‘কবিতা হলো প্রেমানুভূতির শিল্প’
চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: কবি রণজিৎ দাশ বলেছেন ‘কবিতা হলো প্রেমানুভূতির শিল্প। তার উৎসে রয়েছে অপরের দুঃখ-যন্ত্রণাকে নিজের দুঃখ-যন্ত্রণা হিসেবে অনুভব করার ক্ষমতা। অর্থাৎ শিল্প কখনোই আমি-কেন্দ্রিক নয়, তুমি-কেন্দ্রিক। কবিতায় কবির নিজের দুঃখ-যন্ত্রণার যে প্রকাশ, তার মধ্যেও রয়েছে কবির তুমি কেন্দ্রিক নৈর্ব্যক্তিতার মানস। কোনো শিল্পই শিল্পের জন্য নয়, শিল্প পৃথিবীর জন্য।’
শুক্রবার সন্ধ্যায় নগরীর গ্রন্থবিপণী বাতিঘরে আয়োজিত এক অনুষ্ঠানে কবিতা সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘আমার কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে নিজের জীবন ও কবিতা নিয়ে পাঠকের মুখোমুখি হন খ্যাতিমান এই কবি।
অনুষ্ঠানে ‘মাকে’ ‘মন্দিরে’ ‘এই শহরে’ ‘এয়ারপোর্ট’সহ প্রায় পঁচিশটি কবিতা পড়ে শোনান কবি রণজিৎ।
কবি বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রণজিৎ দাশ সম্পর্কে আলোচনা করেন কবি তুষার দাশ।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
শুক্রবার সন্ধ্যায় নগরীর গ্রন্থবিপণী বাতিঘরে আয়োজিত এক অনুষ্ঠানে কবিতা সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘আমার কবিতা’ শীর্ষক অনুষ্ঠানে নিজের জীবন ও কবিতা নিয়ে পাঠকের মুখোমুখি হন খ্যাতিমান এই কবি।
অনুষ্ঠানে ‘মাকে’ ‘মন্দিরে’ ‘এই শহরে’ ‘এয়ারপোর্ট’সহ প্রায় পঁচিশটি কবিতা পড়ে শোনান কবি রণজিৎ।
কবি বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে রণজিৎ দাশ সম্পর্কে আলোচনা করেন কবি তুষার দাশ।
বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৪
No comments:
Post a Comment