পুনরাবৃত্তি হবে না, বণিকমহলকে আশ্বাস মমতার
এই সময়: চাঁপদানির মতো ঘটনা রাজ্যে পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না৷ সোমবার শিল্প সংক্রান্ত কোর কমিটির বৈঠকে শিল্পপতি এবং বণিক মহলের প্রতিনিধিদের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
রবিবার নর্থব্রুক জুট মিলে জঙ্গি শ্রমিক আন্দোলনের জেরে সংস্থার এক কর্তার খুনের ঘটনা রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে শিল্প ও বণিক মহল৷ বিশেষ করে রাজ্যের বাইরে থেকে যাঁরা এখানে বিনিয়োগ করতে চান, এ ধরনের ঘটনা তাঁদের কাছে নেতিবাচক বার্তা দেবে বলে মনে করে শিল্প মহলের একাংশ৷ সেই আশঙ্কা যাতে কোনও মতেই দানা বাঁধতে না-পারে, তা নিশ্চিত করতে কোর কমিটির সভাকেই বেছে নেন মুখ্যমন্ত্রী৷ পূর্বঘোষিত এই সভা রাজারহাটে ইকো পার্কের মধ্যে গ্লাসহাউসে বিকেল পৌনে চারটের সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'গতকালের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক৷ আমরা এই ঘটনা বরদাস্ত করব না৷ যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি অভিযুক্তদেরও শীঘ্র গ্রেপ্তার করা হবে৷' এর পরেই সভায় উপস্থিত শিল্প মহলের প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, আপনারা নিশ্চিন্ত থাকুন৷ এ ধরনের ঘটনা রাজ্যে আর ঘটবে না৷ শিল্পের পক্ষে ক্ষতিকর এমন কিছু আমরা হতে দেব না৷
সভায় মৃত জুট মিল কর্তার স্মৃতিতে দু'মিনিট নীরবতা পালন করে একটি শোক প্রস্তাব নেওয়া হয়৷ শিল্পমন্ত্রী অমিত মিত্র সেই প্রস্তাব মাহেশ্বরীর পরিবারের কাছে পেঁৗছে দেবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, 'শিল্পপতিরাই তো বললেন আজকে মিটিং ভাল হয়েছে৷ কনস্ট্রাকটিভ মিটিং হয়েছে৷ এবার আমাদের লক্ষ্য ডেস্টিনেশন বেঙ্গল৷ আমাদের কাজে অনেকটাই এগোতে পেরেছি৷ দুটো নীতি আমাদের তৈরি করতে হবে, জুট এবং এক্সপোর্ট৷' জুট মিল কর্তার খুনের ঘটনার পরের দিনই জুট নীতি করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
চাঁপদানির ঘটনায় মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থান ও পদক্ষেপে খুশি শিল্প মহল৷ রাজ্যের এক শিল্পপতির কথায়, 'আমার মনে একটা আশঙ্কা তৈরি হয়েছিল৷ কিন্ত্ত, মুখ্যমন্ত্রীর কথা শুনে তা কেটে গেছে৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নিশ্চিন্তে কারখানা চালান৷ আপনাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের৷' শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'প্রিসাইজ, কনস্ট্রাকটিভ মিটিং হয়েছে৷ আমরা খুব খুশি৷ শিল্পের ক্ষেত্রে সিএম তাঁর ভাবনাগুলি বলেছেন৷ একটা কনভেনশন সেন্টার উনি আজ শিলান্যাস করলেন৷' দশ একর জমিতে পূর্ব ভারতের সর্ববৃহত্ কনভেনশন কেন্দ্রটি রাজারহাটে গড়ে উঠবে৷ সময় লাগবে ২৮ মাস৷ একটি ৩০০০-আসনের সম্মেলন কক্ষ ছাড়াও দুটি প্রেক্ষাগৃহ এবং একটি বিজনেস হোটেল থাকবে এখানে৷
ইকো পার্কে এদিন মুখ্যমন্ত্রী যান বিকাল ৩টা ২০ নাগাদ৷ এর পর মোটরচালিত নৌকায় যান ইকো পার্কের মধ্যে দ্বীপে অবস্থিত গ্লাস হাউসে৷ সেখানে কাচ ঘেরা ঘরে সাড়ে ৫টা পর্যন্ত কোর কমিটির বৈঠক চলে৷ বৈঠকে অন্যান্য মন্ত্রীদের মধ্যে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অমিত মিত্র, ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুদর্শন ঘোষ দস্তিদার ও পূর্ণেন্দু বসু৷ রাজ্যে মত্স্য শিল্প, পর্যটন শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী শিল্প কর্তাদের আহ্বান জানিয়েছেন বলে জানা গিয়েছে৷
