Saturday, May 31, 2014

চট্টগ্রামে তির্যকের নাট্য উৎসব

চট্টগ্রামে তির্যকের নাট্য উৎসব
সংস্কৃতি ডেস্ক ॥ চট্টগ্রামের সিএন্ডবি মঞ্চে ১৯৭৪ সালের ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে তির্যক নাট্যগোষ্ঠী। এরপর শিল্প সাধনায় তির্যক নাট্যগোষ্ঠী পার করেছে ৪০টি বছর। অর্জনের এই প্রেক্ষাপটে চট্টগ্রামে জেলা শিল্পকলা একাডেমিতে সম্প্রতি ‘সৃষ্টিতে গৌরবে শিল্পিত ৪০’ শীর্ষক ছয় দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করে। উৎসবে ছিল আলোচনা সভা, নাটক মঞ্চায়ন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৬ মে বিকালে ছয় দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি ও দৈনিক পূর্বকোন-এর ফিচার সম্পাদক এজাজ ইউসুফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. কুন্তল বড়–য়া, দৈনিক মুক্তবাণী পত্রিকার প্রকাশক ববিতা বড়–য়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সম্পাদক (চট্টগ্রাম) সাইফুল আলম। উদ্বোধনী দিনে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের শিল্পীরা। মিলনায়তনে লোক নাট্যদল মঞ্চস্থ করে নাটক ‘কঞ্জুস’। ১৭ মে অরিন্দম থিয়েটারের ‘কবি’, ১৮ মে উত্তরাধিকারের ‘মন তার শঙ্খিনী’, ১৯ মে তির্যক নাট্যগোষ্ঠী ‘নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে’, ২০ মে ‘দ্য ফাদার’, ২১ মে গণায়ন নাট্য সম্প্রদায় ‘কমরেডস হাত নামান’ মঞ্চস্থ করে। প্রতিদিন মুক্ত মঞ্চে ছিল স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, স্কুল অব ফোক ড্যান্স, প্রমা আবৃত্তি সংগঠন, নরেন আবৃত্তি একাডেমি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের মূকাভিনয়, সঙ্গীত ভবনের পরিবেশনা। দ্বিতীয় দিন চট্টগ্রামের নাট্য ও সংস্কৃতজনদের দৃষ্টিতে তির্যকের ৪০ বছরের নাট্যযাত্রা নিয়ে নির্মিত তির্যক ডকুমেন্টারী ‘সৃষ্টিতে গৌরবে শিল্পিত ৪০’ও ৫ম দিন তির্যক নাট্যগোষ্ঠীর পথনাটক ‘লজ্জা’ মঞ্চস্থ হয়।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment