Saturday, June 28, 2014

পাল্টাতে পারে সব বৈদ্যুতিক লাইন

পাল্টাতে পারে সব বৈদ্যুতিক লাইন

pirhayati20130726202207127
এই সময় , শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর সফর চলাকালীন মংপংয়ে বিদ্যুত্ বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গের সমস্ত বন বাংলোর বিদ্যুতের হাল খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল বন দপ্তর৷ পুরোনো আমলের বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থায় একসঙ্গে এতগুলি এসি মেশিন ও বৈদ্যুতিক সরঞ্জাম চালানোর মতো ক্ষমতা না থাকাতেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে৷ সেই কারণেই উত্তরবঙ্গের সমস্ত বন বাংলোয় ওয়্যারিং খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন৷ বন দন্তর সূত্রের খবর , প্রয়োজনে সব ওয়্যারিং বদলে দেওয়া হবে৷

কয়েক দশক আগে উত্তরবঙ্গের বন বাংলোগুলি তৈরির সময় বিদ্যুতের ওয়্যারিং করা হয়৷ কিন্ত্ত বন বাংলোয় বাতানুকূল ব্যবস্থা চালুর পরিকল্পনা সেই সময়ে ছিল না৷ অথচ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসে বন বাংলোয় রাত কাটানোর ইচ্ছে প্রকাশ করলেই , আধিকারিকেরা তড়িঘড়ি সেখানে একাধিক বাতানুকূল যন্ত্র বসিয়ে দিচ্ছেন৷ ফলে এ ধরনের সমস্যা বাড়ছে বলে মনে করেন ইঞ্জিনিয়াররা৷ বনমন্ত্রী বলেন , 'মংপংয়ের ঘটনা শোনার পরেই আধিকারিকদের কাছে বন বাংলোগুলির বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখতে বলেছি৷ রিপোর্ট পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে৷ '
বুধবার রাতে মুখ্যমন্ত্রী মংপং বন বাংলোয় ঢোকার পর তাঁর ঘরের বাতানুকূল ব্যবস্থার স্টেবিলাইজার দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে৷ আতঙ্কিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী৷ তড়িঘড়ি তিনি নিজের ঘর থেকে বেরিয়ে যান৷ পরে নতুন একটি স্টেবিলাইজার যন্ত্র বসিয়ে ফের বাতানুকূল ব্যবস্থা চালু করা হয়৷ ওই ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে পূর্ত দপ্তরের বিদ্যুত্ বিভাগের দুই ইঞ্জিনিয়ার শেখর শূর ও রাজা সেনগুন্তকে সাসপেন্ড করা হয়েছে৷ ওই দুই ইঞ্জিনিয়ার বাংলোয় বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা খতিয়ে দেখে 'ফিট ' সার্টিফিকেট দিয়েছিলেন৷ দুই অধিকারিকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে৷ যদিও দুর্ঘটনার জন্য পূর্ত দপ্তরের বিদ্যুত্ বিভাগের কর্মীরা দায়ী করেছেন বন দপ্তরকেই৷ তাঁদের অভিযোগ , বন দপ্তরের বেশির ভাগ বাংলোয় ওয়্যারিং মান্ধাতার আমলের৷ মুখ্যমন্ত্রী সেখানে গেলে একাধিক বাতানুকূল যন্ত্র লাগানো ছাড়াও আধিকারিকেরা যে পরিমাণ বৈদ্যুতিন যন্ত্রপাতি ব্যবহার করেন , তার 'লোড ' নেওয়ার ক্ষমতাই নেই সেখানে৷ ওই অভিযোগ প্রকারান্তরে মেনে নিয়েছেন বন দপ্তরের রেঞ্জ অফিসাররাও৷ দার্জিলিঙের জেলাশাসক পুনীত যাদব বলেন , 'মুখ্যমন্ত্রী যে মংপংয়ে রাত্রিবাস করবেন , সে কথা পূর্ত দপ্তরের বিদ্যুত্ বিভাগকে আগে থেকে জানানো হয়েছিল৷ প্রথমেই কেন ইঞ্জিনিয়াররা ওই বন বাংলোয় বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থার ত্রুটি সম্পর্কে জেলা প্রশাসনকে জানাননি ?' ৷

No comments:

Post a Comment