Monday, June 2, 2014

জন্মগ্রহণের পরেও মানচিত্রে 'অদৃশ্য' তেলেঙ্গানা

জন্মগ্রহণের পরেও মানচিত্রে 'অদৃশ্য' তেলেঙ্গানা

Telangana
এই সময় ডিজিটাল ডেস্ক: আত্মপ্রকাশ করেছে দেশের ২৯তম রাজ্য তেলেঙ্গানা। কিন্তু দেশের সরকারি মানচিত্রে এখনও তার কোনও হদিশই নেই! পৃথক রাজ্যের সীমানা-সহ নানা ভৌগলিক বিষয় না মেলাতেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সার্ভে অফ ইন্ডিয়া।

জন্মগ্রহণের পর ২৪ ঘণ্টা কেটে গেলেও মানচিত্রে ঠাঁই পেতে এখনও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে দেশের ২৯ তম রাজ্য তেলেঙ্গানাকে। জানা গিয়েছে, সরকারি গেরোতেই ভৌগোলিক মানচিত্রে চিহ্নিত হতে তার সময় লাগছে। নিয়ম অনুযায়ী, নতুন রাজ্য গঠনের সঙ্গে সঙ্গেই সার্ভে অফ ইন্ডিয়ার কাছে তার যাবতীয় তথ্য পেশ করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রককে। কিন্তু এক্ষেত্রে সে কাজে দেরি হওয়ার দরুণই মানচিত্রে তেলেঙ্গানার ফুটে উঠতে কিছুটা বিলম্ব হচ্ছে।

সার্ভে অফ ইন্ডিয়ার এক আধিকারিক জানিয়েছেন, 'স্বরাষ্ট্র মন্ত্রককে আমাদের দপ্তরে রাজ্যের সীমানা সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট পাঠাতে হবে। সেই তথ্যকেই আমরা মানচিত্রে প্রকাশ করব। তেলেঙ্গানার বেশ কিছু জেলার সীমানা এবার রাজ্যের সীমানায় বদলে যাবে।' তিনি জানান, 'গোটা প্রক্রিয়ায় কিছু সময় লাগবে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিস্তারিত তথ্য পেলে আমাদের প্রতিনিধিরা গ্রাম পর্যায়ে সীমানা নির্ধারণের কাজ করবেন।' সার্ভেয়র জেনারেল স্বর্ণ সুব্বারাও জানিয়েছেন, তেলেঙ্গানা রাজ্যের মানচিত্র আঁকতে মোট দশ দিন সময় লাগবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আঁওতায় ২৯ রাজ্য সম্বলিত দেশের মানচিত্র আঁকার দায়িত্বে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল সার্ভে ও মানচিত্র দপ্তর। জানা গিয়েছে, পোলাভারাম প্রকল্পের কারণে অন্ধ্র প্রদেশের মধ্যে ঢুকে পড়া খাম্মাম জেলার বেশ কয়েকটি মণ্ডলের সীমানা চিত্র এখনও পাওয়া যায়নি বলেই মানচিত্র আঁকায় হাত দেওয়া যায়নি। তবে এই বিভ্রান্তি কাটতে বেশি দেরি হবে না বলেই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

No comments:

Post a Comment