ধর্মীয় অসহিষ্ণুতা! ফেসবুক পোস্টের জেরে গণপিটুনিতে হত আইটি ইঞ্জিনিয়ার
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগরার প্রাণ যায়। ঠিক সেটাই হল পুনে-এ। বালাসোহেব ঠাকরে, ছত্রপতি শিবাজী এবং অন্যান্য হিন্দু দেবদেবীর ছবি নিয়ে ফেসবুকে কিছু আপত্তিজনক পোস্টের জেরে প্রাণ হারাতে হল সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে।
গত দু' দিন ধরে ফেসবুকে এই পোস্ট নিয়ে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন সংগঠন। এর জেরে প্রায় ২০০ বাস এবং অন্যান্য গাড়ি ও দোকানপাট প্রভৃতি ক্ষতিগ্রস্তও হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সে যখন বাড়িতে ফিরছল, তখন বিক্ষোভ প্রদর্শনকারী একটি দল হঠাত্ই তাঁর উপর চড়াও হয়। বেধরক মারধর করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে।
মুম্বইয়ের সাইবার ক্রাইম ইনভেস্টিগেটিং সেল সূত্রে খবর, যে পেজটিকে ঘিরে এর সূত্রপাত, তা ২০১৩ সালে তৈরি হয়। প্রায় ৫০ হাজার লোক পেজটিকে লাইকও করেছেন। তবে আপত্তিজনক পোস্টটি করা হয় গত সপ্তাহে। ঘটনা জানাজানি হতে পেজটিকে ডিলিট করা হয়। পুলিশ এখন আইপি অ্যাড্রেস থেকে খোঁজার চেষ্টা করছে, কোন কম্পিউটার বা মোবাইল থেকে এটি আপলোড করা হয়েছে।
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগরার প্রাণ যায়। ঠিক সেটাই হল পুনে-এ। বালাসোহেব ঠাকরে, ছত্রপতি শিবাজী এবং অন্যান্য হিন্দু দেবদেবীর ছবি নিয়ে ফেসবুকে কিছু আপত্তিজনক পোস্টের জেরে প্রাণ হারাতে হল সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত তথ্যপ্রযুক্তি সংস্থার এক কর্মীকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে।
গত দু' দিন ধরে ফেসবুকে এই পোস্ট নিয়ে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন সংগঠন। এর জেরে প্রায় ২০০ বাস এবং অন্যান্য গাড়ি ও দোকানপাট প্রভৃতি ক্ষতিগ্রস্তও হয়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সে যখন বাড়িতে ফিরছল, তখন বিক্ষোভ প্রদর্শনকারী একটি দল হঠাত্ই তাঁর উপর চড়াও হয়। বেধরক মারধর করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে।
মুম্বইয়ের সাইবার ক্রাইম ইনভেস্টিগেটিং সেল সূত্রে খবর, যে পেজটিকে ঘিরে এর সূত্রপাত, তা ২০১৩ সালে তৈরি হয়। প্রায় ৫০ হাজার লোক পেজটিকে লাইকও করেছেন। তবে আপত্তিজনক পোস্টটি করা হয় গত সপ্তাহে। ঘটনা জানাজানি হতে পেজটিকে ডিলিট করা হয়। পুলিশ এখন আইপি অ্যাড্রেস থেকে খোঁজার চেষ্টা করছে, কোন কম্পিউটার বা মোবাইল থেকে এটি আপলোড করা হয়েছে।
No comments:
Post a Comment