Saturday, May 31, 2014

যশোরে ঝুঁকিপূর্ণ ২৪৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন

যশোরে ঝুঁকিপূর্ণ ২৪৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন
ইন্দ্রজিৎ রায়, যশোর ব্যুরো
প্রকাশ : ২৬ মে, ২০১৪
যশোরের ২৪৫টি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। সংস্কার না করায় ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এসব ভবনেই পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। স্কুল কতর্ৃৃপক্ষ ও প্রাথমিক শিক্ষা বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এসব জরাজীর্ণ স্কুলের তালিকা পাঠিয়েছে। এ তালিকায় সবচেয়ে বেশিসংখ্যক চৌগাছায় ৫৬টি ও ঝিকরগাছা উপজেলায় ৫৪টি বিদ্যালয় রয়েছে। যশোরের ৮ উপজেলায় ২৪৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ রয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি সংখ্যক চৌগাছা উপজেলায় ৫৬টি। বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে সলুয়া, কাবিলপুর, চৌগাছা, কয়ারপাড়া, বন্দুলীতলা, দিঘলসিংহা, পুড়াপাড়া, পুড়াহুদা, স্বরূপদাহ, যাত্রাপুর, আন্দারকোটা, চাঁদপাড়া, খড়িঞ্চা, মাঠচাকলা, সাঞ্চাডাঙ্গা, স্বরূপপুর, ফুলসারা, মুক্তাদহ, রায়নগর, আন্দুলিয়া, হাজরাখানা, মাশিলা, মুক্তারপুর, আফরা, উজিরপুর, জগদীশপুর, জাহাঙ্গীরপুর, মৎসারাঙ্গা, আজমতপুর, চাঁদপুর, শিবনগর, রঘুনাথপুর, মশিয়ুরনগর, গয়ড়া, দশপাকিয়া, পাঁচনামানা, কুলিয়া, বর্ণি, শাহাজাদপুর, ঝিনাইকুণ্ডু, দুর্গাপুর, দক্ষিণ রামকৃষ্ণপুর, বল্লভপুর, ভাদড়া, আড়কান্দি, কোটালীপুর, জিওলগাড়ি, আড়পাড়া, হোগলডাঙ্গা, ধুলিয়ানী, কাঁদবিলা, পাতিবিলা, আরাজি সুলতানপুর ও ছোট নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝিকরগাছা উপজেলায় ৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদের ক্লাস চলছে। স্কুলগুলো হল- মনোহরপুর, সোনাকুড়, বামন আলী, কাশীপুর, শরীফপুর, কামারপাড়া, বোধখানা, বাঁকড়া, পায়রাডাঙ্গা, বেনেয়ালী, শিমুলিয়া, বল্লা, বড়খলসী, কুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, আটিলিয়া, মাগুরা, রাজারডুমুরিয়া, মুধুখালী, হাঁড়িয়া, ফুলবাড়ী, বারাকপুর, শ্রীরামপুর, টওয়রা উত্তরপাড়া, ইসলামপুর ঢাকপাড়া, নবগ্রাম-গঙ্গাধরপুর, অমৃতবাজার, নাজমুল ইসলাম, আন্দোলপোতা, বড় পোদালিয়া, বাকুড়া, রাজবাড়িয়া, দক্ষিণ দিগদানা, ছোটখলসী, খোসালনগর, খাটবাড়িয়া, কুমরী, জগানন্দকাটি, মহিনীকাটি, দেউলী নাভারণ, রাঘুনাথনগর, সৈয়দপাড়া, রাধানগর, আশিংড়ী, বায়সা, হাজিরালী, দোশতিনা, শিওরদাহ, বিষ্ণুপুর, শংকরপুর ও রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। যশোর সদর উপজেলার অন্তত ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ক্লাস নেয়া হচ্ছে। স্বুলগুলো হল- ললিতাদাহ, সমসপুর, বারান্দি মোল্লাপাড়া, মালঞ্চি, হৈবতপুর, ঝাউদিয়া, চুড়ামনকাটি, আদর্শ, নঙ্গরপুর, ধোপাখোলা, বকচর, বারান্দি, রামনগর খাঁপাড়া, ফুলবাড়ি দীঘিরপাড়, নাটুয়াপাড়া, তেঘরিয়া, ইছাপুর, হালসা, জয়নাব সাত্তার, রামনগর, শাহবাজপুর, জগহাটি, তীরেরহাট, জোতরহিম, মাথাভাঙ্গা, ঘাটকুল কচুয়া, নরেন্দ্রপুর পশ্চিম মাঠপাড়া, পূর্ব আবাদ কচুয়া, শাঁখারিগাতি, দেয়াড়া, ঘোপ নরসিংহপুর, আবাদ কচুয়া, মাহিদিয়া, পুলেরহাট, এফএবি, জগন্নাথপুর, গোবিন্দপুর, ছোটবড় গোবিন্দপুর, শেখহাটি ও নিমতলী বাজে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও শার্শা উপজেলার ২২টি, মনিরামপুরে ২১টি, বাঘারপাড়ার ২৬টি, অভয়নগরে ৭টি, কেশবপুরে ১৭টি বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান চলছে।
- See more at: http://www.jugantor.com/bangla-face/2014/05/26/103476#sthash.EZeLLQkX.dpuf

No comments:

Post a Comment