ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানের বিকল্প নেই
নরম্যান্ডিতে পুতিন পোরোশেঙ্কো বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও ইউক্রেনের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে শুক্রবার একান্ত আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির ভি. পুতিন। পূর্ব ইউরোপে তীব্র সংঘর্ষের প্রেক্ষাপটে দুই নেতা ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছেন এক সংক্ষিপ্ত আলোচনায়। ফ্রান্সের নরম্যান্ডিতে ডি-ডেএর ৭০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠানে আমন্ত্রিত পুতিন পোরোশেঙ্কোর সঙ্গে ১৫ মিনিটের এক বৈঠকে মিলিত হন। তাঁরা কিয়েভের নতুন নেতা পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, আলোচনা আন্তরিকতার সঙ্গে রবিবারই অনুষ্ঠিত হতে পারে এবং আলোচনা কূটনীতিক পথে অগ্রসর হবে। খবর গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস অনলাইনের।
পুতিন ও বারাক ওবামার মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময়ের পর ওই ১৫ মিনিটের আলোচনা অনুষ্ঠিত হয়। উইস্ট্রিহামস সোর্ড সমুদ্র তীরে ডি-ডে স্মরণ অনুষ্ঠানে দুই নেতা মতবিনিময় করলেও তাদের মধ্যে দূরত্ব রয়ে গেছে স্পষ্টই। পোরোশেঙ্কের সঙ্গে বৈঠকের পর পুতিন যেকোন পরবর্তী আলোচনার আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে তাৎক্ষণিকভাবে অস্ত্রবিরতির আহ্বান জানান। তিনি আশা করে বলেন, পোরোশেঙ্কো রাষ্ট্রীয় বিচক্ষণতা ও শুভেচ্ছা দেখানো। পোরোশেঙ্কো পরে বলেন, আলোচনা আন্তরিকতার সঙ্গে শুরু হতে পারে এবং তা তার দায়িত্ব গ্রহণের প্রথমদিন রবিবারই শুরু হতে পারে। প্রেসিডেন্ট হিসেবে শনিবার তিনি সময় নিয়েছেন। পোরোশেঙ্কো ইউক্রেনে ফিরে আসার আগে এক বিবৃতিতে বলেন, সব সমস্যাই কঠিন। কিন্তু আমরা রবিবার আলোচনা শুরু করে নিজেরাই লক্ষ্য অর্জনের উদ্যোগ গ্রহণ করতে পারি।
পুতিন বলেছেন, রক্তক্ষয়ী সহিংসতা অবসানে পোরোশেঙ্কোর আহ্বানকে তিনি স্বাগত জানান এবং এ সঙ্কট সমাধানে তার আগ্রহকে গুরুত্ব দেন। পুতিন বলেন, এ আগ্রহ অব্যাহত থাকলে অর্থনীতিসহ অন্য খাতগুলোতে আমাদের সম্পর্কের অগ্রগতির পরিস্থিতি সৃৃষ্টি হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ইউক্রেন আগের সরকারের গ্যাসের বাকি পড়া অর্থ পরিশোধ করলে মস্কো আরও কম মূল্যে কিয়েভকে গ্যাস দিতে প্রস্তুত। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, রাশিয়া কিভাবে ইউক্রেনের নির্বাচনকে স্বীকৃতি দিতে পারে এ ব্যাপারেও আলোচনা করেছেন পুতিন ও পোরোশেঙ্কো। তিনি ফরাসী টিএফআইএ নেটওয়ার্ককে বলেন, আলোচনা দীর্ঘ সময় হয়নি।
কিন্তু এ অল্প সময়ের আলোচনায় মূল বার্তা বেরিয়ে এসেছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, পুতিন ও পোরোশেঙ্কো নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি সমাধানে শান্তিপূর্ণ রাজনৈতিক পথ ছাড়া কোন বিকল্প নেই।
পুতিন ও বারাক ওবামার মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময়ের পর ওই ১৫ মিনিটের আলোচনা অনুষ্ঠিত হয়। উইস্ট্রিহামস সোর্ড সমুদ্র তীরে ডি-ডে স্মরণ অনুষ্ঠানে দুই নেতা মতবিনিময় করলেও তাদের মধ্যে দূরত্ব রয়ে গেছে স্পষ্টই। পোরোশেঙ্কের সঙ্গে বৈঠকের পর পুতিন যেকোন পরবর্তী আলোচনার আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে তাৎক্ষণিকভাবে অস্ত্রবিরতির আহ্বান জানান। তিনি আশা করে বলেন, পোরোশেঙ্কো রাষ্ট্রীয় বিচক্ষণতা ও শুভেচ্ছা দেখানো। পোরোশেঙ্কো পরে বলেন, আলোচনা আন্তরিকতার সঙ্গে শুরু হতে পারে এবং তা তার দায়িত্ব গ্রহণের প্রথমদিন রবিবারই শুরু হতে পারে। প্রেসিডেন্ট হিসেবে শনিবার তিনি সময় নিয়েছেন। পোরোশেঙ্কো ইউক্রেনে ফিরে আসার আগে এক বিবৃতিতে বলেন, সব সমস্যাই কঠিন। কিন্তু আমরা রবিবার আলোচনা শুরু করে নিজেরাই লক্ষ্য অর্জনের উদ্যোগ গ্রহণ করতে পারি।
পুতিন বলেছেন, রক্তক্ষয়ী সহিংসতা অবসানে পোরোশেঙ্কোর আহ্বানকে তিনি স্বাগত জানান এবং এ সঙ্কট সমাধানে তার আগ্রহকে গুরুত্ব দেন। পুতিন বলেন, এ আগ্রহ অব্যাহত থাকলে অর্থনীতিসহ অন্য খাতগুলোতে আমাদের সম্পর্কের অগ্রগতির পরিস্থিতি সৃৃষ্টি হবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ইউক্রেন আগের সরকারের গ্যাসের বাকি পড়া অর্থ পরিশোধ করলে মস্কো আরও কম মূল্যে কিয়েভকে গ্যাস দিতে প্রস্তুত। ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বলেছেন, রাশিয়া কিভাবে ইউক্রেনের নির্বাচনকে স্বীকৃতি দিতে পারে এ ব্যাপারেও আলোচনা করেছেন পুতিন ও পোরোশেঙ্কো। তিনি ফরাসী টিএফআইএ নেটওয়ার্ককে বলেন, আলোচনা দীর্ঘ সময় হয়নি।
কিন্তু এ অল্প সময়ের আলোচনায় মূল বার্তা বেরিয়ে এসেছে। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, পুতিন ও পোরোশেঙ্কো নিশ্চিত করেছেন যে, পরিস্থিতি সমাধানে শান্তিপূর্ণ রাজনৈতিক পথ ছাড়া কোন বিকল্প নেই।
No comments:
Post a Comment