ছন্দা জীবিত না মৃত,না নিখোঁজ,রাজ্য সরকার ধুমদাম করে টিম পাঠিয়েছিল নেপালে,তারা কান্চনজঙ্ঘা ফোকটে দর্শন করে নেপালে সবুজ বিপ্লবের পতাকা পুতে কখন ফিরে এসিছেন জানা নেই!
দিদি ছন্দার মাকে বলেছিলেন,তিনি নাকি ছন্দাকে আনতে যেতেও পারেন নেপালে!
তারপর থেকে হয় রক্তপাত,না হয় দলদল কোন্দল,না হয় কেকেআরে মা মাটি মানুষের জয় জয়কার আর মীরাক্কেলের মোক্ষম তির্যক খোঁচায় বলিউড টলিউট সিভিল সোসাইটির গোঁসা!
শুধু শুধু বাঙালির সবচেয়ে সুন্দরী কৃতি কন্যাটি বেমালুম বোপাত্তা হয়ে গেল
আমরা জানতেও পারছি না আমাদের গর্বের ঘরের মেয়ে জীবিত না মৃত!
রাজ্য সরকার মুখে কুলুপ!
দিদির মুখে শুধু নমস্তে আর দোয়া!
ভরসা সেই ভিনদেশি সরকার নেপালের বিবৃতি!
এবং ছন্দার অসহায় দিশেহারা দাদার নিরুপায় বক্তব্য বিভ্রান্তি!
কাঁদো বাঙালি ,কাঁদো!
পলাশ বিশ্বাস
No comments:
Post a Comment