মুসলিম প্রমাণে ডিএনএ টেস্ট, মন্তব্যে বিতর্কে আজমি
লখনৌ ও মুম্বই: চলতি নির্বাচনে উত্তরপ্রদেশে বিভিন্ন পক্ষ থেকেই মেরুকরণের চেষ্টা হয়েছে আকছার৷ সংখ্যালঘুদের প্রসঙ্গে বিতর্কিত 'ডিএনএ'-মন্তব্য করে সেই তালিকা আর একটু বাড়িয়ে দিলেন সমাজবাদী পার্টির (সপা) নেতা আবু আসিম আজমি৷ বুধবার খালিদাবাদের এক জনসভায় আজমি বলেন, 'যে সব মুসলিম সপা-র বিরোধিতা করেন, তাঁদের ডিএনএ পরীক্ষা করে দেখা উচিত৷ তিনি আসলে আরএসএস-এর লোকও হতে পারেন৷ সপা-কে ভোট না দিলে তাঁকে প্রকৃত মুসলিম বলা চলে না!'
এর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন৷ বলেছেন, 'আবু কেন নিজেকে মুসলিম সমাজের পোপ প্রমাণিত করতে চাইছেন? এ সব উস্কানিমূলক কথা বলে উনি আসলে মুসলিমদের চোখে ঠুলি এঁটে নিজের দলে টানতে চাইছেন৷' কংগ্রেসের নেতা রশিদ আলভির গলাতেও প্রায় একই সুর৷ তিনি বলেন, 'মুজফ্ফরনগরের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুসলিমরা সপা-র বিরুদ্ধে ভোট দিয়েছে৷ আজমি হয়তো ওই ব্যক্তিদেরই ডিএনএ টেস্ট করার কথা বলেছেন৷' মায়াবতীর দল বিএসপি-র সাধারণ সম্পাদক সতীশচন্দ্র মিশ্রের বক্তব্য, 'সপা মারাত্মক হতাশায় ভুগছে৷' বর্ষীয়ান সাংবাদিক শাহিদ সিদ্দিকির কথায়, 'বোঝা যাচ্ছে, আজমি ইসলাম বা বিজ্ঞান, কিছুর সম্পর্কেই জানেন না৷ আজমি ভারতীয় কি না, সেটা তাঁর ডিএনএ টেস্টে বোঝা গেলেও, তিনি মুসলিম কি না বোঝা যাবে না!'
তবে শুক্রবারও আত্মপক্ষ সমর্থন করে আজমি বলেন, 'বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নিষ্ঠুর ও অন্যায্য ব্যবহার করেছে৷ কোনও প্রকৃত মুসলিম বিজেপি-কে ভোট দিতে পারে না৷'
এর কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন৷ বলেছেন, 'আবু কেন নিজেকে মুসলিম সমাজের পোপ প্রমাণিত করতে চাইছেন? এ সব উস্কানিমূলক কথা বলে উনি আসলে মুসলিমদের চোখে ঠুলি এঁটে নিজের দলে টানতে চাইছেন৷' কংগ্রেসের নেতা রশিদ আলভির গলাতেও প্রায় একই সুর৷ তিনি বলেন, 'মুজফ্ফরনগরের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মুসলিমরা সপা-র বিরুদ্ধে ভোট দিয়েছে৷ আজমি হয়তো ওই ব্যক্তিদেরই ডিএনএ টেস্ট করার কথা বলেছেন৷' মায়াবতীর দল বিএসপি-র সাধারণ সম্পাদক সতীশচন্দ্র মিশ্রের বক্তব্য, 'সপা মারাত্মক হতাশায় ভুগছে৷' বর্ষীয়ান সাংবাদিক শাহিদ সিদ্দিকির কথায়, 'বোঝা যাচ্ছে, আজমি ইসলাম বা বিজ্ঞান, কিছুর সম্পর্কেই জানেন না৷ আজমি ভারতীয় কি না, সেটা তাঁর ডিএনএ টেস্টে বোঝা গেলেও, তিনি মুসলিম কি না বোঝা যাবে না!'
তবে শুক্রবারও আত্মপক্ষ সমর্থন করে আজমি বলেন, 'বিজেপি মুসলিমদের বিরুদ্ধে নিষ্ঠুর ও অন্যায্য ব্যবহার করেছে৷ কোনও প্রকৃত মুসলিম বিজেপি-কে ভোট দিতে পারে না৷'
No comments:
Post a Comment