Wednesday, June 4, 2014

বিদেশে টাকা পাঠানোর উর্ধ্বসীমা বাড়ল

বিদেশে টাকা পাঠানোর উর্ধ্বসীমা বাড়ল
cash
নয়াদিল্লি: বিদেশে টাকা পাঠানো বা বিনিয়োগের ঊর্ধ্বসীমা ৭৫,০০০ ডলার থেকে বাড়িয়ে ১,২৫,০০০ ডলার করল রিজার্ভ ব্যাঙ্ক৷ মঙ্গলবার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ঋণনীতি ঘোষণার সময় রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন বলেন, 'এ বিষয়ে শীঘ্রই একটি নির্দেশিকা জারি করা হবে৷'

বিদেশি মুদ্রার বিনিময় বাজারে ভারতীয় মুদ্রা অনেকটা স্থিতিশীল হওয়ায় ব্যক্তিগত বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে বছরে ১,২৫,০০০ ডলার করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷ গত বছর অগস্টে টাকার বিনিময় দরে হঠাত্‍ অবমূল্যায়ন হওয়ায় লিবারেলাইজড রেমিটেন্স স্কিমের (এলআরএস) আওতায় বিদেশে টাকা পাঠানো অথবা বিনিয়োগের ঊর্ধ্বসীমা বছরে দু'লক্ষ ডলার থেকে কমিয়ে ৭৫,০০০ ডলার করে রিজার্ভ ব্যাঙ্ক৷ এলআরএস-এর আওতায় এ দেশে বসবাসকারী ভারতীয় নাগরিকরা রিজার্ভ ব্যাঙ্কের আগাম অনুমতি ছাড়াই বিদেশে শেয়ার, ঋণপত্র ও সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন৷

মঙ্গলবার ঋণনীতি পর্যালোচনার সময় আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক৷ এ দেশে বসবাসকারী এবং অনাবাসী (পাকিস্তানি ও বাংলাদেশি নাগরিক ছাড়া) বিদেশ যাওয়ার সময় বছরে সর্বাধিক ২৫,০০০ টাকা নগদে নিয়ে যেতে পারবেন৷ বর্তমানে এ দেশে কোনও বিদেশি ভ্রমণকারী দেশ ছেড়ে যাওয়ার সময় ভারতীয় মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারতেন না এবং কোনও ভারতীয় বিদেশ ভ্রমণে গেলে সঙ্গে সর্বাধিক ১০,০০০ টাকা সঙ্গে নিয়ে যেতে পারতেন৷

No comments:

Post a Comment