সেসারের প্রেরণা বড় রোনাল্দোর প্রথম প্রেমিকা
রূপায়ণ ভট্টাচার্য সাও পাওলো
অসম্ভব আবেগতাড়িত সুসানা ওয়ার্নারের প্রথম টুইটটা এল অন্ধকার থেকে পুরো ব্রাজিল জেগে ওঠার সামান্য বাদেই৷
জুলিয়াস সেজারের স্ত্রী সেখানে লিখেছেন, 'আমায় বিশ্বাস করলে বলছি, আমার বিশ্বকাপ আজ এখানেই শেষ হয়ে যেত৷ যারা জুলিয়াসের ওপর আস্থা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ৷ সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ৷' সামান্য বাদে দ্বিতীয় টুইট সুসানার, 'আমি এখন কোনও ইন্টারভিউ দেব না৷ জুলিয়াসই হিরো৷'
ঠিক ওই সময়ই হয়তো বেলো অরিয়েন্তের মাঠের মধ্যে স্কোলারি বা থিয়াগো সিলবাকে জড়িয়ে হাউহাউ করে কাঁদছেন জুলিও সেজার নিজে৷ কিংবা প্রেস কনফারেন্সে এসে এমন আবেগ তাড়িত হয়ে বলছেন, 'চার বছর আগে প্রচণ্ড দুঃখের দিনে আমায় একটা খারাপ অভিজ্ঞতার ইন্টারভিউ দিতে হয়েছিল৷ সেই দিনটা ভুলিনি৷ আর তিনটে ধাপ বাকি৷ আশা করছি, মারাকানায় কাপটাকে চুমু খেতে পারব৷' ব্রাজিলিয়ান সাংবাদিকরা হাততালি দিয়ে উঠছেন৷
পরিতৃপ্ত সেজার চোখের জল সামলে ধন্যবাদ দিয়ে যাচ্ছিলেন স্ত্রী ও পরিবারকে৷ 'চার বছর আগে ঝাঁঝরা হয়ে গিয়েছিল বুক৷ আমার পরিবার আর ঈশ্বর জানেন, কেমন ভাবে কেটেছে সেই দিন৷ সুসানের সঙ্গে বিয়ে, সন্তানদের জন্ম পাল্টে দিয়েছে আমায়৷ জয়টা সুসানা, পরিবার, সন্তান, কুড়ি কোটি ব্রাজিলিয়ানকে উত্সর্গ করছি৷'
ব্রাজিলের সাংবাদিকরা বলছেন, সেজারের দুঃখের দিনে তাঁর পাশে সব সময় অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন সুসানা৷ কে তিনি? ইনিই ব্রাজিলের রোনাল্দোর প্রথম প্রেমিকা৷ রোনাল্দোর উত্থানের সময় সুসানার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোরগোল পড়েছিল ব্রাজিলে৷ সুসানা সেই আমলে উঠতি মডেল, নামী অভিনেত্রী৷
এখন যেমন ব্রুনার সঙ্গে নেইমারের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই ব্রাজিলে, তখন ছিলেন রোনাল্দো-সুসানা৷ পরে রোনাল্দোর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে জুলিয়াস সেসারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়৷ দুই তারকাই তখন ব্রাজিল দলে৷ টেনশন একটা ছিলই৷ এই মুহূর্তে সেসারের দুই সন্তানের মা সুসানা অনেকটাই প্রচার থেকে সরে গিয়েছেন৷ মডেলিং, অভিনয় খুব কম করেন৷ সেসারের পুনরুত্থানে আবার ব্রাজিলে খোঁজ পড়েছে বড় রোনাল্দোর প্রথম প্রেমিকার৷
