Friday, June 27, 2014

মডেল হচ্ছেন অ্যাসাঞ্জ

মডেল হচ্ছেন অ্যাসাঞ্জ
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৮ জুন, ২০১৪

মার্কিন গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। এবার ফ্যাশন শোতে মডেল হয়ে আবারও বিশ্ববাসীকে তাক লাগাতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে লন্ডন ফ্যাশন উইকে মডেল হিসেবে দেখা যাবে অ্যাসাঞ্জকে। শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানা গেছে। অ্যাসাঞ্জের ফ্যাশন-বিষয়ক সব কর্মকাণ্ড ঘটবে ইকুয়েডর দূতাবাসের ভেতরেই। সেখানে রাগবি ফুটবলার বেন ওয়েস্টউডের নকশা করা পোশাকে হাজির হবেন তিনি। এ প্রসঙ্গে বেন বলেন, ‘অ্যাসাঞ্জ দুই বছর ধরে এ দূতাবাসে রয়েছেন। তিনি এভাবে আড়ালে পড়ে থাকতে পারেন না। আমি তার দুর্দশা তুলে ধরতে চাই। তার সঙ্গে যা হচ্ছে, তা খুবই বাজে।’ উল্লেখ্য, ২০১২ সালের জুন থেকে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে আছেন। অ্যাসাঞ্জ আশ্রয় নেয়ার পর থেকে দূতাবাসের সামনে রক্ষী নিয়োগ করেছে স্কটল্যান্ড ইয়ার্ড। অ্যাসাঞ্জ বেরিয়ে এলেই তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ।
 
- See more at: http://www.jugantor.com/last-page/2014/06/28/116316#sthash.XqGG9ZBL.dpuf

No comments:

Post a Comment