ওবামার বাশারবিরোধী বাজেট
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৮ জুন, ২০১৪
সিরিয়ার চলতি রাজনৈতিক হিংসার পরোক্ষে জড়িয়ে পড়ল আমেরিকা। আর কোনো রাখঢাক না রেখে এবার বিদ্রোহীদের সামরিক শক্তি বৃদ্ধিতে আর্থিক মদদ যোগাযোগ পরিকল্পনা হোয়াইট হাউসের। পরিকল্পনা রূপায়নে কংগ্রেসের ছাড়পত্র চাইলেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
কংগ্রেসের অনুমোদন মিললে ওয়াশিংটনের কাছ থেকে খুব শিগগিরই ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার পাবে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরোধীরা। ২০১১ সালের মার্চ থেকে জনতার একাংশের বিদ্রোহের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। এতদিন পর্যন্ত এ হিংসায় প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েনি ওবামা প্রশাসন। কিন্তু প্রতিবেশী ইরাকের মাটিতে আল কায়দা জঙ্গিদের শক্তি বৃদ্ধিতে আমেরিকা উদ্বিগ্ন। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী ও তার মিত্রদের প্রতিরোধ করতে এ তহবিল সিরিয়ার জনগণকে সহায়তা করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ছাড়াও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্টের (আইএসআইএল) মতো ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীকে প্রতিহত করতেও এই তহবিল সহায়তা করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সিরিয়ার মধ্যপন্থী বিরোধীদের মধ্যে বেসামরিক ও সামরিক উভয় পক্ষকে শক্তিশালী করে তুলতে মার্কিন প্রশাসনের যে দীর্ঘমেয়াদি প্রচেষ্টা, তার ওপর ভিত্তি করেই তহবিল গড়ার এ আহ্বান এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে গত মাসে ওয়েস্ট পয়েন্টে সামরিক একাডেমিতে দেয়া বক্তৃতায় সিরিয়ার বিরোধীদের সহায়তা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ওবামা।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/06/28/116212#sthash.ih3lZBNU.dpufকংগ্রেসের অনুমোদন মিললে ওয়াশিংটনের কাছ থেকে খুব শিগগিরই ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি মার্কিন ডলার পাবে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরোধীরা। ২০১১ সালের মার্চ থেকে জনতার একাংশের বিদ্রোহের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। এতদিন পর্যন্ত এ হিংসায় প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়েনি ওবামা প্রশাসন। কিন্তু প্রতিবেশী ইরাকের মাটিতে আল কায়দা জঙ্গিদের শক্তি বৃদ্ধিতে আমেরিকা উদ্বিগ্ন। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী ও তার মিত্রদের প্রতিরোধ করতে এ তহবিল সিরিয়ার জনগণকে সহায়তা করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ছাড়াও ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্টের (আইএসআইএল) মতো ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীকে প্রতিহত করতেও এই তহবিল সহায়তা করবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সিরিয়ার মধ্যপন্থী বিরোধীদের মধ্যে বেসামরিক ও সামরিক উভয় পক্ষকে শক্তিশালী করে তুলতে মার্কিন প্রশাসনের যে দীর্ঘমেয়াদি প্রচেষ্টা, তার ওপর ভিত্তি করেই তহবিল গড়ার এ আহ্বান এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে গত মাসে ওয়েস্ট পয়েন্টে সামরিক একাডেমিতে দেয়া বক্তৃতায় সিরিয়ার বিরোধীদের সহায়তা বাড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ওবামা।
No comments:
Post a Comment