Monday, June 2, 2014

আজ বাজেট অধিবেশন শুরু

আজ বাজেট অধিবেশন শুরু
সংসদ প্রতিনিধি ॥ আজ মঙ্গলবার দশম সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারেরও এটি প্রথম বাজেট। ৫ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।
স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হবে। অধিবেশন সামনে রেখে ইতোমধ্যে সকল প্রস্তুতির কাজ শেষ করেছে সংসদ সচিবালয়। সংসদের ভেতর জুড়ে নতুন করে বসানো হয়েছে টবে লাগানো বিভিন্ন সৌন্দর্যবর্ধনকারী গাছ। আর সংসদের ভেতরে বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারও অর্থমন্ত্রী ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট উপস্থাপন ও বক্তৃতা করবেন। এ অধিবেশন কতদিন চলবে তা এখনও নির্ধারিত হয়নি। অধিবেশনের আগে বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী নির্ধারণ করা হবে। এই অধিবেশন জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাজেট অধিবেশনে উত্থাপনের অপেক্ষায় আছে ‘দ্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ অর্ডার (এ্যামেন্ডমেন্ট) বিল-২০১৪’ নামের একটি বিল। আর প্রথম অধিবেশনে উত্থাপিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (সংশোধন) বিল-২০১৪, পলী সঞ্চয় ব্যাংক বিল-২০১৪ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বিল-২০১৪ পাসের অপেক্ষায় আছে। এছাড়া আরও দু’টি সরকারী বিল উত্থাপন হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
বাজেট অধিবেশনকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। সংসদ গ্যালারির সাউন্ড সিস্টেম ঠিক করা হয়েছে। আর অধিবেশন কক্ষের কার্পেট পরিবর্তন করা হয়েছে। চেয়ারগুলো মেরামত করে নতুন করে সাজানো হয়েছে। সংসদের ভেতরে বাইরে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। সংসদে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এ বিষয়ে চীফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, বাজেট অধিবেশন সামনে রেখে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ গ্যালারির সাউন্ড সিস্টেম ঠিক করা হয়েছে। আর সংসদকে ডিজিটাল করার অংশ হিসেবে এমপিদের দেয়া হয়েছে মডেমসহ ল্যাপটপ। এবার বাতারা ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় তথ্য পাবেন। যা তাদের বাজেট বক্তৃতার জন্য সহায়ক হবে। সরকার ও বিরোধী দলের আলোচনায় এবারের বাজেট অধিবেশন প্রাণবন্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2014-06-03&ni=174822

No comments:

Post a Comment