জিততে পারেনি জার্মানি, ফ্রান্স
স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে জয় পায়নি দুই পরাশক্তি জার্মানি ও ফ্রান্স। রবিবার অনুষ্ঠিত ম্যাচে ক্যামেরুনের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। একবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে প্যারাগুয়ে। জয়ে ফিরেছে যুক্তরাষ্ট্র। তুরস্কের বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে জার্গেন ক্লিন্সম্যানের দল।
আফ্রিকান আর ইউরোপ পরাশক্তির লড়াইয়ের প্রথমার্ধ ছিল অনেকটাই ম্যাড়ম্যাড়ে। তবে বিরতির পর উপভোগ্য লড়াই হয়। কিন্তু ক্যামেরুনের অভিজ্ঞতার কাছে জিততে পারেনি তারুণ্যনির্ভর জার্মানি। আফ্রিকার অদস্য সিংহদের অধিনায়ক স্যামুয়েল ইতোর দুর্দান্ত গোলে প্রথমে এগিয়ে যায় ক্যামেরুন। ম্যাচের ৬২ মিনিটে গোল করেন ৩৩ বছর বয়সী বার্সিলোনার সাবেক ফরোয়ার্ড। গোলটি করার পর অদ্ভুত উদ্যাপন করেন ইতো। এ সময় তাঁকে দেখে মনে হচ্ছিল, বয়সের ভারে যেন কুঁজো হয়ে গেছেন তিনি। তাঁর এই উদ্যাপন চেলসির কোচ জোসে মরিনহোকে উদ্দেশ করে। গত মৌসুমে চেলসিতে কাটানো ক্যামেরুনের এই ফরোয়ার্ডের বয়স নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন পর্তুগীজ লৌহমানব। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল। পরশু জার্মানির বিরুদ্ধে গোল করে উদ্যাপনটা তাই মরিনহোর উদ্দেশেই করেন ইতো।
পিছিয়ে পড়ার পর জেরম বোয়াটেংয়ের ক্রস থেকে দারুণ হেডে ৬৬ মিনিটে থমাস মুলার জার্মানিকে সমতায় ফেরান। এর পর ৭১ মিনিটে চেলসি ফরোয়ার্ড আন্দ্রে শুরলের গোলে জয়ের স্বপ্নও দেখছিল জার্মানি। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করে ক্যামেরুনকে ড্র এনে দেন জার্মানির হামবুর্গে জন্ম নেয়া মেইঞ্জের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড এম চুপো-মটিং। তবে ম্যাচের প্রথম মিনিটে মেসুত ওজিল সহজ গোল মিস না করলে হয়ত জয় নিয়েই মাঠ ছাড়ত জার্মানি। জার্মান কোচ জোয়াকিম লো প্রায় পূর্ণ শক্তির দল মাঠে নামান। তবে ম্যাচটি খেলেননি অধিনায়ক ফিলিপ লাম, গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরসহ বেশ কয়েকজন খেলোয়াড়। ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াকিম লো বলেন, কারও মনে হতে পারে যে আমরা খুব বেশি সজীব ছিলাম না। কিন্তু ১০ দিনের অনুশীলন ক্যাম্পের পর এটাই স্বাভাবিক। কিন্তু এটা স্পষ্ট যে আমাদের কিছু জিনিস নিয়ে আরও কাজ করতে হবে। শক্তিশালী জার্মানিকে রুখে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ক্যামেরুন। দলটির কোচ ভলকান ফিনকে বলেন, আমাদের আরও কয়েক জায়গায় উন্নতি করতে হবে। কিন্তু এই ফলাফলটা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।
বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে ফ্রান্স। দেশের মাটিতে খেলা এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন ফরাসীদের দুশ্চিন্তা বেড়েছে তারকা ফুটবলার ফ্রাঙ্ক রিবেরির ইনজুরি। পিঠের ব্যথার কারণে ম্যাচটি খেলতে পারেননি বেয়ার্ন মিউনিখ তারকা। রিরেরির পরিবর্তে খেলা আন্টোয়ান গ্রিজম্যানের গোলে ৮২ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। এর পরও জয় পায়নি ফরাসীরা। ম্যাচ শেষের এক মিনিট আগে ভিক্টর ক্যাসেরেসের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। আগের ম্যাচে অলিভিয়ের জিরাউডের জোড়া গোলে নরওয়কে ৪-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, ফরাসী কোচ দিদিয়ের দেশমের সব ভাবনা রিবেরিকে নিয়ে।
