রাহুলের সমালোচনা করে সাসপেন্ড রাজস্থানের কংগ্রেস বিধায়ক
জয়পুর: সনিয়া-পুত্রের সমালোচনা করার মাসুল গুনতে হল আরও এক কংগ্রেস নেতাকে৷ শনিবারই কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীকে 'জোকারদের দলের ম্যানেজিং ডিরেক্টর' বলে কটাক্ষ করেছিলেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক ভাঁওয়ার লাল শর্মা৷ রবিবার তাঁকে সাসপেন্ড করল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি)৷ এর আগে রাহুল গান্ধীকে 'জোকার' বলার জন্য সাসপেন্ড করা হয়েছিল কেরালার কংগ্রেস নেতা টি এইচ মুস্তাফাকে৷ ভাঁওয়ার লাল অবশ্য সাসপেনশনের বিষয়টি নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন৷ জানালেন, কংগ্রেসের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে রাজস্থানে শিগগিরই 'জাগৃতি অভিযান' চালাবেন তিনি৷
তাঁর কথায়, 'এআইসিসি-র পদক্ষেপ নিয়ে আমি চিন্তিত নই৷ আমার সমর্থক নিয়ে বর্ষার পর রাজস্থানের বিভিন্ন এলাকায় প্রচার চালাব৷ রাহুলের নেতৃত্বে জোকারদের যে সার্কাস কংগ্রেসে চলছে, তার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে৷' তবে কি নতুন দল গড়ার পরিকল্পনা চালাচ্ছেন তিনি? ভাঁওয়ারের কথায়, 'কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ অনেক নেতাই সকাল থেকে আমাকে ফোন করে সমর্থন জানিয়েছেন৷ আমি তাঁদের নাম বলব না, কিন্ত্ত তাঁদের অনেকেই আমার সচেতনতা প্রচার অনুষ্ঠানে থাকবেন৷' একই সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি৷
তাঁর কথায়, 'এআইসিসি-র পদক্ষেপ নিয়ে আমি চিন্তিত নই৷ আমার সমর্থক নিয়ে বর্ষার পর রাজস্থানের বিভিন্ন এলাকায় প্রচার চালাব৷ রাহুলের নেতৃত্বে জোকারদের যে সার্কাস কংগ্রেসে চলছে, তার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে৷' তবে কি নতুন দল গড়ার পরিকল্পনা চালাচ্ছেন তিনি? ভাঁওয়ারের কথায়, 'কংগ্রেসের প্রতি বীতশ্রদ্ধ অনেক নেতাই সকাল থেকে আমাকে ফোন করে সমর্থন জানিয়েছেন৷ আমি তাঁদের নাম বলব না, কিন্ত্ত তাঁদের অনেকেই আমার সচেতনতা প্রচার অনুষ্ঠানে থাকবেন৷' একই সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি৷
No comments:
Post a Comment