Friday, June 27, 2014

সাম্বা নাচ না চিলির ঝাঁজ

সাম্বা নাচ না চিলির ঝাঁজ
ইশতিয়াক সজীব
প্রকাশ : ২৮ জুন, ২০১৪

নিজেদের আঙিনায় বিশ্বকাপ। চেনা আলো-হাওয়ায় শুধু ব্রাজিল নয়, গোটা লাতিন আমেরিকাই চোখ রাঙাচ্ছে বাকি বিশ্বকে। বিশ্বকাপে লাতিন আমেরিকার ছয় প্রতিনিধির পাঁচটিই দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে। নিশ্চিত করেছে একটি বিশুদ্ধ লাতিন রজনী! প্রথম রাউন্ড শেষে আজ শুরু হচ্ছে নকআউট পর্বের আসল লড়াই। প্রথম দিনের দুটি ম্যাচই সর্বলাতিন দ্বৈরথ। বেলো হরিজন্তেতে বাংলাদেশ সময় রাত ১০টায় চিলির মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। রাত ২টায় রিও ডি জেনিরোর ফুটবল তীর্থ মারাকানায় দেখা হবে আরও দুই লাতিন পড়শি কলম্বিয়া ও উরুগুয়ের।
ইতিহাস বলছে বিশ্বকাপে কখনোই ব্রাজিলকে হারাতে পারেনি চিলি। সব মিলিয়ে দু’দলের আগের ৬৮ ম্যাচের মাত্র আটটিতে হেরেছে ব্রাজিল। চিলির সর্বশেষ সেলেকাও বধের স্মৃতিতে জমেছে ১৪ বছরের ধুলো। ২০১০ বিশ্বকাপে এই শেষ ষোলোতেই চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। কিন্তু সেই চিলিকে নিয়েই এবার প্রবল অস্বস্তিতে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। চিলির ঝাঁঝটা এবার অন্যরকম! প্রথম রাউন্ডে গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে ২-০ গোলে হারিয়ে নিজেদের পেশিশক্তি দেখিয়ে দিয়েছে তারা। স্পেনের বিদায়ঘণ্টা বাজানোর আগে হেলায় হারিয়েছে অস্ট্রেলিয়াকে। গ্র“পের শেষ ম্যাচে হার এড়াতে না পারলেও নেদারল্যান্ডসকে কাঁপিয়ে দিয়েছিল চিলি। দলে আছেন অ্যালেক্সিস সানচেজ ও আর্তুরো ভিদালের মতো একঝাঁক তারকা। এবারের আসরে তাদের ভয়ডরহীন আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ সবাই। শিরোপার বড় দাবিদার ব্রাজিলও এই চিলিকে সমীহ না করে পারছে না।
হেস্কা জয়ের মিশনে নামা সেলেকাওরা এখনও সাম্বা ছন্দে ঝলসে উঠতে পারেনি। তবে গ্র“পের শেষ ম্যাচে ক্যামেরুনকে ৪-১ গোলে লণ্ডভণ্ড করে বুঝিয়ে দিয়েছে টপ গিয়ারে যেতে বেশি সময় লাগবে। ২০ কোটি ব্রাজিলীয়র প্রত্যাশার ভার কাঁধে নিয়ে দুর্দান্ত খেলছেন নেইমার। তিন ম্যাচে চার গোল। আজ তার আরেকটি ম্যাজিক শো দেখার অপেক্ষায় অপরূপ দিগন্তের শহর বেলো হরিজন্তে। নিজের দিনে নেইমার একাই উড়িয়ে দিতে পারেন যেকোনা দলকে। তার বার্সা সতীর্থ সানচেজের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। চিলিয়ান ফরোয়ার্ড তো রীতিমতো হুমকিই দিলেন ব্রাজিলকে! মহারণের আগে সাফ বলে দিলেন, ‘যদি ভাবি আমরা হারতে যাচ্ছি তাহলে না খেলে বাড়ি ফিরে যাওয়াই ভালো। ব্রাজিলকে আমরা সমীহ করি। কিন্তু আমার ধারণা আমরা তাদের হারাতে যাচ্ছি। এই বিশ্বকাপে ইতিহাস গড়তে এসেছি আমরা। বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েছি। শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই আমরা।’
ব্রাজিল বস লুই ফিলিপ স্কলারি আগেই বলেছেন, চিলিকে এড়াতে পারলে খুশি হতেন তিনি। সানচেজের হুংকারকে হালকাভাবে নিচ্ছেন না সেলেকাও ফরোয়ার্ড ফ্রেডও। বলেছেন, ‘ট্যাকটিকালি খুবই শক্তিশালী দল চিলি। এমন কিছু খেলোয়াড় আছে তাদের যারা একাই ব্যবধান গড়ে দিতে পারে। তারা আক্রমণাত্মক ফুটবল খেলবে। ব্রাজিলও সেটাই করবে।’ চিলির বাধা পেরুতে পারলে কোয়ার্টার ফাইনালেও লাতিন প্রতিপক্ষ পাবে ব্রাজিল। কলম্বিয়া-উরুগুয়ে ম্যাচে বিজয়ী দলের মুখোমুখি হতে হবে। অর্থাৎ সেমিফাইনালের আগেই তিনটি লাতিন দলের বিদায় নিশ্চিত।
দলের বড় তারকা রাদামেল ফ্যালকাওকে ছাড়াই প্রথম রাউন্ডে টানা তিন ম্যাচ জিতে সবাইকে চমকে দিয়েছে কলম্বিয়া। ফলে শেষ ষোলোর অগ্নিপরীক্ষায় নিজেদের ফেভারিট ভাবতে পাড়ছে না দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। কামড়-কাণ্ডে নয় ম্যাচ ও চার মাসের নিষেধাজ্ঞায় উরুগুয়ের স্বপ্নসারথি লুইস সুয়ারেজের বিশ্বকাপ শেষ হয়ে গেছে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোই এখন উরুগুয়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
- See more at: http://www.jugantor.com/first-page/2014/06/28/116296#sthash.AOr3Jndo.dpuf

No comments:

Post a Comment