Saturday, June 28, 2014

ইমামবাড়া হাসপাতালে জখম রোগী নিয়ে মাঝপথে ভেঙে পড়ল লিফট

ইমামবাড়া হাসপাতালে জখম রোগী নিয়ে মাঝপথে ভেঙে পড়ল লিফট

P2-lift2
হুগলি: চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে লিফট বিভ্রাটের কারণে এক রোগিণীর প্রাণ সংশয় দেখা দিয়েছে৷ শুক্রবার দুপুরের ওই ঘটনাকে ঘিরে হাসপাতালের রোগী এবং আত্মীয়স্বজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে৷ মারাত্মক জখম অবস্থায় বাসন্তী চট্টোপাধ্যায় (৪০) নামে ওই রোগিণীকে হাসপাতালেরই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে৷ তাঁর দেহে একাধিক অপারেশন হয়েছে৷ বাসন্তীদেবীকে ভাঙা লিফটের জাল কেটে উদ্ধার করতে গিয়ে হাসপাতালের দুই নিরাপত্তাকর্মীও জখম হয়েছেন, চোট পেয়েছেন এক স্পেশ্যাল অ্যটেনডেন্টও৷ স্বাস্থ্যভবন ঘটনাটির উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন৷

ডান পায়ে মারাত্মক চোট নিয়ে ১৯ জুন হাসপাতালের ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হন পান্ডুয়ার চাঁদপুরের বাসিন্দা বাসন্তীদেবী৷ এ দিন সকালে হাসপাতালের নীচতলায় তাঁর পায়ের এক্স রে এবং প্লাস্টার করার পর স্ট্রেচারে চাপিয়ে বাসন্তীদেবীকে তিন তলায় নিয়ে যাওয়া হচ্ছিল লিফটে৷ সঙ্গে তাঁর ছেলে সুব্রত ছিলেন৷ লিফটে তুলে গেট বন্ধ করার আগেই তা চালু হয়ে যায়৷ স্ট্রেচারের একটা অংশ তখন বাইরে ছিল৷ সেই অংশ বাইরে ধাক্কা খেতে খেতে তিন তলায় ওঠা শুরু করে৷ বাসন্তীদেবী যন্ত্রণায় কাতরাতে থাকেন৷ মাকে ওই অবস্থায় দেখে ছেলে চিত্‍কার করে কান্না জুড়ে দেন৷ তাঁর চিত্‍কার ও কান্নাকাটি শুনে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন৷ ততক্ষণে দোতলা এবং তিন তলার মাঝে লিফট আটকে গিয়েছে৷ নিরাপত্তারক্ষীরা এসে দেখেন, ভিতরে বন্দি বাসন্তীদেবী ডামাডোলে স্ট্রেচার থেকে পড়ে গিয়ে লিফটের ফাঁকা গেট থেকে বিপজ্জনক ভাবে ঝুলছেন৷ পরে প্রশান্ত দে এবং রাজা হরিজন নামে ওই দুই রক্ষী লিফটের জাল কেটে তাঁকে কোনও রকমে উদ্ধার করেন৷ শ্রীকান্ত ভট্টাচার্য বলে এক স্পেশ্যাল অ্যাটেনডেন্টও হাত লাগাতে গিয়ে পায়ে চোট পান৷ প্রাণে বেঁচে গেলেও বাসন্তীদেবী বাঁ কাঁধ, ডান হাঁটু, ডান পায়ের পাতা, উরু এবং হাতে মারাত্মক চোট পেয়েছেন৷

মার ওই অবস্থা দেখে ছেলে সুব্রতও অসুস্থ হয়ে পড়েন৷ তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে৷ পরে তিনি বলেন, 'পায়ের এক্স রে এবং প্লাস্টার করিয়ে মাকে লিফটে তিন তলায় নিয়ে যাচ্ছিলাম৷ সঙ্গে এক জন আয়া ছিলেন৷ স্ট্রেচার পুরোটা ঢোকানোর আগেই লিফট চালু হয়ে যায়৷ দরজা খোলা থাকায় স্ট্রেচার ধাক্কা খেতে খেতে উঠতে থাকে৷ মায়ের শরীরের নানা জায়গা আঘাত পায়৷ তিনি রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকেন৷ তা দেখে আমি জ্ঞান হারাই৷ তার পর আমার আর কিছু মনে নেই৷

হাসপাতাল সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই লিফটে গোলমাল চলছে৷ বৃহস্পতিবার বিকেলেও তা মেরামত করা হয়৷ তার পরও এ দিন সকালে কী করে লিফটে বিভ্রাট হল, সেটাই প্রশ্ন৷ হাসপাতালের সুপার ভবানী গোস্বামী বলেন, 'লিফট বিভ্রাটে এক মহিলা জখম হয়েছেন৷ তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি৷ ঘটনার পর ইঞ্জিনিয়াররা লিফট পরীক্ষা করেছেন৷ এর বেশি কিছু বলতে পারব না৷ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তনিমা মণ্ডল বলেন, 'আমি এখন স্বাস্থ্যভবনে৷ ঘটনাটি শুনেছি৷ লিফট দেখভাল করে পূর্ত বিভাগ৷ ঘটনার তদন্ত হবে৷' স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, ভয়ঙ্কর ঘটনা৷ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

http://eisamay.indiatimes.com/state/lift-breaks-down-at-chinsurah-imambara-hospital-petient-seriously-injured/articleshow/37339101.cms?

No comments:

Post a Comment