ধর্ষণে বাধা, মহিলার মাথার খুলি ওড়াল জঙ্গিরা
এই সময়ম ডিজিটাল ডেস্ক: এ যেন নিত্যকার নয়, প্রতি ঘণ্টায় ঘণ্টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারী নির্যাতনের কদর্য ঘৃণ্য ছবি দেখা যাচ্ছে। শিরোনামে অবশ্যই উত্তরপ্রদেশ থাকলেও, মেঘালয়ও যে খুব পিছিয়ে নেই তার প্রমাণ মিলল। মেঘালয়ের সাউথ গারো হিলসে ধর্ষণে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন আরও একজন মহিলা।
মেঘালয় পুলিশের আইজি, জিএইচপি রাজু জানিয়েছেন, মঙ্গলবার ওই মহিলা স্বামী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে বাড়িতেই ছিলেন। সন্ধে ৬টা নাগাদ পাঁচ-ছ' জন জিএনএলএ জঙ্গি হঠাত্ই বাড়িতে ঢুকে স্বামী ও ছেলেমেয়েদের ঘরে বন্ধ করে মহিলাকে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে আসেন। ধর্ষণে ক্রমাগত বাধা দেওয়ায় শেষ পর্যন্ত তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে জঙ্গিরা। মাথার খুলি ফেটে দু' টুকরো হয়ে যায়।
গারো হিলসের সাংসদ পি এ সাংমা এই ঘটনার নিন্দা করে বলেন, 'প্রতি দিনই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ঘটনায় খুবই চিন্তিত আমরা। আগে এ রকম ঘটনা ঘটত না। রাজ্য সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঘটনাটি আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা জানাব।'
মেঘালয় পুলিশের আইজি, জিএইচপি রাজু জানিয়েছেন, মঙ্গলবার ওই মহিলা স্বামী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে বাড়িতেই ছিলেন। সন্ধে ৬টা নাগাদ পাঁচ-ছ' জন জিএনএলএ জঙ্গি হঠাত্ই বাড়িতে ঢুকে স্বামী ও ছেলেমেয়েদের ঘরে বন্ধ করে মহিলাকে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে আসেন। ধর্ষণে ক্রমাগত বাধা দেওয়ায় শেষ পর্যন্ত তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে জঙ্গিরা। মাথার খুলি ফেটে দু' টুকরো হয়ে যায়।
গারো হিলসের সাংসদ পি এ সাংমা এই ঘটনার নিন্দা করে বলেন, 'প্রতি দিনই আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। ঘটনায় খুবই চিন্তিত আমরা। আগে এ রকম ঘটনা ঘটত না। রাজ্য সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ঘটনাটি আমরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা জানাব।'
No comments:
Post a Comment