Monday, June 30, 2014

পেলে-কাইজারকে তির মারাদোনার

পেলে-কাইজারকে তির মারাদোনার
maradona
সাও পাওলো: আবার বিস্ফোরক দিয়েগো মারাদোনা৷ এ বার তাঁর টার্গেটে পেলে ও ফ্রাঞ্জ বেকেনবাউয়ার৷

ব্রাজিল ও জার্মানির এই দুই প্রাক্তন সুয়ারেসের শাস্তি নিয়ে ফিফার পাশে দাঁড়িয়েছেন৷ যা দেখে মারাদোনা বলেছেন, 'ওদের তো ফিফাকে সমর্থন করতেই হবে৷ নইলে যে ফিফা ওদের মাসে মাসে যে মাইনে দেয় তা বন্ধ করে দেবে৷'

ক'দিন আগেই ফিফাকে তোপ দেগেছিলেন মারাদোনা৷ লুইস সুয়ারেসকে চার মাস ফুটবলের বাইরে করে দেওয়ার প্রতিবাদ হিসেবেই আর্জেন্তিনীয় ফুটবলের কিংবদন্তি বলেছিলেন, 'ফিফা মাফিয়া, তাই এমন সিদ্ধান্ত নিয়েছে৷' তিনি সুয়ারেসের পাশে থাকলেও পেলে ও বেকেনবাউয়ার কিন্ত্ত বলে দেন, 'ফিফা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ঠিক কাজ করেছে৷' মারাদোনা বলেছেন, 'এ সব কথা এখন যারা বলছে, তারা কতটা নীতি মেনে ফুটবল খেলত তা আমার জানা আছে৷ ওরা নিজেরাই মাঠে অনৈতিক কাজ করত৷' পেলে সম্পর্কে দিয়েগোর মন্তব্য, 'খেলোয়াড় জীবনে পেলে একটা ম্যাচ একজন ফুটবলার নয়, চারজন ফুটবলারকে আহত করেছে৷ মারপিট করায় ওর বেশ নাম ছিল৷' জার্মানির প্রবাদ বেকেনবাউয়ার নিয়ে মারাদোনার বক্তব্য, 'ও যখন খেলত, তখন পায়ে খেলার থেকে প্রতিপক্ষকে কনুই দিয়েই মারার দিকেই বেশি নজর দিত৷ ওর সঙ্গে খেলা ফুটবলাররা এ নিয়ে আতঙ্কিত হয়ে থাকত৷' এখানেই থামা নয়, পেলে-বেকেনবাউয়ার এমন কথা বলায়, মারাদোনা প্রকাশ্যে তাঁদের নির্বোধ বলতেও ছাড়েননি৷ বলেছেন, 'নির্বোধ না হলে কেউ কোনও ফুটবলারের পা থেকে বল কেড়ে নেওয়া হলে, এমন মন্তব্য করতে পারে না৷' তার সঙ্গেই তার সংযোজন, 'ওরা ফিফার থেকে সুবিধে নেয় বলেই এ সব বলেছে৷ নইলে এ মাসে ফিফা ওদের অর্থ দেওয়া বন্ধ করে দেবে৷'

শুধু একা মারাদোনা নয়, সুয়ারেসের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসিও৷ বিশ্বকাপের আসর থেকেই বার্সেলোনার এই সুপারস্টার বলে দিয়েছেন, 'সুয়ারেসকে বার্সেলোনা দলে স্বাগত৷' লিভারপুল থেকে পাঁচ বছরের চুক্তিতে নৌকাম্পে আনার চেষ্টা চলছে৷ বার্সেলোনা স্পোর্টিং ডিরেক্টর জুবিজারেতা স্বয়ং সুয়াসেকে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন৷ যা জেনেই মেসি মনে করছেন, এ বার ক্লাব দলে তাঁর সঙ্গী হবেন সুয়ারেস৷ এবং এটায় যে তিনি খুশি, তা মেসির স্বাগত জানানোর মধ্যেই পারিষ্কার৷

No comments:

Post a Comment