Friday, May 30, 2014

নেটওয়র্ক ১৮ আম্বানির, বাড়ল সংবাদ সাম্রাজ্যে দাপট

নেটওয়র্ক ১৮ আম্বানির, বাড়ল সংবাদ সাম্রাজ্যে দাপট

Reliance-Industries-Limited_2
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতে বিজনেস হাউসগুলির মধ্যে শীর্ষে যে সব নাম রয়েছে তার মধ্যে অন্যতম অবশ্যই রিলায়েন্স। সাম্প্রতিক ইতিহাসে বাণিজ্যিক দুনিয়ার একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই। সেই দিকে এক তাত্‍‌পর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছে রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড। বৃহস্পতিবার রিল-এর বোর্ড অফ ডিরেক্টরস-এর তরফ থেকে আইএমটি-কে (ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া ট্রাস্ট, যারা রিলায়েন্সের মিডিয়া বিভাগ দেখে) চার হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হল নেটওয়র্ক ১৮ এবং সহায়ক সংস্থা টিভি১৮-র সিংহভাগ অংশীদারী কিনে নেওয়ার জন্যে। এই চুক্তি সই করার পর নেটওয়র্ক ১৮-এর ৭৮ শতাংশ শেয়ার থাকবে রিলায়েন্সের দখলে। অন্যদিকে টিভি ১৮-এর ৯ শতাংশ শেয়ারের মালিকানা থাকবে রিলায়েন্সের অধীনে।

এই দুটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ব্রডকাস্ট চ্যানেল--- In.com, IBNLive.com, Moneycontrol.com, Firstpost.com, Cricketnext.in, Homeshop18.com, Bookmyshow.com, Colors, CNN-IBN, CNBC- TV18, IBN7 এবং CNBC Awaaz. বিভিন্ন মহলে গুঞ্জন রটেছে যে এই টেকওভারের পরে সিএনএন-আইবিএন থেকে ইস্তফা দিতে পারেন বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাই।

No comments:

Post a Comment