পুনরুত্থান মানে কী? শুনলাম, স্কোলারিকে টাইব্রেকারের আগে কথা দিয়েছিলেন ব্রাজিল গোলকিপার, 'আপনি যেমন ভরসা রেখেছেন আমার উপর, তার মর্যাদা আমি দেব৷ অন্তত তিনটে সেভ করব৷' কথাটা যে সত্যি, তা বোঝা গিয়েছে অধিনায়ক তিয়াগো সিলবার মন্তব্যেও৷ 'জুলিও বলেছিল, তিনটে সেভ করবে৷' ম্যাচের দুটো অবিশ্বাস্য সেভের সঙ্গে টাইব্রেকারের দুটো সেভ-সেটা দাঁড়াল চারটে৷ টাইব্রেকারের আগেই গোলকিপারকে কাঁদতে দেখিনি কোনও দিন৷ সেজার ওই সময়ও কাঁদছিলেন৷ কেন? শান্ত গলা এ বার, 'কাঁদছিলাম কেন? আমি কখনও শুনিনি, আমি আবেগতাড়িত লোক৷ কিন্ত্ত টাইব্রেকারের আগে টিমমেটরা আমার সম্পর্কে এত ভালো ভালো কথা বলল যে কান্না এসে গিয়েছিল৷ সাহস দেওয়ার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ৷'
রোনাল্দোর প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করলেও, সেজারের সঙ্গে রোনাল্দোর সম্পর্ক খুব ভালো৷ ম্যাচের পর এক টিভি অনুষ্ঠানে রোনাল্দো মজা করে সেজারের উদ্দেশে বলেন, 'আমিই শুধু তোমাকে গোল দিতে পারতাম'৷ শুনে সেজারের পাল্টা মজা, 'তোমার বাঁ দিক দিয়ে কিকগুলো খুব মনে আছে৷ দারুণ৷' ম্যাচটার পরে রোনাল্দো ইনস্টাগ্রামে সেজারের সঙ্গে তাঁর একটা ছবি পোস্ট করে অভিনন্দনও জানান৷ আসলে সুসানার সঙ্গে ১৯৯৭ থেকে ১৯৯৯ সম্পর্ক ছিল রোনাল্দোর৷ দু'জনের সম্পর্কের শুরু এক টিভি সিরিয়ালে অভিনয় করতে গিয়ে৷ রোনাল্দোর সঙ্গে মিলানেও দু'বছর ছিলেন সুসানা৷ সম্পর্ক ভাঙে রোনাল্দো মিলেনা দমিঙ্গেস নামে ব্রাজিলিয়ান ফুটবলারকে বিয়ে করলে৷ সেজারের ভূমিকা ছিল না কোনও৷
এই শতাব্দীর শুরুতে বিশ্ব ফুটবলে তিন গোলকিপারকে নিয়ে লেখালেখি হয়েছে খুব৷ জিয়ানলুইগি বুফোঁ, ইকের কাসিয়াস এবং এই সেজার৷ এক একটা সময় এক এক জনকে বিশ্ব সেরা মনে হয়েছে৷ গত দুটো বিশ্বকাপ বুফোঁ ও কাসিয়াস হাতে নেওয়ার পরে কোথায় হারিয়ে গিয়েছিলেন ইন্তার মিলানের নজর কাড়া এই কিপার৷ ভাবা যায় না, কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো ক্লাব তাঁকে কার্যত তাড়িয়ে দিয়েছে৷ আর এখন বন্যার মতো ভেসে আসছে সেজারের কৃতিত্ব-গাথা৷ দশ বছর আগে তিনি কী ভাবে কোপা আমেরিকায় বাঁচিয়েছিলেন উরুগুয়ের সাঞ্চেসের কিক, আর্জেন্তিনার দি'আলেসান্দ্রোর কিক৷ কনফেড কাপে গত বছর কীভাবে পেনাল্টিতে থামিয়ে দেন দিয়েগো ফোরলানকে৷
