Friday, May 30, 2014

ফেসবুক করার ‘শাস্তি’ ২০ বছরের জেল!

ফেসবুক করার ‘শাস্তি’ ২০ বছরের জেল!

f-book_ban
এই সময় ডিজিটাল ডেস্ক: ডাকাতি, খুন, ধর্ষণ ইত্যাদি এ ধরনের জঘন্য অপরাধ করে অনেকে কারাদণ্ড বা ফাঁসির আদেশ পেয়েছেন। এ তো জানা কথা। ফেসবুক করার অপরাধে ২০ বছর পর্যন্ত জেল হয়েছে, এ কথা শুনেছেন কী? এই 'চমকপ্রদ' ঘটনা ঘটেছে ইরানে। সেখানে আট ব্যক্তিকে ৭ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে ফেসবুক প্রোফাইল খোলার অপরাধে।

ইরানে বহু আগেই ফেসবুক বা অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোয় নিষেধাজ্ঞা জারি করেছিল দেশের সরকার। কারণ হিসাবে বলা হয়েছিল, এটা ইসলাম বিরোধী এবং অনৈতিক। এর আগেও কয়েক জনকে এই অপরাধে জেলে পোরা হয়েছিল। তবে সূত্রের খবর, শুধুমাত্র এই 'লঘু পাপে' জেলে পাঠালে 'গুরু দণ্ড' দেওয়ার ভয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রচার করার মতো অপরাধ জুড়ে দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তদের মধ্যে ইরানে জন্মানো রোয়া সবেরিনেজাদ নামে এক ব্রিটিশ বংশোদ্ভূত মহিলাও রয়েছেন। এঁকে গত বছরে গ্রেফতার করে পুলিশ। ইনিও ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত।

ইরানে অনেক আগেই ফেসবুক নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তবে, অনেকেই প্রযুক্তির সাহায্য নিয়ে চুপিচুপি আজও ফেসবুক করেন। তবে এ ঘটনা থেকে একটা কথা পরিষ্কার, ফেসবুক প্রোফাইল থাকা ও দেশে এত বড় অপরাধ, যে সন্ত্রাসবাদী বা ধর্ষণকারীদের সঙ্গে 'ফেসবুককারী'দের কোনও তফাতই নেই!

No comments:

Post a Comment