রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞার হুমকি ফ্রান্স ও জার্মানির
ইউক্রেনের অস্ত্রবিরতি চুক্তির মেয়াদ সোমবার উত্তীর্ণ হওয়ার প্রেক্ষাপটে জার্মানি ও ফ্রান্স রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রুশপন্থী বিদ্রোহীদের নিবৃত্ত না করলে রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়, ফ্রাঁসোয়া ওলাঁদ ও জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল রবিবার রুশ লৌহমানব পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। ইউক্রেনের সংঘাতে জড়িয়ে পড়া পাশ্চাত্যপন্থী প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোও এ বৈঠকে অংশগ্রহণ করেন। ইউক্রেনের নয়া প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়, চার নেতা অস্ত্রবিরতি নিয়ে আবার কথা বলতে সম্মত হয়েছে। সোমবার গ্রীনিচমান সময় ১৯টায় এ অস্ত্রবিরতির মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এ অবস্থায় ১৩ সপ্তাহের লড়াই থামার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। ইউক্রেনের সামরিক বাহিনী সপ্তাহান্তে আরও পাঁচ সৈন্য হারিয়েছে। রবিবার টেলিকনফারেন্স ছিল চারদিনের মধ্যে দ্বিতীয় বার, ব্রাসেলসে শুক্রবার পোরোশেঙ্কো ইউরোপের সঙ্গে এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির ফলে কিয়েভের সঙ্গে মস্কোর সম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হন। ইউরোপীয় ইউনিয়ন এ উপলক্ষে, রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে অস্বাভাবিক কঠোর ভাষায় বিবৃতি দেন। -এএফপি।
রকেট উৎক্ষেপণে মোদির সন্তোষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল বা পিএসএলভি-২৩ নামের রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এ রকেটের সাহায্যে ফ্রান্স, জার্মানি, কানাডা ও সিঙ্গাপুর থেকে আনা পাঁচটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হয়েছে। উৎক্ষেপণের ১৭ থেকে ১৯ মিনিটের মধ্যেই এসব উপগ্রহকে নিজ নিজ কক্ষপথে বসানো হয়। উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দেশবাসীর গর্বের মুহূর্ত এটি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্ববোধ করছি। এর মধ্য দিয়ে বিশ্ব ভারতের মহাকাশ সক্ষমতাকে মেনে নিয়েছে।’ ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘কম খরচে আধুনিক প্রযুক্তিতে কাজ করে দৃষ্টান্ত তৈরি করেছে ইসরো। অগ্রগতি হয়েছে ভারতের মহাকাশ গবেষণার। সার্ক উপগ্রহ উৎক্ষেপণেও ভারতকে চ্যালেঞ্জ নিতে হবে। -ওয়েবসাইট।
রকেট উৎক্ষেপণে মোদির সন্তোষ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে পোলার স্যাটেলাইট লাঞ্চ ভেহিকেল বা পিএসএলভি-২৩ নামের রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটে এ রকেটটি উৎক্ষেপণ করা হয়। এ রকেটের সাহায্যে ফ্রান্স, জার্মানি, কানাডা ও সিঙ্গাপুর থেকে আনা পাঁচটি কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হয়েছে। উৎক্ষেপণের ১৭ থেকে ১৯ মিনিটের মধ্যেই এসব উপগ্রহকে নিজ নিজ কক্ষপথে বসানো হয়। উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘দেশবাসীর গর্বের মুহূর্ত এটি। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্ববোধ করছি। এর মধ্য দিয়ে বিশ্ব ভারতের মহাকাশ সক্ষমতাকে মেনে নিয়েছে।’ ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘কম খরচে আধুনিক প্রযুক্তিতে কাজ করে দৃষ্টান্ত তৈরি করেছে ইসরো। অগ্রগতি হয়েছে ভারতের মহাকাশ গবেষণার। সার্ক উপগ্রহ উৎক্ষেপণেও ভারতকে চ্যালেঞ্জ নিতে হবে। -ওয়েবসাইট।
No comments:
Post a Comment