যুদ্ধাপরাধীদের সঙ্গে জিয়া হত্যারও বিচার করবে সরকার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন, ২০১৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার আগামীতে সব যুদ্ধাপরাধীর বিচারের সঙ্গে জিয়া হত্যারও বিচার করবে। তিনি বলেন, ৭১-এর পরাজিত শক্তি ও পাকিস্তানি দালালরা বিভিন্ন ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর এ কারণে আমাদের দেশ ৫০ বছর পিছিয়ে রয়েছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। শুক্রবার বেলা আড়াইটায় স্থানীয় ভাসানী হলরুমে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ সেলিম এমপি বলেন, খালেদা জিয়া একটার পর একটা ষড়যন্ত্র শুরু করেছে। খালেদা জিয়া একবার বলছে শেখ হাসিনার সরকারের পতন ঘটাবে, আরেকবার বলছে সংলাপের আয়োজন করতে। সরকারের পতনই যদি ঘটাবে তবে সংলাপের দরকার কিসের জন্য। তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনোদিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসবে না। আগামী ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান খান ফারুক, আলহাজ আমানুর রহমান খান এমপি প্রমুখ।
- See more at: http://www.jugantor.com/news/2014/06/28/116175#sthash.ouvgZ3R1.dpufজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান খান ফারুক, আলহাজ আমানুর রহমান খান এমপি প্রমুখ।
No comments:
Post a Comment