মোদি সরকার শেষ পর্যন্ত আ.লীগকেই বেছে নেবে
মোদি সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই বেছে নিতে পারে। তবে তিস্তা ও সীমান্ত চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত থাকতে পারে।শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন-এ বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি থেকে অনূদিত এক প্রতিবেদনে এমন আভাস দেয়া হয়েছে।আর আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে।
গত ২৫ মে প্রভাবশালী বৃটিশ সাময়িকী এই প্রতিবেদন প্রকাশ করে।বাংলাদেশের ‘ইসলামী জঙ্গিবাদ’ ভারতের জন্য আশু উদ্বেগের বিষয় হবে না। কিন্তু যদি এটা ক্রমশ একটি ইস্যুতে পরিণত হয়, তাহলে এই হুমকি মোকাবিলা করতে ভারত বাংলাদেশে একটি বন্ধুত্বপূর্ণ সরকারের ওপরই নির্ভরশীল হবে।
http://www.rtnn.net// newsdetail/detail/1/3/83395#. U4wwkna_iSo
মোদি সরকার শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই বেছে নিতে পারে। তবে তিস্তা ও সীমান্ত চুক্তির বাস্তবায়ন অনিশ্চিত থাকতে পারে।শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিন-এ বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি থেকে অনূদিত এক প্রতিবেদনে এমন আভাস দেয়া হয়েছে।আর আওয়ামী লীগ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে।
গত ২৫ মে প্রভাবশালী বৃটিশ সাময়িকী এই প্রতিবেদন প্রকাশ করে।বাংলাদেশের ‘ইসলামী জঙ্গিবাদ’ ভারতের জন্য আশু উদ্বেগের বিষয় হবে না। কিন্তু যদি এটা ক্রমশ একটি ইস্যুতে পরিণত হয়, তাহলে এই হুমকি মোকাবিলা করতে ভারত বাংলাদেশে একটি বন্ধুত্বপূর্ণ সরকারের ওপরই নির্ভরশীল হবে।
http://www.rtnn.net//
__._,_.___
No comments:
Post a Comment