পাকিস্তানে বন্ধ করে দেয়া হলো জনপ্রিয় জিও নিউজ
আইএসআইয়ের সঙ্গে বিরোধের জের
পাকিস্তানী কর্তৃপক্ষ স্থানীয় টেলিভিশন স্টেশন জিও নিউজের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এটি একজন খ্যাতনামা সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশের সবচেয়ে জনপ্রিয় ওই চ্যানেল এবং ইসলামাবাদের শীর্ষ গোয়েন্দা সংস্থার মধ্যে সৃষ্ট তিক্ত বিরোধের সর্বশেষ মোড়। খবর আল জাজিরা ও গার্ডিয়ান অনলাইনের।
পাকিস্তানের ব্রডকাস্ট মিডিয়া নিয়ন্ত্রণ সংস্থা সেনাবাহিনীর আন্তঃবাহিনী গোয়েন্দা (আইএসআই) ডিরেক্টোরটের প্রধান জেনারেল জহির উল ইসলামের মানহানি করার দায়ে জিও নিউজের অপারেটিং লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত রাখে এবং এক কোটি রুপী জরিমানা প্রতিরক্ষা মন্ত্রণালয় চাহিবা মাত্র পরিশোধ করতে চ্যানেলটির প্রতি নির্দেশ দেয়। ওই সংস্থা পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) শুক্রবার এক বিবৃতিতে বলেছে, পিইএমআরএ জিও নিউজের আইন লঙ্ঘনের বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করেছে এবং ওই চ্যানেলের লাইসেন্স ১৫ দিনের জন্য অবিলম্বে স্থগিত রাখতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। জিও কয়েক ঘণ্টার জন্য সম্প্রচার চালিয়ে যায় এবং এর নিজস্ব লাইসেন্স বাতিল হওয়ার খবর প্রচার করে। সেই সঙ্গে জিও নিউজের লোগো শিকলবদ্ধ হওয়ার এক গ্রাফিক দেখানো হয় এবং এরপর সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।তখন দর্শকরা কালো স্ক্রিনে এ লেখা দেখতে পান। ‘জিও নিউজের লাইসেন্স পিইএমআরএ কর্তৃক স্থগিত রাখা হয়েছে, সে জন্য চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই নিষেধাজ্ঞাকে ‘মত প্রকাশের স্বাধীনতা ও মিডিয়ার ওপর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা’ বলে বর্ণনা করে। এ্যামনেস্টির এশিয়া বিষয়ক ডিরেক্টর রিচার্ড বেনেট বলেন, এটি সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অনুমান করে চানেলটিকে লক্ষ্য করে হয়রানি ও ভীতি প্রদর্শনের পরিকল্পিত তৎপরতার সর্বশেষ ঘটনা।
প্রাচীন বইটি মানুষের চামড়া দিয়েই বাঁধাই করা!
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন উনিশ শতকের ফরাসী ঔপন্যাসিকের বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা। বৈজ্ঞানিক পরীক্ষা শেষে চলতি সপ্তাহে বিজ্ঞানীরা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের হাফটন লাইব্রেরিতে বিরল ও প্রাচীন কীর্তি হিসেবে রক্ষিত ফরাসী ঔপন্যাসিক আর্সেন হাউসেয়ির ‘দেস ডেসটিনিজ দ্য লেমে’ বইটি কিসের চামড়া দিয়ে বাঁধানো তা নিয়ে বিজ্ঞানীরা সূক্ষ্মাতিসূক্ষ্ম নমুনা ব্যবহার করে পরীক্ষা চালান। পরীক্ষা শেষে তাঁরা নিশ্চিত হয়েছেন বইটি ছাগল কিংবা ভেড়ার চামড়া দিয়ে তৈরি নয়। লাইব্রেরি ব্লগে বইটির রক্ষক অ্যালান পাগলিয়া উল্লেখ করেন, বিজ্ঞানীরা ৯৯ ভাগ নিশ্চিত হয়েছেন বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধানো। এ কথার সত্যতা মিলেছে বইটির লেখকের বন্ধুর হাতের লেখা থেকে। - এএফপির।
পাকিস্তানের ব্রডকাস্ট মিডিয়া নিয়ন্ত্রণ সংস্থা সেনাবাহিনীর আন্তঃবাহিনী গোয়েন্দা (আইএসআই) ডিরেক্টোরটের প্রধান জেনারেল জহির উল ইসলামের মানহানি করার দায়ে জিও নিউজের অপারেটিং লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত রাখে এবং এক কোটি রুপী জরিমানা প্রতিরক্ষা মন্ত্রণালয় চাহিবা মাত্র পরিশোধ করতে চ্যানেলটির প্রতি নির্দেশ দেয়। ওই সংস্থা পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) শুক্রবার এক বিবৃতিতে বলেছে, পিইএমআরএ জিও নিউজের আইন লঙ্ঘনের বিষয়ে কঠোর মনোভাব গ্রহণ করেছে এবং ওই চ্যানেলের লাইসেন্স ১৫ দিনের জন্য অবিলম্বে স্থগিত রাখতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে। জিও কয়েক ঘণ্টার জন্য সম্প্রচার চালিয়ে যায় এবং এর নিজস্ব লাইসেন্স বাতিল হওয়ার খবর প্রচার করে। সেই সঙ্গে জিও নিউজের লোগো শিকলবদ্ধ হওয়ার এক গ্রাফিক দেখানো হয় এবং এরপর সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।তখন দর্শকরা কালো স্ক্রিনে এ লেখা দেখতে পান। ‘জিও নিউজের লাইসেন্স পিইএমআরএ কর্তৃক স্থগিত রাখা হয়েছে, সে জন্য চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
মানবাধিকার গোষ্ঠী এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই নিষেধাজ্ঞাকে ‘মত প্রকাশের স্বাধীনতা ও মিডিয়ার ওপর এক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা’ বলে বর্ণনা করে। এ্যামনেস্টির এশিয়া বিষয়ক ডিরেক্টর রিচার্ড বেনেট বলেন, এটি সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে অনুমান করে চানেলটিকে লক্ষ্য করে হয়রানি ও ভীতি প্রদর্শনের পরিকল্পিত তৎপরতার সর্বশেষ ঘটনা।
প্রাচীন বইটি মানুষের চামড়া দিয়েই বাঁধাই করা!
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন উনিশ শতকের ফরাসী ঔপন্যাসিকের বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা। বৈজ্ঞানিক পরীক্ষা শেষে চলতি সপ্তাহে বিজ্ঞানীরা এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের হাফটন লাইব্রেরিতে বিরল ও প্রাচীন কীর্তি হিসেবে রক্ষিত ফরাসী ঔপন্যাসিক আর্সেন হাউসেয়ির ‘দেস ডেসটিনিজ দ্য লেমে’ বইটি কিসের চামড়া দিয়ে বাঁধানো তা নিয়ে বিজ্ঞানীরা সূক্ষ্মাতিসূক্ষ্ম নমুনা ব্যবহার করে পরীক্ষা চালান। পরীক্ষা শেষে তাঁরা নিশ্চিত হয়েছেন বইটি ছাগল কিংবা ভেড়ার চামড়া দিয়ে তৈরি নয়। লাইব্রেরি ব্লগে বইটির রক্ষক অ্যালান পাগলিয়া উল্লেখ করেন, বিজ্ঞানীরা ৯৯ ভাগ নিশ্চিত হয়েছেন বইটি মানুষের চামড়া দিয়ে বাঁধানো। এ কথার সত্যতা মিলেছে বইটির লেখকের বন্ধুর হাতের লেখা থেকে। - এএফপির।
No comments:
Post a Comment