ছাত্রীদের মুক্তি দাও আমি কুমারীত্ব দেব
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৮ জুন, ২০১৪
নাইজেরিয়ার উত্তর-পূর্ব শহর চিবুক থেকে গত এপ্রিলে ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম সদস্যরা ২৭৬ স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় সারাবিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। অপহৃত স্কুলছাত্রীদের মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কূটনৈতিক বিশ্বে জোর তৎপরতাও শুরু হয়।
এবার অপহৃত ছাত্রীদের ফিরিয়ে দিতে মানবিক আবেদন জানিয়েছেন নাইজেরীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী ২৩ বছর বয়সী অ্যাদুকিয়ে। তিনি জাতিসংঘের শান্তিদূত হিসেবেও কাজ করছেন। এএফপি।
তিনি ঘোষণা দিয়েছেন, স্কুলছাত্রীদের রক্ষায় প্রয়োজনে বোকো হারামের কাছে নিজের কুমারীত্ব বিসর্জন দিতে রাজি আছেন। তারপরও যেন বোকো হারাম অপহৃত স্কুলছাত্রীদের মুক্তি দেয়! তিনি বোকো হারামের উদ্দেশে বলেন, অপহৃত স্কুলছাত্রীদের মুক্তি দাও, বিনিময়ে তোমাদের আমার কুমরীত্ব দেব।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/06/28/116216#sthash.gwGVqlpN.dpufএবার অপহৃত ছাত্রীদের ফিরিয়ে দিতে মানবিক আবেদন জানিয়েছেন নাইজেরীয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী ২৩ বছর বয়সী অ্যাদুকিয়ে। তিনি জাতিসংঘের শান্তিদূত হিসেবেও কাজ করছেন। এএফপি।
তিনি ঘোষণা দিয়েছেন, স্কুলছাত্রীদের রক্ষায় প্রয়োজনে বোকো হারামের কাছে নিজের কুমারীত্ব বিসর্জন দিতে রাজি আছেন। তারপরও যেন বোকো হারাম অপহৃত স্কুলছাত্রীদের মুক্তি দেয়! তিনি বোকো হারামের উদ্দেশে বলেন, অপহৃত স্কুলছাত্রীদের মুক্তি দাও, বিনিময়ে তোমাদের আমার কুমরীত্ব দেব।
No comments:
Post a Comment