Friday, June 27, 2014

পাইপলাইনে বিস্ফোরণ, পুড়ে ছাই গ্রাম

পাইপলাইনে বিস্ফোরণ, পুড়ে ছাই গ্রাম

andhra-fire
এই সময় ডিজিটাল ডেস্ক: গ্যাস পাইপলাইনে তীব্র বিস্ফোরণের ফলে জীবন্ত পুড়ে মারা গেলেন ১৪ জন। আগুনে ঝলসে গিয়ে গুরুতর জখম আরও ১৫ জন। অন্ধ্র প্রদেশের নাগারাম গ্রামের দুর্ঘটনায় শোকগ্রস্ত গোটা রাজ্য।

শুক্রবার সকালে অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলার মামিদিকুদুরু মণ্ডলের নাগারাম গ্রামে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (গেইল)-এর পাইপলাইনে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীর। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা গ্রামকে। আটকে পড়েন প্রায় ৩০ জন বাসিন্দা। পুড়ে ছারখার হয়ে যায় প্রায় ৫০টি বাড়ি এবং কয়েকশো নারকেল গাছ। আশঙ্কা, আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে বেশ কিছু গবাদি পশু ও গাছে বাসা বাঁধা পাখি। গ্রামবাসীদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই মরচে পড়া পাইপলাইনে বিল্ফোরণ ঘটেছে।

বিস্ফোরণ এবং তার জেরে অগ্নিকাণ্ডে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের শিখা প্রায় ২৫০ মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছয় বলে জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণের কাজে বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্য সরকার। আগুন নেভাতে ৬টি দমকল কেন্দ্রের কর্মীরা নাগারাম গ্রামে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁচন শীর্ষ সরকারি আধিকারিকরাও।

আহতদের আমালাপুরম, কাকিনাড়া ও রাজামুন্দ্রির হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের তরফে তাঁদের যথায়থ চিকিত্‍সার আশ্বাস দেওয়া হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে গোটা ঘটনার পর্যালোচনা করেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তবে আপাতত দিল্লিতে থাকায় তিনি ঘটনাস্থলে পাঠান উপমুখ্যমন্ত্রী এন চিনারাজাপ্পা ও রাজ্যের কালেক্টরকে। মৃতদের প্রতি গভীর শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা ওয়াই এস জগন্মোহন রেড্ডিও।

No comments:

Post a Comment