জুলিয়াস-পুজো আরও চলবে৷ চিলি ম্যাচের পরে নেইমারের মতো ফুটবলার উচ্ছ্বসিত হয়ে বলেছেন, 'এ বার সেসার অনেক লোকের মুখ বন্ধ করে দিয়েছে৷' কথাটা একেবারে ঠিক৷ বিশ্বকাপের আগে ব্রাজিলের একটা কাগজে খবর বেরিয়েছিল, রিওর এক মোটেলে এক মহিলা নিয়ে রাত কাটিয়েছেন সেজার৷ ব্রাজিলের মোটেলগুলোয় জোড়ায় জোড়ায় না হলে ঢোকা কঠিন৷ খবর শুনে ক্ষিপ্ত সুসানা ওয়ার্নার নিজে ফোন করে কাগজগুলোকে বলেন, 'হ্যাঁ, জুলিয়াস মোটেলে গিয়েছিল৷ আর সঙ্গের ওই মহিলা ছিলাম আমি৷'
এত সেজার, সেজার কথার মধ্যে কেউ ভাবতে পারেন, ওহ, ব্রাজিলকে শেষে বিশ্বকাপে বাঁচাচ্ছে কিনা গোলকিপার! ব্যাপারটা নতুন নয়৷ আশির দশকে ব্রাজিলের কিপার হিসেবে কে খেলত, মনে রাখত না কেউ৷ পেলের সত্তরের সোনার দলের কিপার ফেলিক্সকে কে মনে রেখেছে আর! কুড়ি বছর আগে ক্লদিও তাফারেল প্রথম দেখান, ব্রাজিলকে বিশ্বকাপ দিতে পারেন গোলকিপারও৷ তার দুটো বিশ্বকাপ পরে স্কোলারিকে কাপ দেওয়ার সময় বড় ভূমিকা নেন দিদা ও মার্কোস৷ দলের তিন নম্বর কিপার রজারিও সেনি বিশ্ব ফুটবলে রীতিমতো বিখ্যাত তাঁর ফ্রিকিকের জন্য৷ তবু যেন কিপাররা অন্ত্যজই৷
দিদার অবসরের পরে এক ঝাঁক ভালো কিপার ছিলেন ব্রাজিলে৷ টটেনহ্যামের হারহুলো গোমেস, পোর্তোর হেল্টন, রোমার দোনি আগে ছিলেন সেজারের৷ কিন্ত্ত এই সেজারই বটগাছ হয়ে ওঠেন৷ ইন্তার মিলানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন৷ পাঁচটা সিরি এ৷ চার বছর আগে, কাসিয়াসের সঙ্গে তাঁর নাম ছিল ব্যালন ডি'ওরের তালিকায়৷ ভালো লাগল, এ দিন যখন আবেগ সামলে বলে উঠলেন, ' এখনও গল্প শেষ হয়নি আমার৷'
আজ সকাল থেকে ব্রাজিলের কাগজে কাগজে শুধু সেজার৷ একটা কাগজে উরুগুয়ের বিরুদ্ধে ৬৪ বছর আগে ফাইনাল দেখা সব প্রবীণ প্রবীণাদের ইন্টারভিউ বেরিয়েছে৷ কী তৃপ্তি তাঁদের চোখেমুখে-আর একটা 'মারাকানাসো' হল না!
কোথাও একটা পড়েছি, ব্রাজিলের রাস্তা বা বস্তিতে বাচ্চারা ফুটবল খেললেই আগে লটারি করে অদ্ভুত ভাবে৷ 'পাথর, কাঁচি, কাগজ' বলতে বলতে লটারি হয়, কে গোলে খেলবে৷ কেউ খেলতে চায় না৷ সবাই ফরোয়ার্ড হতে চায়৷ রোনাল্দো, রোমারিও, রোনাল্দিনহো, নেইমার৷ কে জানে, সেজার বিশ্বকাপ দিলে ওই 'পাথর, কাঁচি, কাগজ' খেলাটা বন্ধ হবে হয়তো!
