মুক্তিপণের দাবিতে সুন্দরবনে ৪০ জেলে অপহৃত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন, ২০১৪
পূর্ব সুন্দরবনের কয়েকটি এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৪০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু আউয়াল ওরফে ছোট্ট বাহিনী। জেলে-মহাজন সূত্র জানা গেছে, সুন্দরবনের নন্দবালা, মরাপশুর, হাড়বাড়িয়া ও ধানসিদ্ধির চর এলাকায় মাছ ধরারত জেলে বহরে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় হামলা চালায় বনদস্যু আউয়াল বাহিনী। এ সময় বেশ কয়েকটি নৌকা ও ট্র্রলারের জাল কেটে নদীতে ফেলে দিয়ে লোকমান নামের এক জেলের একটি ট্রলারসহ ৪০ জেলেকে অপরহণ করে নিয়ে যায় সশস্ত্র দস্যুরা।
অপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, গোলবুনিয়া ও বাগেরহাটের রামপালে বলে জানায় সংশ্লিষ্ট জেলে-মহাজনরা। তবে মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ছাড়িয়ে নেয়ার জন্য সন্ধ্যা থেকে মহাজনরা দস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলেও জানা গেছে। মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার আলাউদ্দিন বলেন, বিভিন্ন সূত্র থেকে জেলে অপহরণের ঘটনা শুনেছি, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কতজন জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে। অপহরণের বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাগর উপকূলে কোস্টগার্ডের নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এদিকে সুন্দরবনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত থাকার পরও জেলে অপহরণের খবরে ওই এলাকায় জেলে এবং মহাজনরা হতাশা প্রকাশ করেছেন।
- See more at: http://www.jugantor.com/bangla-face/2014/06/28/116261#sthash.HYddonsQ.dpufঅপহৃত জেলেদের বাড়ি মংলার জয়মনি, গোলবুনিয়া ও বাগেরহাটের রামপালে বলে জানায় সংশ্লিষ্ট জেলে-মহাজনরা। তবে মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ছাড়িয়ে নেয়ার জন্য সন্ধ্যা থেকে মহাজনরা দস্যুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলেও জানা গেছে। মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার আলাউদ্দিন বলেন, বিভিন্ন সূত্র থেকে জেলে অপহরণের ঘটনা শুনেছি, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কতজন জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে। অপহরণের বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাগর উপকূলে কোস্টগার্ডের নিয়মিত টহল অব্যাহত রয়েছে বলে তিনি জানান। এদিকে সুন্দরবনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান অব্যাহত থাকার পরও জেলে অপহরণের খবরে ওই এলাকায় জেলে এবং মহাজনরা হতাশা প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment