Sunday, June 1, 2014

অনুপ্রবেশকারী তাড়াতে প্রচার আন্দোলনের দরকার কেন? সরকার নিজেদের যথার্থ আইনী ব্যবস্থা নিলেই কি যথেষ্ট নয়? নাকি আসল কথা অন্য। অনুপ্রবেশকারী থাকুন যথাস্থানেই। কিন্তু তাদের তাড়াবার নাম করে সামাজিক অস্থিরতা এবং বিভাজন তীব্র করা যাক। কাজিরাঙ্গাতে সম্মেলন করে গণ্ডার হত্যার জন্যে 'বাংলাদেশী'দের দায়ী করাটাও সেরকম চাল বলেই মনে হচ্ছে।

অনুপ্রবেশকারী তাড়াতে প্রচার আন্দোলনের দরকার কেন? সরকার নিজেদের যথার্থ আইনী ব্যবস্থা নিলেই কি যথেষ্ট নয়? নাকি আসল কথা অন্য। অনুপ্রবেশকারী থাকুন যথাস্থানেই। কিন্তু তাদের তাড়াবার নাম করে সামাজিক অস্থিরতা এবং বিভাজন তীব্র করা যাক। কাজিরাঙ্গাতে সম্মেলন করে গণ্ডার হত্যার জন্যে 'বাংলাদেশী'দের দায়ী করাটাও সেরকম চাল বলেই মনে হচ্ছে। ওদিকে কিন্তু রাজ্যের সমস্ত অরণে কোনো পশু, বৃক্ষ কিম্বা মানুষ নিরাপদে নেই মাফিয়াদের দৌরাত্ম্যে--সেগুলো কেমন চাপা দেয়া যাচ্ছে। অন্যদিকে হোজাইতেই কেন আর এস এস-এর সম্মেলন! বাঙালি হিন্দুকে বাঙালি মুসলমানের বিরুদ্ধে লেলিয়ে দিতে? পুরোনো একটা অসমিয়া জাতীয়তাবাদী কৌশল কিন্তু এও, যে হিন্দু মুসলমানে বিভাজনটা ঘটাতে হবে বাঙালিদের মধ্যে, অসমিয়াদের মধ্যে নয়--যাতে বাঙালি সঙ্গে থাকলেও কিছুতেই আধিপত্যের জায়গাতে না যেতে পারেন... সেই কৌশল কি এখন পালটে যাবে? এখন কি অসমিয়া বাঙালি হিন্দু ভাই ভাই!? ওদিকে তাসার নিজের জনগোষ্ঠীর অধিকার মর্যাদার প্রশ্নগুলোর কী হবে? জনজাতি করণ, ছুটির দিনের মজুরি ইত্যাদি? ভুলিয়ে দেয়া হবে?... Kamakhya Prasad Tasa, the newly elected BJP MP from Jorhat, will launch a campaign to deport illegal migrants from his constituency.
Tasa told this to reporters on the sidelines of the extended office-bearers’ meet after the election held at the Kaziranga convention centre here.
“The campaign will be initiated by Bharatiya Janata Yuva Morcha, the youth wing of the party within the next 15 days. In the first phase of the campaign, we will appeal to illegal immigrants to leave our land and also launch a house-to-house movement urging people not to engage these immigrants in any kind of work,” Tasa said.http://www.telegraphindia.com/1140601/jsp/northeast/story_18466587.jsp#.U4roeXYU1zI
First phase of campaign to begin in a fortnight, says Jorhat MP
TELEGRAPHINDIA.COM
Like ·  · 

No comments:

Post a Comment