ক্ষমতায় এলে ৭ দিনের মধ্যে ফরমালিন বন্ধ ॥ এরশাদ
স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়রম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমি ক্ষমতায় এলে, সাত দিনের মধ্যে ফরমালিন বন্ধ হবে।’ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে প্রাক্তন সৈনিক পার্টির প্রতিনিধি সম্মেলনে এরশাদ একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী বলবেন, সাত দিনের মধ্যে ফরমালিন বন্ধ হবে। তা আমার কাছে মনে হয় না। সেই সৎ সাহস থাকতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খাদ্যে মেশানো ফরমালিন বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। ফরমালিন মেশানোর অপরাধে সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ দেয়ারও দাবি জানান এরশাদ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, যে ফরমালিন দেশের ১৬ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, দুঃখ হয় সে ফরমালিন নিয়ে আমাদের দেশের রাজনীতিকরা কৌতুক করেন। লজ্জা করে না তাঁদের। সম্প্রতি দেশে খুন ও গুমের ঘটনা বেড়ে যাওয়ার ঘটনার সমালোচনা করে এরশাদ বলেন, সরকার চাইলে খুন, গুম বন্ধ করা সম্ভব। দেশে এখন লাশের মিছিল হয়। খুন, গুম, অপহরণ চলছেই। এ জন্য পুলিশকে বলতে হবে আমি খুন, গুম বন্ধ চাই। অবিলম্বে খুন, গুম বন্ধের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানান তিনি।
এরশাদ বলেন, পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নূর হোসেনের কাছে বৈধ অস্ত্র আছে। যে লোক সন্ত্রাসী, খুনের মামলার আসামি, তাঁর কাছে বৈধ অস্ত্র থাকে কী করে?’ অবৈধ লোকদের কাছে বৈধ অস্ত্র যাওয়ার কারণেই আজ দেশের এ অবস্থা বলে মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, এই খুন, গুম অপহরণ বন্ধ করতে হলে অবশ্যই জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সাত দিনের মধ্যে ফরমালিন বন্ধ করব। এছাড়া খুন, গুম, হ্ত্যা বন্ধ করব।
তিনি আরও বলেন, এই দুই দল চলে গেলে খুন, গুম, অপহরণ বন্ধ হবে। দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মানুষের জীবনের নিরাপত্তা নাই। তা হতে পারে না। মানুষ তা চায় না। দেশের মানুষ শান্তি ও নিরাপদে থাকতে চায়। গণতান্ত্রিক দেশে এরকম অবস্থা সুখকর নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। এতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতি, বাহাউদ্দিন, এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম, বাহাউদ্দিন আহমেদ বাবলু, নুরুল ইসলাম নুর প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে নিজাম উদ্দিন সরকারকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী বলবেন, সাত দিনের মধ্যে ফরমালিন বন্ধ হবে। তা আমার কাছে মনে হয় না। সেই সৎ সাহস থাকতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই খাদ্যে মেশানো ফরমালিন বন্ধের দাবি জানিয়ে আসছিলেন সাবেক এই রাষ্ট্রপতি। ফরমালিন মেশানোর অপরাধে সর্বোচ্চ শাস্তি ‘ফাঁসি’ দেয়ারও দাবি জানান এরশাদ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত বলেন, যে ফরমালিন দেশের ১৬ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, দুঃখ হয় সে ফরমালিন নিয়ে আমাদের দেশের রাজনীতিকরা কৌতুক করেন। লজ্জা করে না তাঁদের। সম্প্রতি দেশে খুন ও গুমের ঘটনা বেড়ে যাওয়ার ঘটনার সমালোচনা করে এরশাদ বলেন, সরকার চাইলে খুন, গুম বন্ধ করা সম্ভব। দেশে এখন লাশের মিছিল হয়। খুন, গুম, অপহরণ চলছেই। এ জন্য পুলিশকে বলতে হবে আমি খুন, গুম বন্ধ চাই। অবিলম্বে খুন, গুম বন্ধের জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ারও দাবি জানান তিনি।
এরশাদ বলেন, পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে নূর হোসেনের কাছে বৈধ অস্ত্র আছে। যে লোক সন্ত্রাসী, খুনের মামলার আসামি, তাঁর কাছে বৈধ অস্ত্র থাকে কী করে?’ অবৈধ লোকদের কাছে বৈধ অস্ত্র যাওয়ার কারণেই আজ দেশের এ অবস্থা বলে মন্তব্য করেন এরশাদ। তিনি বলেন, এই খুন, গুম অপহরণ বন্ধ করতে হলে অবশ্যই জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে সাত দিনের মধ্যে ফরমালিন বন্ধ করব। এছাড়া খুন, গুম, হ্ত্যা বন্ধ করব।
তিনি আরও বলেন, এই দুই দল চলে গেলে খুন, গুম, অপহরণ বন্ধ হবে। দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মানুষের জীবনের নিরাপত্তা নাই। তা হতে পারে না। মানুষ তা চায় না। দেশের মানুষ শান্তি ও নিরাপদে থাকতে চায়। গণতান্ত্রিক দেশে এরকম অবস্থা সুখকর নয় বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন। এতে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতি, বাহাউদ্দিন, এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম, বাহাউদ্দিন আহমেদ বাবলু, নুরুল ইসলাম নুর প্রমুখ বক্তব্য দেন। সম্মেলনে নিজাম উদ্দিন সরকারকে সভাপতি ও জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2014-06-03&ni=174815
No comments:
Post a Comment