Friday, May 30, 2014

রাজনৈতিক লাইন নিয়ে দলে প্রশ্নের মুখে কারাট

রাজনৈতিক লাইন নিয়ে দলে প্রশ্নের মুখে কারাট

karat
প্রসেনজিত্‍ বেরা

লোকসভা নির্বাচনের মুখে জোড়াতালি দিয়ে তৃতীয় বিকল্প গঠনের 'রাজনৈতিক লাইন' গ্রহণ এবং পরিণতিতে চূড়ান্ত ভরাডুবি নিয়ে দলের অন্দরে প্রবল সমালোচনার মুখে পড়তে চলেছেন সিপিএম সাধারণ সম্পাদক প্রকাশ কারাট৷ একই সঙ্গে, দলের লাইন থেকে সরে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে প্রয়োজনে কংগ্রেসকে সমর্থনের কথা বলে ধন্দ তৈরির জন্য প্রশ্নের মুখে পড়তে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্যও৷

আগামী ৭-৮ জুন দিল্লিতে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে অস্বস্তিকর একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে চলেছেন সিপিএম শীর্ষ নেতৃত্ব৷ নির্বাচনে বিপর্যয়ের দায় নিয়ে নেতৃত্ব বদলের দাবিও সীতারাম ইয়েচুরির ঘনিষ্ঠ নেতারা তুলতে চলেছেন বলে ইঙ্গিত মিলছে৷ এই পরিস্থিতিতে পার্টি কংগ্রেস এগিয়ে আনার সিদ্ধান্তও কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে হতে পারে বলে দলীয় সূত্রের খবর৷ কেন্দ্রীয় কমিটির এক সদস্যের কথায়, 'পরবর্তী পার্টি কংগ্রেসের সূচি কেন্দ্রীয় কমিটির এই বৈঠকেই চূড়ান্ত হবে৷ পার্টি কংগ্রেসে নেতৃত্ব বদল হবে কি না, তার আভাসও মিলতে পারে এই বৈঠকে৷' কেন্দ্রীয় কমিটির বৈঠক কতটা উত্তপ্ত হবে, তার আঁচ পাওয়া যেতে পারে আগামী ২-৩ জুন রাজ্য কমিটির বৈঠকেও৷

এমনিতে পার্টি কংগ্রেস হওয়ার কথা আগামী বছরের মাঝামাঝি৷ এখন পার্টি কংগ্রেস এগিয়ে এনে কারাট-শিবির নেতৃত্ব বদলের চাপ প্রশমিত করতে চাইলেও দলের রাজনৈতিক লাইন নিয়ে প্রশ্ন ওঠা অবধারিত বলেই কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য মনে করছেন৷ লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে যে ভাবে মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, নীতীশ কুমারের জেডিইউ, জয়ললিতার এআইএডিএমকে, নবীন পট্টনায়কের বিজেডি, দেবগৌড়ার জেডিএস এবং অসম গণপরিষদের মতো দলগুলিকে জোড়াতালি দিয়ে একমঞ্চে আনা হয়েছিল, তার কারণ নিয়েই প্রশ্ন উঠছে৷ তৃতীয় বিকল্প তৈরি করে বিজেপি ও কংগ্রেসকে ঠেকানো যাবে--মানুষের কাছে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য করে তোলা যায়নি৷ এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় কমিটিতে এমনকী পৃথক 'নোট' দিতে চলেছেন কয়েক জন সদস্য৷ বিশেষ করে, ২০০৯-এর লোকসভা ভোটের সময় একই ভাবে 'তৃতীয় ফ্রন্ট' তৈরি করে বামেদের ভরাডুবি হয়েছিল৷ তার পরেও ফের কেন একই নির্বাচনী রণকৌশল নেওয়া হল, নোট-এ সে প্রশ্ন তুলতে চাইছেন তাঁরা৷ তাঁদের আরও বক্তব্য, যাঁদের নিয়ে তৃতীয় বিকল্প গঠন করা হয়েছিল, সেই জয়ললিতার মতো সঙ্গীদের সঙ্গে বামেদের নির্বাচনী আঁতাঁত পর্যন্ত হয়নি৷ অতীতেও একাধিক বার বামেদের বিশ্বাসভঙ্গের কারণ হয়েছেন যে মুলায়ম, কোন যুক্তিতে তাঁর উপর ভরসা করা হল, উঠছে সে প্রশ্নও৷ মুলায়মের দল এমনকী পশ্চিমবঙ্গেও একাধিক আসনে একতরফা প্রার্থী দিয়েছে৷ তৃতীয় বিকল্পকে তাই গ্রাহ্যের মধ্যেই আনেননি মানুষ৷

৭-৮ জুন দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই প্রসঙ্গগুলিতে সিপিএম শীর্ষ নেতৃত্বের অস্বস্তি যে বাড়াতে চলেছে, সেটা এক রকম স্পষ্ট৷ তবে তৃতীয় বিকল্পের বাইরে অন্য কোন পথে বামেরা লড়াই করতে পারত, তা বিক্ষুব্ধ শিবিরও স্পষ্ট করছে না৷
http://eisamay.indiatimes.com/nation/prakash-karat-to-be-questioned-for-his-policies/articleshow/35739181.cms?

No comments:

Post a Comment