অসম্ভব আবেগতাড়িত সুসানা ওয়ার্নারের প্রথম টুইটটা এল অন্ধকার থেকে পুরো ব্রাজিল জেগে ওঠার সামান্য বাদেই৷
জুলিয়াস সেজারের স্ত্রী সেখানে লিখেছেন, 'আমায় বিশ্বাস করলে বলছি, আমার বিশ্বকাপ আজ এখানেই শেষ হয়ে যেত৷ যারা জুলিয়াসের ওপর আস্থা রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ৷ সব কিছুর জন্য ঈশ্বরকে ধন্যবাদ৷' সামান্য বাদে দ্বিতীয় টুইট সুসানার, 'আমি এখন কোনও ইন্টারভিউ দেব না৷ জুলিয়াসই হিরো৷'
ঠিক ওই সময়ই হয়তো বেলো অরিয়েন্তের মাঠের মধ্যে স্কোলারি বা থিয়াগো সিলবাকে জড়িয়ে হাউহাউ করে কাঁদছেন জুলিও সেজার নিজে৷ কিংবা প্রেস কনফারেন্সে এসে এমন আবেগ তাড়িত হয়ে বলছেন, 'চার বছর আগে প্রচণ্ড দুঃখের দিনে আমায় একটা খারাপ অভিজ্ঞতার ইন্টারভিউ দিতে হয়েছিল৷ সেই দিনটা ভুলিনি৷ আর তিনটে ধাপ বাকি৷ আশা করছি, মারাকানায় কাপটাকে চুমু খেতে পারব৷' ব্রাজিলিয়ান সাংবাদিকরা হাততালি দিয়ে উঠছেন৷
পরিতৃপ্ত সেজার চোখের জল সামলে ধন্যবাদ দিয়ে যাচ্ছিলেন স্ত্রী ও পরিবারকে৷ 'চার বছর আগে ঝাঁঝরা হয়ে গিয়েছিল বুক৷ আমার পরিবার আর ঈশ্বর জানেন, কেমন ভাবে কেটেছে সেই দিন৷ সুসানের সঙ্গে বিয়ে, সন্তানদের জন্ম পাল্টে দিয়েছে আমায়৷ জয়টা সুসানা, পরিবার, সন্তান, কুড়ি কোটি ব্রাজিলিয়ানকে উত্সর্গ করছি৷'
ব্রাজিলের সাংবাদিকরা বলছেন, সেজারের দুঃখের দিনে তাঁর পাশে সব সময় অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন সুসানা৷ কে তিনি? ইনিই ব্রাজিলের রোনাল্দোর প্রথম প্রেমিকা৷ রোনাল্দোর উত্থানের সময় সুসানার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোরগোল পড়েছিল ব্রাজিলে৷ সুসানা সেই আমলে উঠতি মডেল, নামী অভিনেত্রী৷
এখন যেমন ব্রুনার সঙ্গে নেইমারের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই ব্রাজিলে, তখন ছিলেন রোনাল্দো-সুসানা৷ পরে রোনাল্দোর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে জুলিয়াস সেসারের সঙ্গে সম্পর্ক তৈরি হয়৷ দুই তারকাই তখন ব্রাজিল দলে৷ টেনশন একটা ছিলই৷ এই মুহূর্তে সেসারের দুই সন্তানের মা সুসানা অনেকটাই প্রচার থেকে সরে গিয়েছেন৷ মডেলিং, অভিনয় খুব কম করেন৷ সেসারের পুনরুত্থানে আবার ব্রাজিলে খোঁজ পড়েছে বড় রোনাল্দোর প্রথম প্রেমিকার৷
