Friday, June 27, 2014

অর্থনৈতিক উন্নয়নে ভারতের সহযোগিতা চাইলেন রওশন

অর্থনৈতিক উন্নয়নে ভারতের সহযোগিতা চাইলেন রওশন
যুগান্তর রিপোর্ট
প্রকাশ : ২৮ জুন, ২০১৪

বিদ্যুৎ ও তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা নিরসন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভারতের সহযোগিতা কামনা করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টির নেতা রওশন সাংবাদিকদের এসব তথ্য জানান। রওশন সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আমাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।’
রওশন এরশাদ বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চান এবং এ ক্ষেত্রে তিনি (সুষমা) বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার অশ্বাস দেন। রওশন এরশাদ বলেন, ‘বিদ্যুতের ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতা কামনা করেছি।’ এছাড়াও বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক এবং অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে তাগিদ দেন রওশন। জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে তিস্তা চুক্তি, ছিটমহল সমস্যাসহ দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বেলা ১১টা ৫০ মিনিটে বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী এ বৈঠকে বেগম রওশন এরশাদের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইফ তাজুল ইসলাম চৌধুরী এবং রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ। অন্যদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব সুজাতা সিং এবং ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ শরন।
দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্যবিমোচন, বিদ্যুৎ রফতানি, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, যৌথ অর্থনৈতিক উন্নয়নের ওপর ভারতের আরও বেশি সহযোগিতা কামনা করেন বৈঠকে।
- See more at: http://www.jugantor.com/last-page/2014/06/28/116306#sthash.XNNKyDYH.dpuf

No comments:

Post a Comment