অবশ্য জানিয়েছেন, পাহাড়ে কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না৷
http://eisamay.indiatimes.com/state/water-park-at-darjeeling-gta-leader-arrested/articleshow/37339866.cms?

No comments:

Post a Comment