পুনরুত্থান মানে কী? শুনলাম, স্কোলারিকে টাইব্রেকারের আগে কথা দিয়েছিলেন ব্রাজিল গোলকিপার, 'আপনি যেমন ভরসা রেখেছেন আমার উপর, তার মর্যাদা আমি দেব৷ অন্তত তিনটে সেভ করব৷' কথাটা যে সত্যি, তা বোঝা গিয়েছে অধিনায়ক তিয়াগো সিলবার মন্তব্যেও৷ 'জুলিও বলেছিল, তিনটে সেভ করবে৷' ম্যাচের দুটো অবিশ্বাস্য সেভের সঙ্গে টাইব্রেকারের দুটো সেভ-সেটা দাঁড়াল চারটে৷ টাইব্রেকারের আগেই গোলকিপারকে কাঁদতে দেখিনি কোনও দিন৷ সেজার ওই সময়ও কাঁদছিলেন৷ কেন? শান্ত গলা এ বার, 'কাঁদছিলাম কেন? আমি কখনও শুনিনি, আমি আবেগতাড়িত লোক৷ কিন্ত্ত টাইব্রেকারের আগে টিমমেটরা আমার সম্পর্কে এত ভালো ভালো কথা বলল যে কান্না এসে গিয়েছিল৷ সাহস দেওয়ার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ৷'
রোনাল্দোর প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করলেও, সেজারের সঙ্গে রোনাল্দোর সম্পর্ক খুব ভালো৷ ম্যাচের পর এক টিভি অনুষ্ঠানে রোনাল্দো মজা করে সেজারের উদ্দেশে বলেন, 'আমিই শুধু তোমাকে গোল দিতে পারতাম'৷ শুনে সেজারের পাল্টা মজা, 'তোমার বাঁ দিক দিয়ে কিকগুলো খুব মনে আছে৷ দারুণ৷' ম্যাচটার পরে রোনাল্দো ইনস্টাগ্রামে সেজারের সঙ্গে তাঁর একটা ছবি পোস্ট করে অভিনন্দনও জানান৷ আসলে সুসানার সঙ্গে ১৯৯৭ থেকে ১৯৯৯ সম্পর্ক ছিল রোনাল্দোর৷ দু'জনের সম্পর্কের শুরু এক টিভি সিরিয়ালে অভিনয় করতে গিয়ে৷ রোনাল্দোর সঙ্গে মিলানেও দু'বছর ছিলেন সুসানা৷ সম্পর্ক ভাঙে রোনাল্দো মিলেনা দমিঙ্গেস নামে ব্রাজিলিয়ান ফুটবলারকে বিয়ে করলে৷ সেজারের ভূমিকা ছিল না কোনও৷
এই শতাব্দীর শুরুতে বিশ্ব ফুটবলে তিন গোলকিপারকে নিয়ে লেখালেখি হয়েছে খুব৷ জিয়ানলুইগি বুফোঁ, ইকের কাসিয়াস এবং এই সেজার৷ এক একটা সময় এক এক জনকে বিশ্ব সেরা মনে হয়েছে৷ গত দুটো বিশ্বকাপ বুফোঁ ও কাসিয়াস হাতে নেওয়ার পরে কোথায় হারিয়ে গিয়েছিলেন ইন্তার মিলানের নজর কাড়া এই কিপার৷ ভাবা যায় না, কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো ক্লাব তাঁকে কার্যত তাড়িয়ে দিয়েছে৷ আর এখন বন্যার মতো ভেসে আসছে সেজারের কৃতিত্ব-গাথা৷ দশ বছর আগে তিনি কী ভাবে কোপা আমেরিকায় বাঁচিয়েছিলেন উরুগুয়ের সাঞ্চেসের কিক, আর্জেন্তিনার দি'আলেসান্দ্রোর কিক৷ কনফেড কাপে গত বছর কীভাবে পেনাল্টিতে থামিয়ে দেন দিয়েগো ফোরলানকে৷
