নতুন বার্তা ডেস্ক
নয়া দিল্লি: বিজেপিকে অস্বস্তিতে ফেলে একের পর এক মন্তব্য করে চলেছেন শত্রুঘ্ন সিনহা৷ শুক্রবারের পর শনিবারও ফের বিতর্কিত মন্তব্য করলেন অভিনয় জগত থেকে রাজনীতিতে পা রাখা এই বিজেপি নেতা৷এদিন তিনি বলেন, প্রিয়াঙ্কা বঢড়ার পরিবারের এসপিজি নিরাপত্তা পাওয়া উচিত৷ অতীতে একসময় তার পরিবার দেশের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করেছে৷ তিনি এই নিরাপত্তার দাবিদার৷
শত্রুঘ্ন সিনহার এধরমের মন্তব্য যারপরনাই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব৷ যদিও, গেরুয়া শিবিরের পক্ষ থেকে এবিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি৷বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ে কোনো রকম বিশেষ সুবিধা চান না বলে শুক্রবারই এসপিজি ডিরেক্টরকে চিঠি লেখেন সোনিয়া তনয়া৷ বিমানবন্দরে সিকিওরিটি চেকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পেতেন প্রিয়াঙ্কা ও তার স্বামী রবার্ট বঢড়া৷ কিন্তু, এদিন সেই সুযোগ সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন প্রিয়াঙ্কা৷ বিমানবন্দরে রবার্টি বঢ়ড়ার ‘বিশেষ মর্যাদা’ অপসারিত হতে পারে বলে গতকালই অসমারিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু ইঙ্গিত দিয়েছিলেন৷ তারপরই এসপিজি প্রধানকে চিঠি লেখেন প্রিয়াঙ্কা৷ আর তার প্রেক্ষিতেই এই মন্তব্য এই শত্রুঘ্ন সিনহার৷
বৃহস্পতিবারও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দলবিরোধী মন্তব্য করে বসেন এই বিজেপি নেতা৷বয়স ৭৫ বছরের উর্ধ্বে হওয়ায় মোদীর মন্ত্রিসভায় আডবাণী-জোশীর ব্রাত্য থাকাকে তিনি সমর্থন করেন না বলে সাফ জানিয়েছিলেন৷তিনি বলেছিলেন,বয়সের থেকেও অনেক বেশি মূল্যবান অভিজ্ঞতা৷৪৫ বছরের কোনো নেতার থেকে লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর জোশী অনেক বেশি দক্ষ বলে মন্তব্য করেছিলেন তিনি৷- ওয়েবসাইট।
শত্রুঘ্ন সিনহার এধরমের মন্তব্য যারপরনাই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব৷ যদিও, গেরুয়া শিবিরের পক্ষ থেকে এবিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি৷বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ে কোনো রকম বিশেষ সুবিধা চান না বলে শুক্রবারই এসপিজি ডিরেক্টরকে চিঠি লেখেন সোনিয়া তনয়া৷ বিমানবন্দরে সিকিওরিটি চেকিংয়ের ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পেতেন প্রিয়াঙ্কা ও তার স্বামী রবার্ট বঢড়া৷ কিন্তু, এদিন সেই সুযোগ সুবিধা প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি লিখেছিলেন প্রিয়াঙ্কা৷ বিমানবন্দরে রবার্টি বঢ়ড়ার ‘বিশেষ মর্যাদা’ অপসারিত হতে পারে বলে গতকালই অসমারিক বিমান পরিবহণমন্ত্রী অশোক গজপতি রাজু ইঙ্গিত দিয়েছিলেন৷ তারপরই এসপিজি প্রধানকে চিঠি লেখেন প্রিয়াঙ্কা৷ আর তার প্রেক্ষিতেই এই মন্তব্য এই শত্রুঘ্ন সিনহার৷
বৃহস্পতিবারও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে দলবিরোধী মন্তব্য করে বসেন এই বিজেপি নেতা৷বয়স ৭৫ বছরের উর্ধ্বে হওয়ায় মোদীর মন্ত্রিসভায় আডবাণী-জোশীর ব্রাত্য থাকাকে তিনি সমর্থন করেন না বলে সাফ জানিয়েছিলেন৷তিনি বলেছিলেন,বয়সের থেকেও অনেক বেশি মূল্যবান অভিজ্ঞতা৷৪৫ বছরের কোনো নেতার থেকে লালকৃষ্ণ আদবানি ও মুরলী মনোহর জোশী অনেক বেশি দক্ষ বলে মন্তব্য করেছিলেন তিনি৷- ওয়েবসাইট।
No comments:
Post a Comment