Sunday, June 29, 2014

একই দিনে দুই শহরে বহুতলে ধস

একই দিনে দুই শহরে বহুতলে ধস

নয়াদিল্লি ও চেন্নাই: একই দিনে দেশের দুই মহানগরে ধসে পড়ল দুই বহুতল৷ রাজধানী দিল্লিতে একটি চার তলা বাড়ি ধসে পড়ে মারা গিয়েছেন ১০ জন৷ আবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইতে ১২ তলার একটি নির্মীয়মাণ বাড়ি ধসে পড়ে আটকে পড়েছেন অন্তত ৭০ জন শ্রমিক, মৃত এখনও পর্যন্ত দু'জন৷ দু'জায়গাতেই উদ্ধারকাজ চলছে এখনও৷ চেন্নাইয়ের ঘটনায় শোকপ্রকাশ করে নির্মাণ সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷

দিল্লির ঘিঞ্জি ইন্দরলোক এলাকার তুলসীনগরে শনিবার সকালে ধসে পড়া বড়িটি ৫০ বছরের পুরোনো, দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল৷ মৃত ১৫ জনের মধ্যে রয়েছেন তিন মহিলা ও পাঁচ জন শিশুও৷ আহত দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এনডিএমসি-র করোল বাগ জোনের দুই জুনিয়র ইঞ্জিনিয়ারকে এই ঘটনার জেরে সাসপেন্ড করা হয়েছে৷ ঘটনায় তদন্তও শুরু করা হয়েছে৷ সন্দেহ, পাশের একটি বাড়িতে নির্মাণের কাজ চলার কারণে এই বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে৷ এনডিএমসি-র পিআও যোগেন্দ্র সিং মান জানিয়েছেন, পাশের বাড়িটিতে নির্মাণকাজ বন্ধ করার জন্য এর আগে নোটিস পাঠানো হয়েছিল, কিন্ত্ত তা অগ্রাহ্য করে খোড়াখুড়ি চলতে থাকে৷ পুরোনো বাড়িটিতে বেশ কয়েকটি পরিবার থাকত৷ বাড়িটি অনথিভুক্ত ছিল বলে সে বিষয়ে তদন্তও চলছিল বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে৷

অন্য দিকে শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের পোরুরে ১২ তলা বাড়িটি ভেঙে পড়ার কারণ হিসেবে আঙুল উঠছে অত্যধিক বৃষ্টিপাতের দিকেই৷ মুগালিভাক্কম নামে একটি নির্মাণ সংস্থা ওই এলাকায় দু'টি বহুতল বানাচ্ছিল পাশাপাশি৷ তার একটিই ধসে পড়েছে এ দিন৷ বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে, কিছুক্ষণের মধ্যেই সেখানে দমকল ও উদ্ধারকর্মীরা পৌঁছে যান৷ রাজ্য সরকারের অনুরোধে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল৷ সাহায্যে এগিয়ে আসে বেশ কিছু বেসরকারি সংগঠনও৷ কিন্তু প্রবল বৃষ্টিপাত এবং এলাকায় জল জমে যাওয়ার কারণে বারেবারেই ব্যাহত হয়েছে উদ্ধারকাজ৷ ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিরা সম্ভবত প্রত্যেকেই শ্রমিক৷ এখনও পর্যন্ত ১৮ জনকে উদ্ধার করা গিয়েছে৷ আহতদের সবচেয়ে উন্নত চিকিত্‍সা পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে যান একাধিক মন্ত্রী ও আমলা৷ নির্মাণ সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

http://eisamay.indiatimes.com/nation/multi-storied-building-collapse-in-delhi-chenna-total-11-died/articleshow/37447916.cms?

No comments:

Post a Comment