আফ্রিকান আর ইউরোপ পরাশক্তির লড়াইয়ের প্রথমার্ধ ছিল অনেকটাই ম্যাড়ম্যাড়ে। তবে বিরতির পর উপভোগ্য লড়াই হয়। কিন্তু ক্যামেরুনের অভিজ্ঞতার কাছে জিততে পারেনি তারুণ্যনির্ভর জার্মানি। আফ্রিকার অদস্য সিংহদের অধিনায়ক স্যামুয়েল ইতোর দুর্দান্ত গোলে প্রথমে এগিয়ে যায় ক্যামেরুন। ম্যাচের ৬২ মিনিটে গোল করেন ৩৩ বছর বয়সী বার্সিলোনার সাবেক ফরোয়ার্ড। গোলটি করার পর অদ্ভুত উদ্যাপন করেন ইতো। এ সময় তাঁকে দেখে মনে হচ্ছিল, বয়সের ভারে যেন কুঁজো হয়ে গেছেন তিনি। তাঁর এই উদ্যাপন চেলসির কোচ জোসে মরিনহোকে উদ্দেশ করে। গত মৌসুমে চেলসিতে কাটানো ক্যামেরুনের এই ফরোয়ার্ডের বয়স নিয়ে অপমানজনক মন্তব্য করেছিলেন পর্তুগীজ লৌহমানব। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল। পরশু জার্মানির বিরুদ্ধে গোল করে উদ্যাপনটা তাই মরিনহোর উদ্দেশেই করেন ইতো।
পিছিয়ে পড়ার পর জেরম বোয়াটেংয়ের ক্রস থেকে দারুণ হেডে ৬৬ মিনিটে থমাস মুলার জার্মানিকে সমতায় ফেরান। এর পর ৭১ মিনিটে চেলসি ফরোয়ার্ড আন্দ্রে শুরলের গোলে জয়ের স্বপ্নও দেখছিল জার্মানি। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে একক নৈপুণ্যে অসাধারণ এক গোল করে ক্যামেরুনকে ড্র এনে দেন জার্মানির হামবুর্গে জন্ম নেয়া মেইঞ্জের ২৫ বছর বয়সী ফরোয়ার্ড এম চুপো-মটিং। তবে ম্যাচের প্রথম মিনিটে মেসুত ওজিল সহজ গোল মিস না করলে হয়ত জয় নিয়েই মাঠ ছাড়ত জার্মানি। জার্মান কোচ জোয়াকিম লো প্রায় পূর্ণ শক্তির দল মাঠে নামান। তবে ম্যাচটি খেলেননি অধিনায়ক ফিলিপ লাম, গোলরক্ষক ম্যানুয়েল নিউয়েরসহ বেশ কয়েকজন খেলোয়াড়। ম্যাচ শেষে জার্মান কোচ জোয়াকিম লো বলেন, কারও মনে হতে পারে যে আমরা খুব বেশি সজীব ছিলাম না। কিন্তু ১০ দিনের অনুশীলন ক্যাম্পের পর এটাই স্বাভাবিক। কিন্তু এটা স্পষ্ট যে আমাদের কিছু জিনিস নিয়ে আরও কাজ করতে হবে। শক্তিশালী জার্মানিকে রুখে দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ক্যামেরুন। দলটির কোচ ভলকান ফিনকে বলেন, আমাদের আরও কয়েক জায়গায় উন্নতি করতে হবে। কিন্তু এই ফলাফলটা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।
বিশ্বকাপে সুযোগ না পাওয়া প্যারাগুয়ের সঙ্গে ড্র করেছে ফ্রান্স। দেশের মাটিতে খেলা এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন ফরাসীদের দুশ্চিন্তা বেড়েছে তারকা ফুটবলার ফ্রাঙ্ক রিবেরির ইনজুরি। পিঠের ব্যথার কারণে ম্যাচটি খেলতে পারেননি বেয়ার্ন মিউনিখ তারকা। রিরেরির পরিবর্তে খেলা আন্টোয়ান গ্রিজম্যানের গোলে ৮২ মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। এর পরও জয় পায়নি ফরাসীরা। ম্যাচ শেষের এক মিনিট আগে ভিক্টর ক্যাসেরেসের গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। আগের ম্যাচে অলিভিয়ের জিরাউডের জোড়া গোলে নরওয়কে ৪-০ গোলে হারিয়েছিল ফ্রান্স। ম্যাচের ফলাফল যা-ই হোক না কেন, ফরাসী কোচ দিদিয়ের দেশমের সব ভাবনা রিবেরিকে নিয়ে।
http://www.dailyjanakantha.com/news_view.php?nc=11&dd=2014-06-03&ni=174894
No comments:
Post a Comment