জুলিয়াস-পুজো আরও চলবে৷ চিলি ম্যাচের পরে নেইমারের মতো ফুটবলার উচ্ছ্বসিত হয়ে বলেছেন, 'এ বার সেসার অনেক লোকের মুখ বন্ধ করে দিয়েছে৷' কথাটা একেবারে ঠিক৷ বিশ্বকাপের আগে ব্রাজিলের একটা কাগজে খবর বেরিয়েছিল, রিওর এক মোটেলে এক মহিলা নিয়ে রাত কাটিয়েছেন সেজার৷ ব্রাজিলের মোটেলগুলোয় জোড়ায় জোড়ায় না হলে ঢোকা কঠিন৷ খবর শুনে ক্ষিপ্ত সুসানা ওয়ার্নার নিজে ফোন করে কাগজগুলোকে বলেন, 'হ্যাঁ, জুলিয়াস মোটেলে গিয়েছিল৷ আর সঙ্গের ওই মহিলা ছিলাম আমি৷'
এত সেজার, সেজার কথার মধ্যে কেউ ভাবতে পারেন, ওহ, ব্রাজিলকে শেষে বিশ্বকাপে বাঁচাচ্ছে কিনা গোলকিপার! ব্যাপারটা নতুন নয়৷ আশির দশকে ব্রাজিলের কিপার হিসেবে কে খেলত, মনে রাখত না কেউ৷ পেলের সত্তরের সোনার দলের কিপার ফেলিক্সকে কে মনে রেখেছে আর! কুড়ি বছর আগে ক্লদিও তাফারেল প্রথম দেখান, ব্রাজিলকে বিশ্বকাপ দিতে পারেন গোলকিপারও৷ তার দুটো বিশ্বকাপ পরে স্কোলারিকে কাপ দেওয়ার সময় বড় ভূমিকা নেন দিদা ও মার্কোস৷ দলের তিন নম্বর কিপার রজারিও সেনি বিশ্ব ফুটবলে রীতিমতো বিখ্যাত তাঁর ফ্রিকিকের জন্য৷ তবু যেন কিপাররা অন্ত্যজই৷
দিদার অবসরের পরে এক ঝাঁক ভালো কিপার ছিলেন ব্রাজিলে৷ টটেনহ্যামের হারহুলো গোমেস, পোর্তোর হেল্টন, রোমার দোনি আগে ছিলেন সেজারের৷ কিন্ত্ত এই সেজারই বটগাছ হয়ে ওঠেন৷ ইন্তার মিলানে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন৷ পাঁচটা সিরি এ৷ চার বছর আগে, কাসিয়াসের সঙ্গে তাঁর নাম ছিল ব্যালন ডি'ওরের তালিকায়৷ ভালো লাগল, এ দিন যখন আবেগ সামলে বলে উঠলেন, ' এখনও গল্প শেষ হয়নি আমার৷'
আজ সকাল থেকে ব্রাজিলের কাগজে কাগজে শুধু সেজার৷ একটা কাগজে উরুগুয়ের বিরুদ্ধে ৬৪ বছর আগে ফাইনাল দেখা সব প্রবীণ প্রবীণাদের ইন্টারভিউ বেরিয়েছে৷ কী তৃপ্তি তাঁদের চোখেমুখে-আর একটা 'মারাকানাসো' হল না!
কোথাও একটা পড়েছি, ব্রাজিলের রাস্তা বা বস্তিতে বাচ্চারা ফুটবল খেললেই আগে লটারি করে অদ্ভুত ভাবে৷ 'পাথর, কাঁচি, কাগজ' বলতে বলতে লটারি হয়, কে গোলে খেলবে৷ কেউ খেলতে চায় না৷ সবাই ফরোয়ার্ড হতে চায়৷ রোনাল্দো, রোমারিও, রোনাল্দিনহো, নেইমার৷ কে জানে, সেজার বিশ্বকাপ দিলে ওই 'পাথর, কাঁচি, কাগজ' খেলাটা বন্ধ হবে হয়তো!
http://eisamay.indiatimes.com/fifa-word-cup-2014/brazil-shootout-hero-jlio-csar-i-have-won-the-countrys-trust-back/articleshow/37476742.cms?
No comments:
Post a Comment