Monday, June 30, 2014

পিছিয়ে শিক্ষায়, কেন্দ্রীয় বরাদ্দ আদায়েও গা নেই রাজ্যের

পিছিয়ে শিক্ষায়, কেন্দ্রীয় বরাদ্দ আদায়েও গা নেই রাজ্যের

স্নেহাশিস নিয়োগী 

উচ্চশিক্ষায় নথিভুক্ত ছাত্রছাত্রী সংখ্যার (জিইআর) নিরিখে পশ্চিমবঙ্গ রয়েছে ২৪ নম্বরে৷ পড়ুয়া-পিছু খরচের নিরিখে ২৩ নম্বরে৷ দেশে প্রতি হাজার কিলোমিটারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনেও এ রাজ্য পিছনের সারিতে, ১৩ নম্বরে৷ হাল ফেরাতে পরিকাঠামো খাতে চাই বিপুল অর্থ৷ কেন্দ্রের রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান (রুসা) প্রকল্পে রয়েছে অর্থ জোগানের সংস্থান৷ কিন্ত্ত সেই কেন্দ্রীয় বরাদ্দ আদায়ের ক্ষেত্রেও একই রকম পিছিয়ে রাজ্য৷ উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশের মতো বড় রাজ্য তো বটেই, পড়শি ওডিশা, এমনকী ত্রিপুরাও এ ক্ষেত্রে কয়েক কদম পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গকে৷ 
সময়মতো বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) না পাঠানো, দিল্লির সঙ্গে সুষ্ঠু সমন্বয়ের অভাব ইত্যাদি নানা কারণেই বরাদ্দ আদায়ের ক্ষেত্রেও এই পিছিয়ে পড়া৷ দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রুসা-য় সারা দেশে উচ্চশিক্ষার উন্নয়নে ২২ হাজার ৮৫৫ কোটি টাকা খরচ করার কথা৷ তার মধ্যে কেন্দ্রীয় সরকার ৬৫ শতাংশ অর্থাত্‍ ১৬ হাজার ২২৭ কোটি টাকা দেবে৷ বাকি ৩৫ শতাংশ রাজ্য সরকারগুলির দেওয়ার কথা৷ সরকারি সূত্রের খবর, গত দশ মাসে রাজ্য সরকারের কপালে মাত্র ২ কোটি ৬২ লক্ষ টাকা জুটেছে৷ গোটা দেশের মধ্যে রাজ্যের স্থান সেই ১৮ নম্বরে৷ যেখানে ত্রিপুরাও পেয়েছে ১৭.৭৪ কোটি টাকা, ওডিশা তার প্রায় দ্বিগুন, ৩৪.১৩ কোটি টাকা৷ 

কেন রাজ্যের এই হাল? কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং রাজ্য শিক্ষা দপ্তর সূত্রের খবর, নতুন কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্থাপন, হস্টেল-সহ নানা পরিকাঠামো তৈরির জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট সময়মতো জমা দেওয়া খুবই জরুরি৷ কোন খাতে কত খরচ হবে, কোথায় কত দিনের মধ্যে ওই সব কলেজ, বিশ্ববিদ্যালয়, হস্টেল ইত্যাদি করা হবে, কেন্দ্রকে তা-ও সময়ের মধ্যে জানাতে হয়৷ সেই মতোই কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে৷ কিন্ত্ত রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রেই জানা যাচ্ছে, এ সব ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে রাজ্য৷ এর পাশাপাশি দপ্তরে ঘন ঘন অফিসার বদল, এমনকি মন্ত্রী-বদলও রয়েছে গাফিলতির মূলে৷ দিল্লিতে এ সংক্রান্ত বৈঠকগুলিতে নানা সময়ে বিভিন্ন অফিসার রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন৷ ফলে একটি বৈঠকে এক অফিসার যা বলে এসেছেন, পরের বৈঠকে অন্য অফিসার আবার অন্য কথা বলেছেন৷ সমন্বয়ের চূড়ান্ত অভাবই প্রকট হয়েছে৷ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকও একই অভিযোগ করেছে৷ 

দিল্লির বিজ্ঞান ভবনে গত ১৭ জুন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে রুসা নিয়ে সব রাজ্যের উচ্চশিক্ষাসচিবদের বৈঠকে পশ্চিমবঙ্গ সম্পর্কে যে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, তাতেও সরকারি গড়িমসিই স্পষ্ট৷ 

দিল্লির ওই বৈঠকে যোগ দেওয়া উচ্চশিক্ষাসচিব বিবেক কুমারকে বারবার ফোন করেও পাওয়া যায়নি৷ আবার রুসা-য় রাজ্যের প্রতিনিধি তথা উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান মলয়েন্দু সাহার বক্তব্য, 'আমি কিছুই জানি না৷ যদিও দিল্লিতে তিন-চারটি বৈঠকে উপস্থিত ছিলাম৷ কিন্ত্ত পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর থেকে কোনও নির্দেশিকা আসেনি৷' উচ্চশিক্ষা দপ্তরের এক কর্তা অবশ্য দাবি করেন, এটা চূড়ান্ত বরাদ্দের টাকা নয়৷ প্রস্ত্ততিমূলক প্রকল্পের টাকা৷ রুসা-র বরাদ্দ পাওয়ার জন্য রাজ্যের প্রকল্প তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে৷ দিল্লিতে পেশ করার আগে এ ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনও চাওয়া হবে৷ 

এমনিতে রুসা-র তহবিল বরাদ্দের ফর্মুলায় একশো শতাংশের মধ্যে বেস ফান্ডিংয়ে ২০, জনসংখ্যার (১৮-২৩ বছর) নিরিখে ৪০, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ঘনত্বে ১০, উচ্চশিক্ষায় খরচে ১০, গ্রস এনরোলমেন্ট রেশিওয় ১০ এবং বিশেষ সমস্যায় ১০ ধরা হয়৷ কী ভাবে বেশি বরাদ্দ আদায়ে সফল হল ত্রিপুরা? পড়শি রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেন, 'আমরা পরিকাঠামো উন্নয়ন ও টিচার্স ট্রেনিং কলেজ তৈরির জন্য যে সব প্রস্তাব পাঠিয়েছিলাম, সেগুলি অনুমোদিত হয়েছে৷ সেই খাতে বরাদ্দ অর্থ আসা ইতিমধ্যে শুরুও হয়েছে৷ খুব শীঘ্রই রাজ্যে একটি ইংরেজি-মাধ্যম কলেজ ও রাজ্য বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব দেওয়া হবে৷ তবে এই ধরনের প্রকল্পে কেন্দ্রীয় টাকা পেতে হলে মানবসম্পদ উন্নয়নমন্ত্রী থেকে সচিব পর্যায়ে তদ্বিরও করতে হয়৷ যে সব রাজ্য সেটা করে, তারাই ভালো সাড়া পায়৷' 

সব ব্যাপারে পিছিয়ে থেকেও সেই গরজেরই বড় অভাব পশ্চিমবঙ্গের৷ 
বরাদ্দ আদায়ে এগিয়ে 

উত্তরপ্রদেশ ১০৫.৬৯ ওডিশা ৩৪.১৩ অন্ধ্রপ্রদেশ ২৯.০৯ ত্রিপুরা ১৭.৭৪ পঞ্জাব ১৭.৩১ অসম ৯.৬৩ আন্দামান ও নিকোবর ৫.৮৫ 
(কোটি টাকার হিসাবে) 
http://eisamay.indiatimes.com/state/rusa-west-bengal-is-way-behind-to-attain-fund-for-education/articleshow/37508361.cms?

No comments:

Post a Comment