রবিবার নর্থব্রুক জুট মিলে জঙ্গি শ্রমিক আন্দোলনের জেরে সংস্থার এক কর্তার খুনের ঘটনা রাজ্যের শিল্পায়ন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছে শিল্প ও বণিক মহল৷ বিশেষ করে রাজ্যের বাইরে থেকে যাঁরা এখানে বিনিয়োগ করতে চান, এ ধরনের ঘটনা তাঁদের কাছে নেতিবাচক বার্তা দেবে বলে মনে করে শিল্প মহলের একাংশ৷ সেই আশঙ্কা যাতে কোনও মতেই দানা বাঁধতে না-পারে, তা নিশ্চিত করতে কোর কমিটির সভাকেই বেছে নেন মুখ্যমন্ত্রী৷ পূর্বঘোষিত এই সভা রাজারহাটে ইকো পার্কের মধ্যে গ্লাসহাউসে বিকেল পৌনে চারটের সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'গতকালের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক৷ আমরা এই ঘটনা বরদাস্ত করব না৷ যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ ইতিমধ্যেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকি অভিযুক্তদেরও শীঘ্র গ্রেপ্তার করা হবে৷' এর পরেই সভায় উপস্থিত শিল্প মহলের প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, আপনারা নিশ্চিন্ত থাকুন৷ এ ধরনের ঘটনা রাজ্যে আর ঘটবে না৷ শিল্পের পক্ষে ক্ষতিকর এমন কিছু আমরা হতে দেব না৷
সভায় মৃত জুট মিল কর্তার স্মৃতিতে দু'মিনিট নীরবতা পালন করে একটি শোক প্রস্তাব নেওয়া হয়৷ শিল্পমন্ত্রী অমিত মিত্র সেই প্রস্তাব মাহেশ্বরীর পরিবারের কাছে পেঁৗছে দেবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷
বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, 'শিল্পপতিরাই তো বললেন আজকে মিটিং ভাল হয়েছে৷ কনস্ট্রাকটিভ মিটিং হয়েছে৷ এবার আমাদের লক্ষ্য ডেস্টিনেশন বেঙ্গল৷ আমাদের কাজে অনেকটাই এগোতে পেরেছি৷ দুটো নীতি আমাদের তৈরি করতে হবে, জুট এবং এক্সপোর্ট৷' জুট মিল কর্তার খুনের ঘটনার পরের দিনই জুট নীতি করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷
চাঁপদানির ঘটনায় মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থান ও পদক্ষেপে খুশি শিল্প মহল৷ রাজ্যের এক শিল্পপতির কথায়, 'আমার মনে একটা আশঙ্কা তৈরি হয়েছিল৷ কিন্ত্ত, মুখ্যমন্ত্রীর কথা শুনে তা কেটে গেছে৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নিশ্চিন্তে কারখানা চালান৷ আপনাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের৷' শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেন, 'প্রিসাইজ, কনস্ট্রাকটিভ মিটিং হয়েছে৷ আমরা খুব খুশি৷ শিল্পের ক্ষেত্রে সিএম তাঁর ভাবনাগুলি বলেছেন৷ একটা কনভেনশন সেন্টার উনি আজ শিলান্যাস করলেন৷' দশ একর জমিতে পূর্ব ভারতের সর্ববৃহত্ কনভেনশন কেন্দ্রটি রাজারহাটে গড়ে উঠবে৷ সময় লাগবে ২৮ মাস৷ একটি ৩০০০-আসনের সম্মেলন কক্ষ ছাড়াও দুটি প্রেক্ষাগৃহ এবং একটি বিজনেস হোটেল থাকবে এখানে৷
ইকো পার্কে এদিন মুখ্যমন্ত্রী যান বিকাল ৩টা ২০ নাগাদ৷ এর পর মোটরচালিত নৌকায় যান ইকো পার্কের মধ্যে দ্বীপে অবস্থিত গ্লাস হাউসে৷ সেখানে কাচ ঘেরা ঘরে সাড়ে ৫টা পর্যন্ত কোর কমিটির বৈঠক চলে৷ বৈঠকে অন্যান্য মন্ত্রীদের মধ্যে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, অমিত মিত্র, ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুদর্শন ঘোষ দস্তিদার ও পূর্ণেন্দু বসু৷ রাজ্যে মত্স্য শিল্প, পর্যটন শিল্প ক্ষেত্রে বিনিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী শিল্প কর্তাদের আহ্বান জানিয়েছেন বলে জানা গিয়েছে৷
No comments:
Post a Comment