১০০ ঘণ্টাও মধুচন্দ্রিমার সুখ পাইনি: নমো
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মোদী সরকারের এক মাস পূর্ণ হল। গত মাসে ২৬ তারিখে শপথগ্রহণ করেছিলেন দেশের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার গঠনের এক মাসের মাথায় জনগণের উদ্দেশে একটি ব্লগ লেখেন নমো। সেখানে তাঁর 'আক্ষেপ', ইংরেজিতে যাকে 'হনিমুন পিরিয়ড' বলে, তার ছিঁটেফোঁটাও পেল না নতুন সরকার।
ব্লগে নমো লিখেছেন, 'এক মাস আগে যখন সরকার গঠিত হয়, আমি এখানে একেবারেই নতুন এবং বেশ কিছু লোক মনে করেছিলেন, ব্যাপার-স্যাপার বুঝতে বুঝতেই বছর দুয়েক কেটে যাবে। কিন্তু সৌভাগ্যের বিষয়, একমাস বাদে আমার এমন মনে হয় না। আমার আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি খুব বড়।'
নমো মনে করেন দেশের বেশ কিছু ক্ষেত্রে প্রচুর উন্নতির প্রয়োজন রয়েছে। তিনি আরও লিখেছেন, 'দেশে সদর্থক পরিবর্তন আনতে আমরা সত্ ভাবে কাজ করছি। এটা মানুষকে বোঝানোই এখন আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই কাজ করার জন্য সরকারের ভিতর-বাইরে জু' জায়গায়ই সাহায্যের জন্য লোক রয়েছেন।'
গত এক মাসে বিভিন্ন বিদাব নিয়ে তিনি লেখেন, 'গত এক মাসে এমন কিছু ব্যাপার নিয়ে বিবাদ হয়েছে, যার সঙ্গে নতুন সরকারের কোনও সম্পর্কই ছিল না। তাও বিবাদে জড়ানো হয়েছে। আমি কারও প্রতি অভিযোগ করছি না, কিন্তু আমার মনে হয় এমন এক ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে সঠিক জিনিস, সঠিক মানুষের কাছে, সঠিক সময়ে পৌঁছে যাবে। আমার আশা, তখনই পরিস্থিতি বদলাবে।।'
তাঁর আফসোস, প্রত্যেক সরকারই এমন খানিকটা সময় পায়, যেটাকে সংবাদ মাধ্যমের ভাষায় 'হনিমুন পিরিয়ড' বলা হয়। এর আগের প্রত্যেকটি সরকার ১০০ দিন বা তার বেশি এমন সময় পেয়েছে। কিন্তু তাঁর সময়ে এমনটা হল না। তিনি লেখেন, '১০০ দিন তো দূরস্থান, ১০০ ঘণ্টার মধ্যেই সরকারের দিকে আঙুল তোলা শুরু হয়েছে। কিন্তু আমরা মন-প্রাণ দিয়ে দেশের সেবার জন্য কাজ করে যাচ্ছি, তাই এ সব ব্যাপারে কিছু যায় আসে না। এ জন্য আমি কোনও দিকে না তাকিয়ে কাজ করে যাচ্ছি। আমি সন্তুষ্ট।'
ব্লগে তিনি মনে করিয়ে দিয়েছেন, ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। যেখানে সাধারণ মানুষের কথা বলারও অধিকার ছিল না। তিনি মনে করেন, ভালো প্রশাসনের সঙ্গে ভাল কিছু সংস্থা গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে কখনও এমন 'কালো দিন' ফেরত না আসে।
ব্লগে নমো লিখেছেন, 'এক মাস আগে যখন সরকার গঠিত হয়, আমি এখানে একেবারেই নতুন এবং বেশ কিছু লোক মনে করেছিলেন, ব্যাপার-স্যাপার বুঝতে বুঝতেই বছর দুয়েক কেটে যাবে। কিন্তু সৌভাগ্যের বিষয়, একমাস বাদে আমার এমন মনে হয় না। আমার আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি খুব বড়।'
নমো মনে করেন দেশের বেশ কিছু ক্ষেত্রে প্রচুর উন্নতির প্রয়োজন রয়েছে। তিনি আরও লিখেছেন, 'দেশে সদর্থক পরিবর্তন আনতে আমরা সত্ ভাবে কাজ করছি। এটা মানুষকে বোঝানোই এখন আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই কাজ করার জন্য সরকারের ভিতর-বাইরে জু' জায়গায়ই সাহায্যের জন্য লোক রয়েছেন।'
গত এক মাসে বিভিন্ন বিদাব নিয়ে তিনি লেখেন, 'গত এক মাসে এমন কিছু ব্যাপার নিয়ে বিবাদ হয়েছে, যার সঙ্গে নতুন সরকারের কোনও সম্পর্কই ছিল না। তাও বিবাদে জড়ানো হয়েছে। আমি কারও প্রতি অভিযোগ করছি না, কিন্তু আমার মনে হয় এমন এক ব্যবস্থা তৈরি করতে হবে, যেখানে সঠিক জিনিস, সঠিক মানুষের কাছে, সঠিক সময়ে পৌঁছে যাবে। আমার আশা, তখনই পরিস্থিতি বদলাবে।।'
তাঁর আফসোস, প্রত্যেক সরকারই এমন খানিকটা সময় পায়, যেটাকে সংবাদ মাধ্যমের ভাষায় 'হনিমুন পিরিয়ড' বলা হয়। এর আগের প্রত্যেকটি সরকার ১০০ দিন বা তার বেশি এমন সময় পেয়েছে। কিন্তু তাঁর সময়ে এমনটা হল না। তিনি লেখেন, '১০০ দিন তো দূরস্থান, ১০০ ঘণ্টার মধ্যেই সরকারের দিকে আঙুল তোলা শুরু হয়েছে। কিন্তু আমরা মন-প্রাণ দিয়ে দেশের সেবার জন্য কাজ করে যাচ্ছি, তাই এ সব ব্যাপারে কিছু যায় আসে না। এ জন্য আমি কোনও দিকে না তাকিয়ে কাজ করে যাচ্ছি। আমি সন্তুষ্ট।'
ব্লগে তিনি মনে করিয়ে দিয়েছেন, ১৯৭৫ সালে আজকের দিনেই জরুরি অবস্থা জারি করা হয়েছিল। যেখানে সাধারণ মানুষের কথা বলারও অধিকার ছিল না। তিনি মনে করেন, ভালো প্রশাসনের সঙ্গে ভাল কিছু সংস্থা গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে কখনও এমন 'কালো দিন' ফেরত না আসে।
No comments:
Post a Comment